Important Physical Science Question Answer for ANM GNM & JENPAS UG

Q. STP-তে ৪ গ্রাম SO₂-এর আয়তন কত?

(a) 2.8
(b) 2.6
(c) 3.2
(d) 3.0
Answer – (a) 2.8

Q. HNO3-এর আণবিক ভর কত?

(a) 63
(b) 64
(c) 72
(d) 52
Answer – (a) 63

Q. গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্পঘনত্বের কত গুণ?

(a) 4
(b) 6
(c) 3
(d) 2
Answer – (d) 2

Q. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থকে বলা হয়-

(a) বিক্রিয়াজাত
(b) বিক্রিয়ক
(c) বিকারক
(d) কোনোটিই নয়
Answer – (b) বিক্রিয়ক

Q. . আইনস্টাইনের সমীকরণটি হল-

(a) E=MC²
(b) E = W
(c) E = hc / Y
(d) কোনোটিই নয়
Answer – (a) E=MC²

Q. বাতাস কোন ধরনের পদার্থ?

(a) মৌলিক পদার্থ
(b) যৌগিক পদার্থ
(c) মিশ্র পদার্থ
(d) কোনটিই নয়
Answer – (c) মিশ্র পদার্থ

Preparation for GNM ANM

Q. নিচের কোনটি বিজারক পদার্থ?

(a) H₂S
(b) SO₂
(c) CO
(d) সব কটি
Answer – (d) সব কটি

Q. পারদ সংকর কোন্ ধরনের দ্রবণের উদাহরণ?

(a) দ্রাবক এবং দ্রাব উভয় তরল
(b) দ্রাবক কঠিন দ্রাব তরল
(c) দ্রাবক তরল এবং দ্রাব কঠিন
(d) উভয় দ্রাবক এবং দ্রাব কঠিন
Answer – (b) দ্রাবক কঠিন দ্রাব তরল

Q. অসম্পৃক্ত দ্রবনকে কীভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে?

(a) দ্রাবক যোগ করে
(b) দ্রাব যোগ করে
(c) আরো দ্রবন যোগ করে
(d) সব কটি
Answer – (b) দ্রাব যোগ করে

Q. নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত?

(a) ক্লোরোফর্ম
(b) ইথার
(c) বেঞ্জিন
(d) জল
Answer – (d) জল

Q. 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে,দ্রাবটির দ্রাব্যতা কত?

(a) 45
(b) 25
(c) 9
(d) 5
Answer – (c) 9

Q. কোনটি কলয়েড কণার ব্যাস?

(a) 10-³
(b) 10-⁸
(c) 10-⁶
(d) 10-¹⁰

Suggestion MCQ Question Answer for ANM GNM

Q. দ্রাব্যতা লেখ এর x অক্ষ বরাবর কি প্রকাশ করা হয়?

(a) দ্রাবতা
(b) দ্রাবকের পরিমাণ
(c) দ্রাবের পরিমাণ
(d) উষ্নতা
Answer – (d) উষ্নতা

Q. অ্যাসিড দ্রবণে কোন্ টি দেখা যায়?

(a) মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণের হয়
(b) ফেনলপথ্যালিন গোলাপী বর্ণের হয়
(c) মিথাইল রেড হলুদ বর্ণের হয়
(d) ফেনলপথ্যালিন বর্ণহীন হয়
Answer – (d) ফেনলপথ্যালিন বর্ণহীন হয়

Q. Na + CuSO4 = Na₂SO₄ + Cu কোন প্রকার বিক্রিয়া?

(a) বিয়োজন বিক্রিয়া
(b) জারণ-বিজারণ বিক্রিয়া
(c) জারণ বিক্রিয়া
(d) যুত-বিক্রিয়া
Answer – (b) জারণ-বিজারণ বিক্রিয়া

Q. সমস্ত অ্যাসিডে কোন্ উপাদানটি অবশ্যই থাকবে?

(a) ক্লোরিন
(b) হাইড্রোজেন
(c) অক্সিজেন
(d) সালফার
Answer – (b) হাইড্রোজেন

Q. কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়?

(a) তেঁতুল
(b) ভিনিগার
(c) টারটারিক অ্যাসিড
(d) ল্যাকটিক অ্যাসিড
Answer – (d) ল্যাকটিক অ্যাসিড

Q. নীচের কোন্ ইলেকট্রন বিন্যাসটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস?

(a) 2, 8,5
(b) 2, 8,6
(c) 2,8,7
(d) 2,8,8
Answer – (d) 2,8,8

Mock Test for ANM GNM

Q. কোন্ লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায়?

(a) KNO3
(b) NH4CI
(c) FeSO4, 7H₂O
(d) NaCl
Answer – (d) NaCl

Q. কোন মিশ্রনকে অম্লরাজ বলা হয়?

(a) তিনভাগ H₂SO₄ এর সাথে একভাগ HCI এর মিশ্রণ
(b) তিনভাগ HNO3 এর সাথে একভাগ HCI এর মিশ্রণ
(c) একভাগ H₂SO₄ এর সাথে তিনভাগ HCI এর মিশ্রণ
(d) একভাগ HNO3 এর সাথে তিন ভাগ HCI এর মিশ্রণ
Answer – (d) একভাগ HNO3 এর সাথে তিন ভাগ HCI এর মিশ্রণ

Q. দুধ কোন্ ধরনের দ্রবণ?

(a) সাশপেনসন
(b) প্রকৃত দ্রবণ
(c) কলয়ডীয় দ্রবণ
(d) কোনটাই নয়
Answer – (c) কলয়ডীয় দ্রবণ

Q. নীচের কোন্ টি মৃদু অ্যাসিড?

(a) H₂CO₃
(b) HNO3
(c) H₂SO₄
(d) HCI
Answer – (a) H₂CO₃

Q. নীচের কোন্ উপাদানকে রসায়নের রাজা বলা হয়?

(a) H₂CO₃
(b) HCI
(c) KNO₃
(d) H₂SO₄
Answer – (d) H₂SO₄

Q. অক্সিজেনের ক’টি আইসোটোপ পাওয়া যায়?

(a) 1
(b) 2
(c) 3
(d) 4
Answer – (c) 3

ANM GNM Question Answer in Bengali

Q. নীচের কোন্ রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায়?

(a) ম্যালিক অ্যাসিড
(b) ফর্মিক অ্যাসিড
(c) সাইট্রিক অ্যাসিড
(d) কার্বোলিক অ্যাসিড
Answer – (b) ফর্মিক অ্যাসিড

Q. বেকিং পাউডার আসলে কী?

(a) সোডিয়াম নাইট্রেট
(b) সোডিয়াম অক্সালেট
(c) সোডিয়াম বাই-কার্বনেট
(d) সোডিয়াম সাইট্রেট
Answer – (c) সোডিয়াম বাই-কার্বনেট

Q. কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রনই সুস্থির?

(a) Fe
(b) He
(c) Mg
(d) H
Answer – (b) He

Q. কোন্ দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায়?

(a) প্রকৃত দ্রবণ
(b) সাসপেনশন
(c) কলয়ডীয় দ্রবণ
(d) কোনটিই নয়
Answer – (c) কলয়ডীয় দ্রবণ

Q. নীচের কোন্ টি থেকে ফরমিক অ্যাসিড প্রথম পাওয়া যায়?

(a) অ্যাসিটিক অ্যাসিড
(b) লাল পিঁপড়ে
(c) ফরমালিন
(d) কাঠের পাতনের দ্বারা
Answer – (c) ফরমালিন

Q. ³⁰Si14 এবং ³²S16 পরমাণুগুলি –

(a) আইসোটোন
(b) আইসোটোপ
(c) আইসোবার
(d) মিরর নিউক্লিয়াস
Answer – (a) আইসোটোন

Scroll to Top