Q. ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কী?
(a) জিঙ্ক সালফেট
(b) আয়রন সালফেট
(c) কপার সালফেট
(d) সিলভার নাইট্রেট
Answer – (c) কপার সালফেট
Q. নিচের কোন্ ঘটনাটি রাসায়নিক পরিবর্তন?
(a) পাথর ভেঙ্গে টুকরো বা গুঁড়ো হয়ে যাওয়া
(b) কয়লা পোড়ানো
(c) লোহাকে চুম্বকে পরিণত করা
(d) জল বরফে পরিণত হওয়া
Answer – (b) কয়লা পোড়ানো
Q. ‘Milk of lime’ এর সংকেত কী?
(a) CaO
(b) NaOH
(c) Ca(OH)2
(d) CuSO4
Answer – (c) Ca(OH)2
Q. Fe+² থেকে Fe+³ এর রূপান্তরকে কী বলা হয়?
(a) বিজারণ
(b) জারণ
(c) পলিমারাইজেশন
(d) কোনোটিই নয়
Answer – (b) জারণ
Q. সোনা কীসে দ্রবীভূত হয়?
(a) ঘন সালফিউরিক অ্যাসিড
(b) অ্যাকোয়া রিজিয়া
(c) ঘন নাইট্রিক অ্যাসিড
(d) হাইপোক্লোরাস অ্যাসিড
Answer – (b) অ্যাকোয়া রিজিয়া
Q. CaSO4, 2H₂O এটি কীসের সংকেত?
(a) প্লাস্টার অফ প্যারিস
(b) কাচ
(c) জিপসাম
(d) কোনোটিই নয়
Answer – (c) জিপসাম
Mock Test for ANM/GNM
Q. ভিনিগার কী?
(a) অ্যাসেটিক অ্যাসিড-এর জলীয় দ্রবণ
(b) মিথানোয়িক অ্যাসিড-এর জলীয় দ্রবণ
(c) এক প্রকারের অ্যালকোহল
(d) এক প্রকারে অজৈব যৌগ
Answer – (a) অ্যাসেটিক অ্যাসিড-এর জলীয় দ্রবণ
Q. ভিটামিন-সি এর রাসায়নিক নাম কী?
(a) ক্লোরো অ্যাসকরবিক
(b) মিথাইল অ্যাসকরবিক
(c) অ্যাসকরবিক অ্যাসিড
(d) অক্সালিক অ্যাসিড
Answer – (c) অ্যাসকরবিক অ্যাসিড
Q. অগ্নিনির্বাপক যন্ত্রে কোন্ অ্যাসিড থাকে?
(a) লঘু সালফিউরিক অ্যাসিড
(b) ফসফরিক অ্যাসিড
(c) ঘন সালফিউরিক অ্যাসিড
(d) নাইট্রিক অ্যাসিড
Answer – (c) ঘন সালফিউরিক অ্যাসিড
Q. ব্লিচিং পাউডারের সংকেত কী?
(a) Ca(OH)2
(b) Ca(OCI)2
(c) Ca(OCl)CI
(d) CaCl₂
Answer – (c) Ca(OCl)CI
Q. Oil of Vitriol কী?
(a) H₂SO₄
(b) HNO3
(c) HOCI
(d) HBr
Answer – (a) H₂SO₄
Q. প্রথম পারমাণবিক তত্ত্ব কে দেন?
(a) নীলস্ বোর
(b) অ্যাভোগাড্রো
(c) রাদারফোর্ড
(d) ডালটন
Answer – (d) ডালটন
Important Physical Science Question Answer
Q. বিশুদ্ধ জলের মোলারিটি কত?
(a) 18
(b) 10
(c) 36.8
(d) 55.6
Answer – (d) 55.6
Q. নিম্নোক্ত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়?
(a) প্রোটিয়াম
(b) ডয়টেরিয়াম
(c) ট্রাইটিয়াম
(d) ইট্রিয়াম
Answer – (d) ইট্রিয়াম
Q. ভারী জল (D₂O) এবং সাধারণ জল (H₂O)- কার আনবিক ওজন বেশি?
(a) H₂O
(b) D2O
(c) দুজনের সমান
(d) আণবিক ওজন নেই
Answer – (b) D2O
Q. নীচের কোন্ টি উভধর্মী অক্সাইড?
(a) Al2O3
(b) MgO
(c) P2O5
(d) MnO2
Answer – (a) Al2O3
Q. অম্লরাজ-এ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত?
(a) 1:3
(b) 3:1
(c) 1:1
(d) 2:3
Answer – (b) 3:1
Q. নিচে লেখা যৌগগুলির মধ্যে একটি অ্যাসিড লবণ। সেটি কোনটি?
(a) KNO3
(b) Zn(OH)CI
(c) Na2SO4
(d) NaHSO4
Answer – (d) NaHSO4
ANM/GNM Important Questions in Bengali
Q. m ভরের একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে h উচ্চতায় রাখা হলে, ভূ-পৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি হবে-
(a) mgh/2
(b) mgh
(c) -mgh
(d) -2mgh
Answer – (b) mgh
Q. 2 kg ভরের বস্তুর গতিশক্তি 16J বস্তুর বেগ হল-
(a) 0.5 m/s
(b) 1 m/s
(c) 2 m/s
(d) 4 m/s
Answer – (d) 4 m/s
Q. পদ্ধতিতে কার্যের পরম একক-
(a) গ্রাম-সেমি
(b) ওয়াট
(c) জুল
(d) আর্গ
Answer – (c) জুল
Q. 1 জুলের মান হলো-
(a) 10⁴ আর্গ
(b) 10⁵ আর্গ
(c) 10⁷ আর্গ
(d) 10¹⁰ আর্গ
Answer – (c) 10⁷ আর্গ
Q. কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে, গতিশক্তি হবে-
(a) 16 গুণ
(b) 8 গুণ
(c) 4 গুণ
(d) 2 গুণ
Answer – (b) 8 গুণ
Q. একটি বস্তুকে যখন উলম্বভাবে উপরে ছোঁড়া হয়, তখন বস্তুর গতিশক্তি-
(a) বাড়বে
(b) কমবে
(c) একই থাকবে
(d) বলা সম্ভব নয়
Answer – (b) কমবে
Important Questions for ANM GNM Entrance Exam
Q. কার্যের মাত্রা হল-
(a) [MLT-²]
(b) [ML²T-²]
(c) [MLT-³]
(d) [ML²T-³]
Answer – (b) [ML²T-²]
Q. বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে?
(a) বেগ
(b) ত্বরণ
(c) কার্য
(d) ক্ষমতা
Answer – (c) কার্য
Q. একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হল তার ভরবেগ-
(a) একই থাকবে
(b) 4 গুণ হবে
(c) 1/2 গুণ হবে
(d) √2 গুণ হবে
Answer – (d) √2 গুণ হবে
Q. m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 এদের ভরবেগের অনুপাত হলো-
(a) 1:6
(b) 1:4
(c) 1:2
(d) 1:√2
Answer – (d) 1:√2
Q. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটলে, কোন্ রাশি অপরিবর্তিত থাকে?
(a) উষ্নতা
(b) গতিশক্তি
(c) বেগ
(d) ভরবেগ
Answer – (d) ভরবেগ
Q. 25 kg ভরের একটি বস্তুর উপর ION সুষম বল প্রয়োগ করলে 1s সময়ে কৃতকার্য কত হবে?
(a) 2.0J
(b) 2.6J
(c) 10J
(d) 25J
Answer – (a) 2.0J