Q. ভিন্ন ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি?
(a) ভারী বস্তুর
(b) হালকা বস্তুর
(c) উভয়ের সমান
(d) বলা সম্ভব নয়
Answer – (a) ভারী বস্তুর
Q. কোনো বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি পেলে, গতিশক্তির বৃদ্ধি হবে-
(a) 10%
(b) 21%
(c) 11%
(d) 44%
Answer – (b) 21%
Q. একটি বলকে 20cm উঁচু থেকে ফেলা হলে 10cm পর্যন্ত লাফিয়ে ওঠে। বস্তুর শক্তির হ্রাস হবে-
(a) 25%
(b) 50%
(c) 75%
(d) 100%
Answer – (b) 50%
Q. সাম্যাবস্থায় কোনো বস্তুর-
(a) স্থিতিশক্তি সর্বনিম্ন হয়
(b) স্থিতিশক্তি শূন্য হয়
(c) গতিশক্তি সর্বনিম্ন হয়
(d) স্থিতিশক্তি সর্বোচ্চ হয়
Answer – (a) স্থিতিশক্তি সর্বনিম্ন হয়
Q. কোনো বন্দুক থেকে গুলি ছোঁড়া হলে গুলির তুলনায় বন্দুকের গতিশক্তি-
(a) বেশি হবে
(b) কম হবে
(c) সমান হবে
(d) বলা সম্ভব নয়
Answer – (b) কম হবে
Q. একটি বস্তুর ভরবেগ ও গতিশক্তির মান সমান হলে, তার গতিবেগ কত?
(a) 1 m/s
(b) 2 m/s
(c) 3 m/s
(d) 4 m/s
Answer – (b) 2 m/s
Preparation for GNM ANM
Q. যখন শুধু অসংরক্ষী বলের বিরুদ্ধে কার্য করা হয়, তখন-
(a) বস্তুর স্থিতিশক্তি বেড়ে যায়
(b) বস্তুর মোট যান্ত্রিকশক্তি ধ্রুবক থাকে না
(c) বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে
(d) গতিশক্তি বেড়ে যায় ও স্থিতিশক্তি কমে যায়
Answer – (b) বস্তুর মোট যান্ত্রিকশক্তি ধ্রুবক থাকে না
Q. কোনো বস্তুকে উপরে ছুঁড়ে দিলে-
(a) স্থিতিশক্তি একই থাকে
(b) মোট যান্ত্রিক শক্তি একই থাকে
(c) স্থিতিশক্তি ও গতিশক্তি দুই-ই বৃদ্ধি পায়
(d) গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি হ্রাস পায়
Answer – (b) মোট যান্ত্রিক শক্তি একই থাকে
Q. বৃত্তীয় গতির ক্ষেত্রে কার্য-
(a) ধনাত্মক
(b) ঋনাত্মক
(c) শূন্য
(d) বলা সম্ভব নয়
Answer – (c) শূন্য
Q. 1 HP = _ watt.
(a) 1.34
(b) 786
(c) 107
(d) 746
Answer – (d) 746
Q. সংঘাত গুনাঙ্ক 1 হলে, সংঘর্ষটি-
(a) পূর্ণ স্থিতিস্থাপক
(b) পূর্ণ অস্থিতিস্থাপক
(c) আংশিক স্থিতিস্থাপক
(d) আংশিক অস্থিতিস্থাপক
Answer – (a) পূর্ণ স্থিতিস্থাপক
Q. অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কি হয়?
(a) ক্রমশ বাড়তে থাকে
(b) ক্রমশ কমতে থাকে
(c) প্রথম কমে তার পর বাড়ে
(d) সবসময় ধ্রুবক থাকে
Answer – (d) সবসময় ধ্রুবক থাকে
ANM GNM Nursing Question and Answer in Bengali
Q. বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে?
(a) গতি শক্তি
(b) তাপ শক্তি
(c) স্থিতি শক্তি
(d) আলোক শক্তি
Answer – (c) স্থিতি শক্তি
Q. কার্য করার সামর্থকে কি বলে?
(a) শক্তি
(b) বল
(c) ক্ষমতা
(d) কার্যহীন বল
Answer – (a) শক্তি
Q. কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া নিচের কোন ধরণের রূপান্তর?
(a) যান্ত্রিক শক্তি → তাপশক্তি
(b) রাসায়নিকশক্তি → তাপশক্তি
(c) আলোক শক্তি → তাপশক্তি
(d) পারমাণবিক শক্তি →তাপশক্তি
Answer – (b) রাসায়নিকশক্তি → তাপশক্তি
Q. আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত?
(a) 60%
(b) 50%
(c) 100%
(d) 75%
Answer – (c) 100%
Q. আমাদের শক্তির প্রধান উৎস হল-
(a) সমুদ্র
(b) সূর্য
(c) বায়ুমণ্ডল
(d) মহাশূন্য
Answer – (b) সূর্য
Q. পেলটন হুইল কোন শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে?
(a) স্থিতিশক্তি
(b) শব্দশক্তি
(c) জোয়ার ভাঁটা শক্তি
(d) গতিশক্তি
Answer – (a) স্থিতিশক্তি
ANM GNM Physical Science MCQ Question
Q. কার্য হল-
(a) দুটি ভেক্টর রাশির গুণফল
(b) একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির গুণফল
(c) দুটি স্কেলার রাশির গুণফল
(d) কোনোটিই নয়
Answer – (a) দুটি ভেক্টর রাশির গুণফল
Q. অভ্যন্তরীণ নির্ভর করে বস্তুর-
(a) স্থিতিশক্তির উপর
(b) গতিশক্তির উপর
(c) স্থিতি ও গতিশক্তির উপর
(d) কোনোটিই নয়
Answer – (c) স্থিতি ও গতিশক্তির উপর
Q. লাউডস্পিকারে কোন্ শক্তি-কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
(a) শব্দশক্তি-তড়িৎশক্তিতে
(b) যান্ত্রিকশক্তি-শব্দশক্তিতে
(c) শব্দশক্তি-যান্ত্রিকশক্তিতে
(d) তড়িৎশক্তি-শব্দশক্তিতে
Answer – (d) তড়িৎশক্তি-শব্দশক্তিতে
Q. ঘড়িতে দম দেওয়ার সময় আমরা তাতে-
(a) স্থিতিশক্তির সঞ্চার করি
(b) গতিশক্তির সঞ্চার করি
(c) তাপশক্তির সঞ্চার করি
(d) তড়িৎশক্তির সঞ্চার করি
Answer – (a) স্থিতিশক্তির সঞ্চার করি
Q. একটি বস্তুর প্রবণতা থাকে সর্বদা-
(a) সর্বোচ্চ গতিশক্তিতে অবস্থান করা
(b) সর্বোচ্চ স্থিতিশক্তিতে অবস্থান করা
(c) সর্বনিম্ন স্থিতিশক্তিতে অবস্থান করা
(d) সর্বনিম্ন তাপশক্তি বিকিরণ করা
Answer – (c) সর্বনিম্ন স্থিতিশক্তিতে অবস্থান করা
Q. ঝড় ও সমুদ্রস্রোতের শক্তি হল-
(a) স্থিতিশক্তি
(b) তড়িৎশক্তি
(c) গতিশক্তি
(d) স্থিতিশক্তি ও গতিশক্তি
Answer – (c) গতিশক্তি
Mock Test for ANM GNM
Q. কোন্ যন্ত্রে যান্ত্রিকশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়?
(a) ট্রান্সফর্মার
(b) ডায়নামো
(c) মোটর
(d) ব্যাটারি
Answer – (b) ডায়নামো
Q. আর্গ কিসের একক?
(a) কার্য
(b) শক্তি
(c) উভয়ের
(d) কোনোটিই নয়
Answer – (c) উভয়ের
Q. ‘ডায়নামার সাহায্যে তড়িৎ উৎপাদন’ কোন প্রকার শক্তির রূপান্তর?
(a) যান্ত্রিক শক্তি → তড়িৎশক্তি
(b) তড়িৎশক্তি → যান্ত্রিকশক্তি
(c) রাসায়নিক শক্তি → তড়িৎশক্তি
(d) তড়িৎশক্তি → আলোক শক্তি
Answer – (a) যান্ত্রিক শক্তি → তড়িৎশক্তি
Q. একটি হাল্কা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি একই। ইহাদের ভরবেগের সম্পর্ক কী?
(a) হালকা বস্তুর ভরবেগ বেশি
(b) ভারী বস্তুর ভরবেগ বেশি
(c) উভয়ের সমান
(d) সঠিকভাবে বলা সম্ভব নয়
Answer – (b) ভারী বস্তুর ভরবেগ বেশি
Q. ফটো সেল (Photo Cell)-
(a) আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি
(b) আলোক শক্তি থেকে চুম্বক শক্তি
(c) আলোক শক্তি থেকে তাপ শক্তি
(d) আলোক শক্তি থেকে শব্দ শক্তি
Answer – (a) আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি
Q. বাতাসে Mg এর দহন কোন প্রকারের বিক্রিয়া?
(a) রাসায়নিক শক্তি → তাপশক্তি
(b) রাসায়নিক শক্তি → আলোক শক্তি
(c) যান্ত্রিক শক্তি → রাসায়নিক শক্তি
(d) যান্ত্রিক শক্তি → তাপশক্তি
Answer – (b) রাসায়নিক শক্তি → আলোক শক্তি