GNM ANM & JENPAS UG Physical Science MCQ Question

Q. শব্দতরঙ্গ বিস্তারের ওপর নির্ভর করে-

(a) শব্দের তীব্রতা
(b) শব্দের তীক্ষ্ণতা
(c) শব্দের গুণ বা জাতি
(d) কেবলমাত্র শব্দের গুণ
Answer – (a) শব্দের তীব্রতা

Q. মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ কেন?

(a) কম্পাঙ্ক বেশি
(b) কম্পাঙ্ক কম
(c) বেশি প্রতিফলিত হয়
(d) কম প্রতিফলিত হয়
Answer – (a) কম্পাঙ্ক বেশি

Q. রাডার নিম্নলিখিত কোন্ ক্ষেত্রে ব্যবহৃত হয়?

(a) ডুবো জাহাজের অবস্থান নির্ণয়ে
(b) রেডিও রিসিভারে সিগ্ন্যাল গ্রহণের ক্ষেত্রে
(c) জিওস্টেশনারী স্যাটেলাইটগুলির অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে
(d) উড়ন্ত কোন বস্তু, যেমন এরোপ্লেন ইত্যাদির অবস্থান নির্ণয়ে
Answer – (d) উড়ন্ত কোন বস্তু, যেমন এরোপ্লেন ইত্যাদির অবস্থান নির্ণয়ে

Q. ২০ হার্জের নীচের কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে কী বলে?

(a) শ্রুতিগ্রাহ্য শব্দ
(b) ইনফ্রাসোনিক
(c) আলট্রাসোনিক
(d) সুপারসোনিক
Answer – (b) ইনফ্রাসোনিক

Q. কোন্ মাধ্যমে শব্দ সর্বাধিক গতিবেগে সঞ্চালিত হতে পারে?

(a) স্টিল
(b) জল
(c) বায়ু
(d) শূন্যস্থান
Answer – (a) স্টিল

Q. কোন্ ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয়?

(a) শব্দ
(b) এয়ারক্র্যাফট
(c) মহাকাশযান
(d) জাহাজ
Answer – (b) এয়ারক্র্যাফট

Mock Test For ANM/GNM

Q. কম্পাঙ্ক কোন এককে মাপা হয়?

(a) ডেসিবল
(b) ক্যান্ডেলা
(c) মিটার
(d) হার্জ
Answer – (d) হার্জ

Q. সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে মাপা হয়?

(a) স্কেলের সাহায্যে
(b) আলোর প্রতিফলনের সাহায্যে
(c) আলট্রাসোনিক শব্দের প্রতিধ্বনির সাহায্যে
(d) কোনোটিই নয়
Answer – (c) আলট্রাসোনিক শব্দের প্রতিধ্বনির সাহায্যে

Q. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়?

(a) ফ্যাদোমিটার
(b) হাইড্রোমিটার
(c) অ্যালটিমিটার
(d) ব্যারোমিটার
Answer – (a) ফ্যাদোমিটার

Q. টেপরেকর্ডারে শব্দ রেকর্ডিং কে আবিষ্কার করেন?

(a) ফ্লেমিং
(b) অ্যাম্পিয়ার
(c) পোলসেন
(d) বেকারেল
Answer – (c) পোলসেন

Q. শব্দ শোনা যায়-

(a) 20 Hz to 20,000 Hz
(b) 5 Hz to 10,000 Hz
(c) 10 Hz to 20,000 Hz
(d) 10 Hz to 10,000 Hz
Answer – (a) 20 Hz to 20,000 Hz

Q. কম্পাংকের একক-

(a) হার্টজ (Hertz)
(b) জুল (Joule)
(c) ডেসিবেল (Decibel)
(d) আর্গ (Erg)
Answer – (a) হার্টজ (Hertz)

ANM/GNM Nursing Question and Answer in Bengali

Q. 20,000 Hz এর বেশি শব্দকে বলা হয়-

(a) শব্দত্রেয় শব্দ
(b) তীক্ষ্ণ শব্দ
(c) শব্দোত্তর শব্দ
(d) জোর শব্দ
Answer – (c) শব্দোত্তর শব্দ

Q. শব্দোত্তর শব্দ ব্যবহার করে-

(a) বাদুড়
(b) কুকুর
(c) বিড়াল
(d) কাক
Answer – (a) বাদুড়

Q. প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে দূরত্ব দরকার-

(a) 30 মিটার
(b) 40 মিটার
(c) 50 মিটার
(d) 17 মিটার
Answer – (d) 17 মিটার

Q. কোন্ যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?

(a) ম্যানোমিটার
(b) অল্টিমিটার
(c) ফ্যাদোমিটার
(d) হাইড্রোমিটার
Answer – (c) ফ্যাদোমিটার

Q. পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে কোন্ ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়?

(a) শ্রুতিগোচর শব্দ
(b) শব্দোত্তর শব্দ
(c) শব্দেতর শব্দ
(d) কোনটিই নয়
Answer – (b) শব্দোত্তর শব্দ

Q. কোন বিজ্ঞানী সর্বপ্রথম লক্ষ্য করেন, জলের মধ্যে ঘন্টা বাজালে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসে?

(a) অ্যাভোগাড্রো
(b) ভন গেরিক
(c) মিলিকান
(d) ডালটন
Answer – (b) ভন গেরিক

WB ANM/GNM Preparation

Q. নীচের কোনটির তীক্ষ্ণতা সবচেয়ে বেশি?

(a) মশার গুঞ্জন
(b) মেয়েদের গলার স্বর
(c) পুরুষের গলার স্বর
(d) বাঘের গর্জন
Answer – (a) মশার গুঞ্জন

Q. শব্দের বেগ সম্পর্কিত V = √P/D সূত্রটি কার?

(a) ল্যাপলাসের
(b) নিউটনের
(c) এরাগোর
(d) ভন গেরিকের
Answer – (b) নিউটনের

Q. কোন নির্দিষ্ট উষ্নতায় হাইড্রোজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ 332 মি/সে হলে অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ কত হবে?

(a) 332 মি/সে
(b) 1328 মি/সে
(c) 166 মি/সে
(d) 83 মি/সে
Answer – (d) 83 মি/সে

Q. প্রতি ডিগ্রী সেলসিয়াস উন্নতা বৃদ্ধি পেলে শব্দের বেগ কী হবে?

(a) 0.61 মি/সে বৃদ্ধি পাবে
(b) 0.61 মি/সে হ্রাস পাবে
(c) 0.31 মি/সে বৃদ্ধি পাবে
(d) 0.31 মি/সে হ্রাস পাবে
Answer – (a) 0.61 মি/সে বৃদ্ধি পাবে

Q. শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগের কী পরিবর্তন হয়?

(a) সমান থাকে
(b) বৃদ্ধি পায়
(c) হ্রাস পায়
(d) সঠিক বলা যাবে না
Answer – (b) বৃদ্ধি পায়

Q. কোন বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কী বলে?

(a) মোলাল সংখ্যা
(b) মোলার সংখ্যা
(c) ম্যাক সংখ্যা
(d) ভর সংখ্যা
Answer – (c) ম্যাক সংখ্যা

GNM/ANM Nursing Entrance Exam Preparation

Q. পারিপার্শ্বিক অবস্থা এবং শর্তগুলি স্থির থাকলে নিম্নলিখিত কোন্ গ্যাসের শব্দের বেগ সর্বাপেক্ষা কম হয়?

(a) N₂
(b) O2
(c) CO₂
(d) SO₂
Answer – (d) SO₂

Q. সরবর্জিত শব্দের কোন বৈশিষ্ট্য দেখা যায় না?

(a) স্বনকের কম্পন অনিয়মিত
(b) স্বনকের কম্পন ক্ষণস্থায়ী
(c) শব্দের তীক্ষ্ণতা হঠাৎ পরিবর্তিত হয়
(d) নির্দিষ্ট মূলসুর থাকে
Answer – (d) নির্দিষ্ট মূলসুর থাকে

Q. ‘সা, রে, গা, মা, পা, ধা, নি, সা’ এই সুরগুলির মধ্যে দ্বিতীয় ‘সা’ এর কম্পাঙ্ক প্রথম ‘সা’ এর কতগুণ?

(a) একগুণ
(b) দ্বিগুণ
(c) তিনগুণ
(d) চারগুণ
Answer – (b) দ্বিগুণ

Q. নদীর এক পাড়ে দাঁড়িয়ে তুমি হাততালি দিলে। ঐ শব্দ নদীর অন্য পাড়ে প্রতিফলিত হয়ে 4 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা গেল। ঐ সময় বায়ুতে শব্দের গতিবেগ 1356 মিটার/সেকেন্ড হলে নদীটির প্রস্থ কত?

(a) 356 মিটার
(b) 1068 মিটার
(c) 2712 মিটার
(d) 1424 মিটার
Answer – (c) 2712 মিটার

Q. V=√KP/D হলে, বায়ু এবং দ্বিপরমাণুর গ্যাসগুলির ক্ষেত্রে K এর মান কত?

(a) 1.14
(b) 1.24
(c) 1.34
(d) 1.41
Answer – (d) 1.41

Q. মশা ওড়ার শব্দ কোন্ ধরনের শব্দ?

(a) শ্রুতিগোচর শব্দ
(b) শব্দেতর শব্দ
(c) শব্দোতর শব্দ
(d) কোনটাই নয়
Answer – (a) শ্রুতিগোচর শব্দ

Scroll to Top