Preparation For GNM ANM

Q. সব থেকে কম স্ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাস হল-

(a) হিলিয়াম
(b) আরগন
(c) ক্রিপটন
(d) জেনন
Answer – (a) হিলিয়াম

Q. এক অণু সালফারে কত সংখ্যক পরমাণু আছে?

(a) দুই
(b) চার
(c) ছয়
(d) আট
Answer – (d) আট

Q. ‘একই চাপ ও উষ্নতায় সম আয়তন সব গ্যাসে সমসংখ্যক অণু থাকে’- কে বলেছিলেন?

(a) চার্লস
(b) বয়েল
(c) ম্যাক্সওয়েল
(d) অ্যাভোগাড্রো
Answer – (d) অ্যাভোগাড্রো

Q. এক গ্রাম পরমাণু লোহা হল-

(a) 1.0 গ্রাম লৌহ
(b) 55.8 গ্রাম amu
(c) 55.8 গ্রাম লৌহ
(d) 111.6 গ্রাম লৌহ
Answer – (b) 55.8 গ্রাম amu

Q. চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হল-

(a) V ∞ 1/T
(b) V ∞ T
(c) V ∞ 1/P
(d) V ∞ 1/L
Answer – (b) V ∞ T

Q. পরমশূন্য উষ্নতার মান হলো-

(a) 273°C
(b) -273°C
(c) 273°K
(d) -273°K
Answer – (b) -273°C

Mock Test For GNM ANM

Q. আদর্শ গ্যাস সমীকরণটি হল-

(a) PV=nRT
(b) PV=PRT
(c) PV=CRT
(d) PV=RT
Answer – (a) PV=nRT

Q. প্রথম অণুর কল্পনা করেন-

(a) নিউটন
(b) ডালটন
(c) অ্যাভোগাড্রো
(d) চার্লস
Answer – (c) অ্যাভোগাড্রো

Q. নীচের কোন্ রাশিটির একক পাস্কল?

(a) আয়তন
(b) চাপ
(c) ক্ষেত্রফল
(d) কোনোটিই নয়
Answer – (b) চাপ

Q. বয়েল সূত্রের গাণিতিক রূপটি হল-

(a) PT= ধ্রুবক
(b) V/T= ধ্রুবক
(c) PR= ধ্রুবক
(d) PV= ধ্রুবক
Answer – (d) PV= ধ্রুবক

Q. চার্লস ও বয়েল উভয় সূত্রে ধ্রুবক থাকে-

(a) ভর
(b) চাপ
(c) উষ্নতা
(d) আয়তন
Answer – (a) ভর

Q. 30°C উষ্নতার মান কেলভিন স্কেলে হবে-

(a) 303K
(b) 300K
(c) 243K
(d) 273K
Answer – (a) 303K

Entrance Exam Preparation For ANM GNM

Q. চাপের সূত্রের গাণিতিক রূপটি হল-

(a) P ∝ V
(b) P ∝ T
(c) V ∝ T
(d) P ∝ 1/T
Answer – (b) P ∝ T

Q. STP তে 1 মোল H₂ গ্যাসের আয়তন-

(a) 11.2 লিটার
(b) 22.4 লিটার
(c) 44.8 লিটার
(d) কোনোটিই নয়
Answer – (b) 22.4 লিটার

Q. NH3-এর বাষ্প ঘনত্ব 8.5 হলে আণবিক ভর-

(a) 34
(b) 51
(c) 17
(d) কোনোটিই নয়
Answer – (c) 17

Q. STP-তে 0.5 mol CO₂-এর আয়তন-

(a) 0.5 L
(b) 11.2 L
(c) 112 L
(d) 22.4 L
Answer – (b) 11.2 L

Q. গ্যাসের বাষ্প ঘনত্ব (D) ও আণবিক ভর (M)-এর সম্পর্ক হল-

(a) D = 2M
(b) D = M
(c) 2D = M
(d) কোনোটিই নয়
Answer – (c) 2D = M

Q. 6.022×10²² সংখ্যক জল অণুর ভর-

(a) 18 গ্রাম
(b) 1.8 গ্রাম
(c) 0.18 গ্রাম
(d) 9 গ্রাম
Answer – (b) 1.8 গ্রাম

Important Physical Science Questions For ANM GNM

Q. STP তে 112 mL O₂-এর ওজন কত?

(a) 0.64 g
(b) 0.16 g
(c) 0.32 g
(d) 0.96 g
Answer – (b) 0.16 g

Q. 24 g হিরেতে কার্বন পরমাণুর সংখ্যা-

(a) 6.022×10²³
(b) 12.04×10²⁴
(c) 6.022×10²²
(d) 1.2044×10²⁴
Answer – (d) 1.2044×10²⁴

Q. O3 গ্যাসের বাষ্প ঘনত্ব-

(a) 16
(b) 32
(c) 24
(d) 8
Answer – (c) 24

Q. ভরের সংরক্ষণ সূত্রের প্রবর্তক হলেন-

(a) আরহেনিয়াস
(b) প্রাউস্ট
(c) ল্যাভয়সিয়ে
(d) ডালটন
Answer – (c) ল্যাভয়সিয়ে

Q. E = mc² সমীকরণটির সাথে কোন বিজ্ঞানীর নাম যুক্ত?

(a) নিউটন
(b) আইনস্টাইন
(c) প্ল্যাঙ্ক
(d) অ্যাভোগাড্রো
Answer – (b) আইনস্টাইন

ANM GNM Question Answer in Bengali

Q. ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি হল-

(a) E = mc²
(b) F = ma
(c) E = 1/2 mv²
(d) W = F.S
Answer – (a) E = mc²

Q. বায়ুর গড় বাষ্প ঘনত্ব-

(a) 14.46
(b) 16.44
(c) 61.44
(d) 46.14
Answer – (a) 14.46

Q. 1 amu = ?kg –

(a) 1.66×10-²⁴kg
(b) 1.66×10-²⁷kg
(c) 1.6×10²⁴kg
(d) 1.66×10²³kg
Answer – (b) 1.66×10-²⁷kg

Q. 72 kg জল থেকে কত O₂ পাবে?

(a) 72 kg
(b) 50 kg
(c) 64 kg
(d) 46 kg
Answer – (c) 64 kg

Q. বাষ্পঘনত্বের একক হল-

(a) g cc-¹
(b) kg.m-³
(c) kg
(d) একক নেই
Answer – (d) একক নেই

Q. একটি গ্যাসের বাষ্পঘনত্ব 16 STP-তে 11.2L ওই গ্যাসের ভর হবে-

(a) 22.4 g
(b) 8 g
(c) 16 g
(d) 11.2 g
Answer – (c) 16 g

Physical Science Question for anm gnm

Q. 92g NO₂ – তে অণুর সংখ্যা কত?

(a) 92/6.022×10²³
(b) 6.022×10²³
(c) 6.022×10²³/ 92
(d) 1.2044×10²⁴
Answer – (d) 1.2044×10²⁴

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top