GNM/ANM & JENPAS UG Physical Science MCQ Question

Q. এক হর্স পাওয়ার = কত ওয়াট?

(a) 646
(b) 546
(c) 746
(d) 846
Answer – (c) 746

Q. কোনো বস্তুর বেগ অর্ধেক করলে তার গতিশক্তি-

(a) দ্বিগুণ হবে
(b) এক-চতুর্থাংশ হবে
(c) অর্ধেক হবে
(d) কোনোটিই নয়
Answer – (b) এক-চতুর্থাংশ হবে

Q. সূর্য থেকে প্রতি সেকেন্ডে কত মেগাওয়াট শক্তি পৃথিবীতে আসে?

(a) 19×10¹⁰
(b) 18×10⁹
(c) 16×10¹¹
(d) 3.023×10²³
Answer – (b) 18×10⁹

Q. একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরণের শক্তি কাজ করে?

(a) গতিশক্তি
(b) তড়িৎশক্তি
(c) স্থিতিশক্তি
(d) চুম্বক শক্তি
Answer – (c) স্থিতিশক্তি

Q. একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি হল-

(a) তাপমাত্রা
(b) রৈখিক ভরবেগ
(c) বেগ
(d) গতিশক্তি
Answer – (b) রৈখিক ভরবেগ

Q. নীচের কোন্ উষ্নতামাপক স্কেলের লঘু গুনক সর্বনিম্ন?

(a) সেলসিয়াস
(b) ফারেনহাইট
(c) রোমার
(d) কেলভিন
Answer – (b) ফারেনহাইট

Preparation for GNM/ANM

Q. দুটি বস্তু তাপীয় সাম্যে থাকলে নীচের কোন্ রাশিটি উভয়ের ক্ষেত্রে সমান?

(a) উষ্নতা
(b) তাপ
(c) চাপ
(d) আপেক্ষিক তাপ
Answer – (a) উষ্নতা

Q. সেলসিয়াস স্কেলে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x হলে,ফারেনহাইট স্কেলে এর মান কত?

(a) 5x/9
(b) 9x/5
(c) x
(d) 9x/5 + 32
Answer – (a) 5x/9

Q. ফারেনহাইট স্কেলে উন্নতা বৃদ্ধি 36° F হলে, সেলসিয়াস স্কেলে উষ্নতা বৃদ্ধি হবে-

(a) 64.8°
(b) 20°
(c) 2.2°
(d) 96.8°
Answer – (b) 20°

Q. কেলভিন স্কেলে পরমশূন্য উয়তার মান-

(a) 273 K
(b) 373 K
(c) 0 K
(d) -273 K
Answer – (c) 0 K

Q. কোন্ উষ্নতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান?

(a) 40° F
(b) -40
(c) 40° C
(d) – 42° F
Answer – (b) -40

Q. 5000° C -এর কাছাকাছি তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত হয়।

(a) স্থির আয়তন গ্যাস থার্মোমিটার
(b) বিকিরণ পাইরোমিটার
(c) বাষ্পচাপ থার্মোমিটার
(d) রোধ থার্মোমিটার
Answer – (b) বিকিরণ পাইরোমিটার

ANM/GNM Question Answer in Bengali

Q. রোগীর দেহের উষ্নতা 40°C। ফারেনহাইট স্কেলে উষ্নতা হবে-

(a) 104° F
(b) 100° F
(c) 96° F
(d) 72° F
Answer – (a) 104° F

Q. নীচের কোন্ স্কেলে উষ্নতার পাঠ (-ve) হয় না?

(a) রয়মার
(b) ফারেনহাইট
(c) কেলভিন
(d) সেলসিয়াস
Answer – (c) কেলভিন

Q. তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হল-

(a) একটি রশ্মি
(b) একটি ধ্রুবক
(c) পরিবর্তন গুনক
(d) কোনোটিই নয়
Answer – (b) একটি ধ্রুবক,(c) পরিবর্তন গুনক

Q. 1°C ও 1°F -এর মধ্যে সম্পর্কটি হলো-

(a) 1°C > 1°F
(b) 1° C = I° F
(c) 1° C < 1° F (d) কোনোটিই নয় Answer – (a) 1°C > 1°F

Q. জলের ত্রিদশা বিন্দুতে উষ্নতার মান-

(a) 274.16 K
(b) 273.16 K
(c) 272.16 K
(d) 273.16° C
Answer – (b) 273.16 K

Q. উষ্নতা মৌলিক রাশি না লব্ধ রাশি?

(a) মৌলিক
(b) বলা সম্ভব নয়
(c) লব্ধ
(d) যে কোন রাশি হতে পারে
Answer – (a) মৌলিক

Important Question Answer for GNM/ANM

Q. উষ্নতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব-

(a) বৃদ্ধি পায়
(b) হ্রাস পায়
(c) একই থাকে
(d) প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়
Answer – (b) হ্রাস পায়

Q. কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নীচের কোন্ রাশির উপর নির্ভরশীল?

(a) ভর
(b) দৈর্ঘ্য
(c) উপাদান
(d) ক্ষেত্রফল
Answer – (c) উপাদান

Q. কোন্ ধরনের পদার্থের তাপীয় প্রসারণ হয়?

(a) গ্যাসীয়
(b) তরল
(c) কঠিন
(d) প্রতিটি ক্ষেত্রে
Answer – (d) প্রতিটি ক্ষেত্রে

Q. একটি নিরেট ধাতব গোলককে উত্তপ্ত করলে নীচের কোন্ রাশির আনুপাতিক বৃদ্ধি সর্বোচ্চ?

(a) ব্যাস
(b) আয়তন
(c) গোলীয় তরলের ক্ষেত্রফল
(d) ঘনত্ব
Answer – (b) আয়তন

Q. তাপমাত্রা বৃদ্ধির ফলে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 2% বৃদ্ধি পেলে ঘনকটির আয়তন বৃদ্ধি পাবে-

(a) 1%
(b) 6%
(c) 4%
(d) 10%
Answer – (b) 6%

Q. যে উষ্নতায় জলের ঘনত্ব সর্বাধিক, তা হল-

(a) 32° F
(b) 39.2° F
(c) 42° F
(d) 4° F
Answer – (b) 39.2° F

Mock Test for GNM/ANM

Q. তরল-এর ক্ষেত্রে কয় প্রকার প্রসারণ দেখা যায়-

(a) 1
(b) 2
(c) 3
(d) 4
Answer – (b) 2

Q. জলের উষ্নতা 0° C থেকে 50° C পর্যন্ত উত্তপ্ত করলে জলের ঘনত্ব-

(a) বৃদ্ধি পায়
(b) কমে
(c) একই থাকে
(d) প্রথমে বৃদ্ধি পায়, তারপর কমে
Answer – (d) প্রথমে বৃদ্ধি পায়, তারপর কমে

Q. কোন্ টি তরলের নিজস্ব ধর্ম?

(a) প্রকৃত প্রসারণ
(b) আপাত প্রসারণ
(c) যে কোন একটি
(d) কোনোটিই নয়
Answer – (a) প্রকৃত প্রসারণ

Q. বয়েলের সূত্রে কোন্ রাশি ধ্রুবক থাকে?

(a) ভর ও উষ্নতা
(b) ভর ও চাপ
(c) চাপ ও আয়তন
(d) উষ্নতা ও চাপ
Answer – (a) ভর ও উষ্নতা

Q. বয়েলের সূত্রানুযায়ী, লেখচিত্রের আকৃতি-

(a) সরলরেখা
(b) বৃত্ত
(c) উপবৃত্ত
(d) সমপরাবৃত্ত
Answer – (d) সমপরাবৃত্ত

Q. PV = RT সমীকরণে PV রাশিটি কি বোঝায়?

(a) চাপ
(b) আয়তন
(c) শক্তি
(d) ক্ষমতা
Answer – (c) শক্তি

Scroll to Top