ANM/GNM Important Questions Answers in Bengali

Q. সৌরকোশের সমবায়কে বলে-

(a) সৌরপাত
(b) সৌরফার্নেস
(c) সৌর উত্তাপক
(d) সৌর প্যানেল
Answer – (d) সৌর প্যানেল

Q. জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে দরকার-

(a) প্রচলিত শক্তির ব্যবহার
(b) অপ্রচলিত শক্তির ব্যবহার
(c) কলকারখানা বন্ধ রাখা
(d) দ্রুত সভ্যতার অগ্রগতির শিখরে পৌঁছনো
Answer – (b) অপ্রচলিত শক্তির ব্যবহার

Q. ভারতবর্ষের কোথায় প্রচুর উইন্ডমিল আছে?

(a) তামিলনাড়ু
(b) পশ্চিমবঙ্গ
(c) আসাম
(d) মণিপুর
Answer – (a) তামিলনাড়ু

Q. জ্বালানিগুলির তাপনমূল্যের সঠিক ক্রম-

(a) কয়লা < ডিজেল < H₂ < LPG
(b) কয়লা < LPG < ডিজেল <H2
(c) কয়লা < ডিজেল < LPG < H₂
(d) কয়লা < H₂ < ডিজেল < LPG
Answer – (c) কয়লা < ডিজেল < LPG < H₂

Q. গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পেলে-

(a) পৃথিবীর গড় উষ্নতা বাড়বে
(b) পৃথিবীর গড় উষ্নতা কমবে
(c) বায়ুচাপ বৃদ্ধি পাবে
(d) পৃথিবীর গড় উষ্নতা অপরিবর্তিত থাকবে
Answer – (a) পৃথিবীর গড় উষ্নতা বাড়বে

Q. সমুদ্র বায়ু সৃষ্টির জন্য প্রয়োজন-

(a) পরিচলন
(b) পরিবহন
(c) বিকিরণ
(d) দহন
Answer – (a) পরিচলন

Mock Test For GNM ANM

Q. ঝড় ও বজ্রপাত হয়-

(a) ক্ষুব্ধমণ্ডলে
(b) থার্মোস্ফিয়ারে
(c) শান্তমণ্ডলে
(d) মেসোস্ফিয়ারে
Answer – (a) ক্ষুব্ধমণ্ডলে

Q. LPG এর মুখ্য উপাদান-

(a) ইথেন
(b) বিউটেন
(c) বিউটানোন
(d) মিথেন
Answer – (b) বিউটেন

Q. সৌরকোশ তৈরি করা হয়-

(a) ডিজেল
(b) অর্ধপরিবাহী
(c) কয়লা
(d) অতি পরিবাহ দিয়ে
Answer – (b) অর্ধপরিবাহী

Q. পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস-

(a) কেরোসিন
(b) পেট্রোল
(c) প্রাকৃতিক গ্যাস
(d) বায়োগ্যাস
Answer – (d) বায়োগ্যাস

Q. 1 অনু CFC-এর উষ্নকরণ ক্ষমতা CO₂-এর প্রায়-

(a) 200
(b) 100
(c) 10,000
(d) 20,000 অণুর সমান
Answer – (d) 20,000 অণুর সমান

Q. সাধারণ ভেজিটেবল অয়েল ও প্রাণীজ ফ্যাটের সঙ্গে মিথানল মিশিয়ে তৈরি হয়-

(a) বায়োমাস
(b) LPG
(c) বায়োডিজেল
(d) বায়োগ্যাস
Answer – (c) বায়োডিজেল

Entrance Exam Preparation For ANM/GNM

Q. অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তি উৎস হিসাবে পরিণত হতে পারে-

(a) মিথেন
(b) মিথেন হাইড্রেট
(c) মিথেন নাইট্রেট
(d) ইথেন নাইড্রেট
Answer – (b) মিথেন হাইড্রেট

Q. গোবর গ্যাসে প্রধানত কোন্ উপাদানটি থাকে?

(a) মিথেন
(b) ইথেন
(c) CFC
(d) কার্বন-মনোক্সাইড
Answer – (a) মিথেন

Q. পরিবেশের ক্ষতিকারক কোন্ ধাতুর যৌগ মোটর গাড়ীর নিঃসৃত ধোঁয়ায় থাকে?

(a) লোহা
(b) দস্তা
(c) সীসা
(d) তামা
Answer – (c) সীসা

Q. গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য দায়ী গ্যাসটি হল-

(a) CO₂
(b) O3
(c) NO₂
(d) SO₂
Answer – (a) CO₂

Q. নীচের কোন্ জ্বালানীটি সবচেয়ে কম বায়ুদূষণ ঘটায়?

(a) কাঠ
(b) কেরোসিন
(c) CNG
(d) ডিজেল
Answer – (c) CNG

Q. নীচের কোন্ কয়লার মধ্যে সবচেয়ে বেশী পরিমাণ কার্বন পাওয়া যায়?

(a) পিট কয়লা
(b) অ্যানথ্রাসাইট
(c) লিগনাইট
(d) বিটুমিনাস
Answer – (b) অ্যানথ্রাসাইট

Physical Science MCQ Questions in Bengali

Q. বায়ুতে শতকরা হিসাবে সবচেয়ে বেশী পরিমাণ কোন্ গ্যাস থাকে?

(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন
(c) নাইট্রোজেন
(d) কার্বনডাই অক্সাইড
Answer – (c) নাইট্রোজেন

Q. ওজোন ডিপ্লেশনের জন্য উচ্চ বায়ুমণ্ডলে যে গ্যাসটি দায়ী-

(a) SO2
(b) NH3
(c) CH4
(d) NOx
Answer – (d) NOx

Q. প্রধান বায়ো গ্যাসটি হল-

(a) CH4
(b) C2H5
(c) CO
(d) NO2
Answer – (a) CH4

Q. কোন্ টি গ্রিন হাউস গ্যাস নয়?

(a) CH4
(b) CO₂
(c) N₂O
(d) SO2
Answer – (d) SO2

Q. কোন্ টি স্টোন ক্যানসারের জন্য দায়ী?

(a) ক্যালসিয়াম কার্বনেট
(b) অম্লবৃষ্টি
(c) ওজোন গহ্বর
(d) বিশ্ব উষ্নায়ন
Answer – (b) অম্লবৃষ্টি

Q. স্বর্ণকারদের কাজের ফলে উৎপন্ন প্রধান বায়ুদূষকটির নাম কী?

(a) NO₂
(b) NH3
(c) SO₂
(d) H₂S
Answer – (a) NO₂

GNM/ANM Preparation

Q. কোন্ বায়ুদূষক তাজমহলের উজ্জ্বলতা হ্রাস করতে প্রধান ভূমিকা গ্রহণ করে?

(a) CO₂
(b) NO₂
(c) SO₂
(d) Cl₂
Answer – (c) SO₂

Q. পৃথিবীর বায়ুমন্ডলে কোন্ নিষ্ক্রিয় গ্যাসটি সবচেয়ে বেশী পরিমাণে থাকে?

(a) নিয়ন
(b) হিলিয়াম
(c) আর্গন
(d) জেনন
Answer – (c) আর্গন

Q. CFC কথাটির পুরো নাম কী?

(a) ক্লোরোফ্লুরো কার্বাইড
(b) ক্লোরোফ্লুরো কার্বন
(c) কার্বোফ্লুরো কানেকশন
(d) কোনোটিই নয়
Answer – (b) ক্লোরোফ্লুরো কার্বন

Q. কোন্ দুটি দূষণ সৃষ্টিকারী রাসায়নিক কারণে অ্যাসিড বৃষ্টি হয়?

(a) CO₂
(b) CO ও CO₂
(c) N₂O ও SO₂
(d) N₂ ও CO₂
Answer – (c) N₂O ও SO₂

Q. নিচের কোন্ ফ্লুরিন যৌগ রেফ্রিজারেটরে শীতলকারক উপাদান হিসেবে কাজ করে?

(a) অ্যামোনিয়া
(b) নাইট্রোজেন
(c) ফ্রেয়ন
(d) আর্গন
Answer – (c) ফ্রেয়ন

Q. ঝড়, বৃষ্টি হয় বায়ুমন্ডলের-

(a) ট্রপোস্ফিয়ারে
(b) আয়নোস্ফিয়ারে
(c) ওজোনোস্ফিয়ারে
(d) ট্র্যাটোস্ফিয়ারে
Answer – (a) ট্রপোস্ফিয়ারে

Scroll to Top