Preparation for ANM/GNM & JENPAS UG

Q. 100° C উয়তায় ফুটন্ত জল থেকে 100° C উষ্নতার বাষ্প উৎপন্ন হচ্ছে। ফুটন্ত জলের আপেক্ষিক তাপ-

(a) শূন্য
(b) অসীম
(c) এক
(d) 0.5
Answer – (b) অসীম

Q. ইঞ্জিনের রেডিয়েটর ঠান্ডা করার জন্য জল ব্যবহৃত হয়, কারণ জলের-

(a) ফুটনাঙ্ক কম
(b) তাপগ্রাহিতা উচ্চ
(c) ঘনত্ব কম
(d) সহজলভ্যতা
Answer – (b) তাপগ্রাহিতা উচ্চ

Q. সর্বাপেক্ষা বেশি আপেক্ষিক তাপ বিশিষ্ট পদার্থ হল-

(a) লোহা
(b) পারদ
(c) জল
(d) হীরে
Answer – (c) জল

Q. কোনো পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপ হল-

(a) আপেক্ষিক তাপ
(b) জলসম
(c) তাপগ্রাহীতা
(d) এনট্রপি
Answer – (c) তাপগ্রাহীতা

Q. 10 g জলকে 420J শক্তি সরবরাহ করলে, জলের উষ্নতা বৃদ্ধি হবে।

(a) 1° C
(b) 4.2° C
(c) 32°C
(d) 10°C
Answer – (d) 10°C

Q. 10 g ভরের একটি বস্তুর তাপগ্রাহীতা 8 Cal/°C উপাদানের আপেক্ষিক তাপ হবে-

(a) 0.8
(b) 1.25
(c) 0.4
(d) 0.1
Answer – (a) 0.8

Mock Test for GNM/ANM

Q. কোনো বস্তুর (কঠিন) এক অংশ থেকে অন্য অংশে তাপ প্রবাহিত হচ্ছে, এর কারণ হল-

(a) সুষম ঘনত্ব
(b) সুষম উন্নতা
(c) তাপমাত্রার নতি
(d) ঘনত্বের নতি
Answer – (c) তাপমাত্রার নতি

Q. একই উপাদানে নির্মিত দু’টি গোলকের ব্যাসার্ধের অনুপাত 1: 4, এদের তাপগ্রাহীতার অনুপাত হল-

(a) 1/64
(b) 1/32
(c) 1/2
(d) 1/4
Answer – (a) 1/64

Q. ভালো ক্যালরিমিতিক তরলের প্রয়োজনীয় গুণ হবে-

(a) নিম্ন স্ফুটনাঙ্ক
(b) উচ্চ আপেক্ষিক তাপ
(c) নিম্ন আপেক্ষিক তাপ
(d) রাসায়নিক ভাবে সক্রিয়
Answer – (c) নিম্ন আপেক্ষিক তাপ

Q. একটি বরফের মধ্যে গর্ত করে জল রাখলে, সেটি-

(a) বরফে পরিণত হবে না
(b) বরফে পরিণত হবে
(c) বরফ হতেও পারে, নাও পারে
(d) বরফ জলে ও জল বরফে পরিণত হবে
Answer – (a) বরফে পরিণত হবে না

Q. বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0°C। জলের মধ্যে কিছু পরিমাণ লবণ মেশালে দ্রবণের হিমাঙ্ক হবে-

(a) 0°C
(b) 0°C অপেক্ষা বেশি
(c) 0°C অপেক্ষা কম
(d) 10°C
Answer – (c) 0°C অপেক্ষা কম

Q. সিমলায় রান্না করতে বেশি সময় লাগে, কারণ সেখানে-

(a) বায়ুর চাপ বেশি
(b) বায়ুর চাপ কম
(c) বায়ুর আর্দ্রতা কম
(d) বায়ুর উয়তা কম
Answer – (b) বায়ুর চাপ কম

GNM/ANM Question Answer in Bengali

Q. বরফের উপর চাপ বৃদ্ধিতে গলনাঙ্ক-

(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
(d) বলা সম্ভব নয়
Answer – (a) কমে

Q. কোনো আবদ্ধ পাত্রে করে জল চাঁদে নিয়ে গিয়ে পাত্রটি খুললে পাত্রের জল-

(a) জমে যাবে
(b) ফুটবে
(c) O₂ ও H₂-এ বিশ্লিষ্ট হবে
(d) বাষ্পায়িত হবে
Answer – (b) ফুটবে

Q. যে পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোন পদার্থের প্রয়োজন হয় না, সেটি হলো-

(a) পরিবহন
(b) পরিচলন
(c) বিকিরণ
(d) যে কোনো একটি পদ্ধতি
Answer – (c) বিকিরণ

Q. তাপীয় বিকিরণের সনাক্তকরণ-এর জন্য কোন্ ব্যবস্থাটি ব্যবহার করা হয়?

(a) থার্মোপাইল
(b) তরল থার্মোমিটার
(c) প্ল্যাটিনাম রোধ থার্মোমিটার
(d) স্থির আয়তন থার্মোমিটার
Answer – (a) থার্মোপাইল

Q. তাপ সঞ্চালন-এর কোন্ পদ্ধতি অভিকর্ষ বলের উপর নির্ভরশীল?

(a) পরিবহন
(b) পরিচলন
(c) বিকিরণ
(d) সবগুলোই
Answer – (b) পরিচলন

Q. একজন ফর্সা ব্যক্তির তুলনায় একজন কৃষ্ণবর্ণের ব্যক্তির অনুভূতি হবে-

(a) বেশি গরম ও বেশি ঠাণ্ডা
(b) বেশি গরম ও কম ঠাণ্ডা
(c) কম গরম ও কম ঠাণ্ডা
(d) কম গরম বেশি ঠান্ডা
Answer – (a) বেশি গরম ও বেশি ঠাণ্ডা

Important Physical Questions for ANM/GNM

Q. দু-টুকরো বরফকে সাদা ও কালো কাপড়ে মুড়ে রাখা হয়েছে কোন্ টির বরফ বেশি গলবে?

(a) সাদা
(b) কালো
(c) উভয়ক্ষেত্রে একই পরিমাণ
(d) কোনোটিই নয়
Answer – (b) কালো

Q. ধাতব টেবিলের উপর রাখা এক কাপ গরম দুধ যে পদ্ধতিতে তাপ হারায়, তা হল-

(a) পরিবহন
(b) পরিচলন
(c) বিকিরণ
(d) সবগুলোই
Answer – (d) সবগুলোই

Q. কালো রঙের বস্তু-

(a) মন্দ শোষক
(b) মন্দ বিকিরক
(c) উত্তম শোষক
(d) উত্তম প্রতিফলক
Answer – (c) উত্তম শোষক

Q. সাদা রঙের বস্তু-

(a) উত্তম প্রতিফলক
(b) মন্দ প্রতিফলক
(c) উত্তম বিকিরক
(d) উত্তম শোষক
Answer – (a) উত্তম প্রতিফলক

Q. 1 g জলের উয়তা 1°C বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয়, তা হল-

(a) 10⁷ ক্যালরি
(b) 1 জুল
(c) 4.2 জুল
(d) 4.2×10⁷ জুল
Answer – (c) 4.2 জুল

Q. অভ্যন্তরীণ শক্তি যার উপর নির্ভরশীল, তা হলো-

(a) চাপ
(b) তাপমাত্রা
(c) আয়তন
(d) সবগুলির উপর
Answer – (b) তাপমাত্রা

Important Question for Entrance Exam

Q. আবদ্ধ পাত্রে থাকা গ্যাস হঠাৎ প্রসারিত হলে উষ্নতা-

(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
(d) এলোমেলো ভাবে পরিবর্তিত হয়
Answer – (a) কমে

Q. সমোষ্ন প্রক্রিয়ায় কোন্ রাশি পরিবর্তিত হয় না?

(a) উষ্নতা
(b) চাপ
(c) আয়তন
(d) ঘনত্ব
Answer – (a) উষ্নতা

Q. তাপের FPS পদ্ধতির একক কি?

(a) ক্যালোরি
(b) বৃটিশ থার্মাল একক
(c) জুল
(d) ফারেনহাইট
Answer – (b) বৃটিশ থার্মাল একক

Q. বটমলির পরীক্ষাটি করার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্নতা কত হবে?

(a) 0°C এর কম
(b) 0°C এর বেশী
(c) -10°C
(d) 0°C
Answer – (b) 0°C এর বেশী

Q. নিচের কোন্ আকাশে শিশির উৎপন্ন হয়?

(a) অল্প মেঘাচ্ছন্ন আকাশ
(b) মেঘাচ্ছন্ন আকাশ
(c) মেঘমুক্ত আকাশ
(d) বেশী মেঘাচ্ছন্ন আকাশ
Answer – (c) মেঘমুক্ত আকাশ

Q. জলের বাষ্পীভবনের লীনতাপ কত?

(a) 537 ক্যালরি/গ্রাম
(b) 437 ক্যালরি/গ্রাম
(c) 80 ক্যালরি/গ্রাম
(d) 586 ক্যালরি/গ্রাম
Answer – (a) 537 ক্যালরি/গ্রাম

Scroll to Top