Jenpas-UG Preparation

Q. 20 ml 0.1 (N) NaOH দ্রবণের সম্পূর্ণ প্রশমনের জন্য। 0.126g একটি অ্যাসিড প্রয়োজন। অ্যাসিডের তুল্যাঙ্কভার হল-

(a) 53
(b) 63
(c) 40
(d) 73.3
Answer – (b) 63

Q. নীচের কোনটির ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক?

(a) 8g H₂
(b) 48g 03
(c) 44g CO₂
(d) 64g SO2
Answer – (a) 8g H₂

Q. জলের অনুসংখ্যা সর্বাধিক-

(a) 1.8 mol জলে
(b) 18 mol জলে
(c) 18 g জলে
(d) 1.8 g জলে
Answer – b) 18 mol জলে

Q. CO, গ্যাসের উপযুক্ত শোষকের নাম-

(a) গাঢ় H₂SO₄
(b) ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণ
(c) FeSO₄দ্রবণ
(d) কস্টিক সোডা
Answer – (d) কস্টিক সোডা

Q. 1 টি ফ্লুরিন পরমাণুর ভর-

(a) 20u
(b) 19u
(c) 9u
(d) 27u
Answer – (b) 19u

Q. আম্লিক মাধ্যমে K₂Cr₂O7 -এর তুল্যাঙ্ক ভার (যদি তার আণবিক ওজনের (M) মাধ্যমে প্রকাশ করা যায়) _

(a) M/4
(b) M/6
(c) M/7
(d) M/14
Answer – (b) M/6

Jenpas UG Suggestions

Q. একই চাপ ও উন্নতায় সমভরের H₂, O₂ ও মিথেনকে v আয়তনের পাত্রে রাখলে গ্যাসগুলির আয়তনের অনুপাত-

(a) 16:8:1
(b) 16:1:2
(c) 8:16:1
(d) 8:1:2
Answer – (b) 16:1:2

Q. রক্তে গ্লুকোজের গাঢ়ত্ব 0.9gL-¹ হলে ওর মোলারিটি হবে-

(a) 0.005
(b) 0.5
(c) 5
(d) 50
Answer – (a) 0.005

Q. Na₂SO3 XH₂O যৌগে Na₂SO3 ও H₂O-এর ভরের অনুপাত 1: 1 হলে, ওদের মোল সংখ্যার অনুপাত হবে-

(a) 1:7
(b) 1:6
(c) 1:2
(d) 1:1
Answer – (a) 1:7

Q. একটি গ্যাস মিশ্রনে O₂ ও N₂-এর ভরের অনুপাত 1: 4, তাদের অণু সংখ্যার অনুপাত হল-

(a) 7:32
(b) 1:4
(c) 3:16
(d) 2:58
Answer – (a) 7:32

Q. গুণানুপাত সূত্র কে আবিষ্কার করেন?

(a) রেইটার
(b) গ্রাউস্ট
(c) ল্যাভয়সিয়ের
(d) ডালটন
Answer – (d) ডালটন

Q. 0.52 g অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে কত সংখ্যক অ্যাসিটিলিন অণু বর্তমান?

(a) 1.204×10²²
(b) 6.022×10²¹
(c) 1.204×10²³
(d) 1.204×10²⁰
Answer – (a) 1.204×10²²

Mock Test for Jenpas UG

Q. কোনো মৌলের তুল্যাঙ্কভার 12 এবং আপেক্ষিক তাপ 0.25 cal/g/°C হলে, তার যোজ্যতা-

(a) 1
(b) 2
(c) 5
(d) 3
Answer – (b) 2

Q. 3 মোল CaCO₃-কে উত্তপ্ত করলে কী পরিমাণ CaO উৎপন্ন হবে?

(a) 268g
(b) 168g
(c) 215g
(d) 95g
Answer – (b) 168g

Q. কোন্ টিতে 0.5 গ্রাম-পরমাণু মৌল আছে?

(a) 40 গ্রাম N₂
(b) 40 গ্রাম O₂
(c) 20 গ্রাম Ca
(d) 20 গ্রাম C
Answer – (c) 20 গ্রাম Ca

Q. একটি গ্যাসীয় পদার্থের সংকেত হল (CO)x। এটির বাষ্প ঘনত্ব 70 হলে, x-এর মান হবে-

(a) 4
(b) 7
(c) 6
(d) 5
Answer – (d) 5

Q. চাপের মাত্রা কোন্ টির মাত্রার সাথে একই হবে?

(a) শক্তি
(b) বল
(c) বল/আয়তন
(d) শক্তি/আয়তন
Answer – (d) শক্তি/আয়তন

Q. কোন্ টির ভর সর্বনিম্ন?

(a) 2 গ্রাম-পরমাণু নাইট্রোজেন
(b) 3×10²³ সংখ্যক C-পরমাণু
(c) 1 মোল সালফার
(d) 7 গ্রাম সিলভার
Answer – (b) 3×10²³ সংখ্যক C-পরমাণু

Jenpas UG Question Answer in Bengali

Q. একটি মৌলের তুল্যাঙ্কভার 4.5 এবং এটির ক্লোরাইডের আণবিক গুরুত্ব 80 হলে, মৌলটির পারমাণবিক ভর হবে-

(a) 9
(b) 18
(c) 4.5
(d) 36
Answer – (a) 9

Q. Fe₂O₃ যৌগে আয়রণের তুল্যাঙ্কভার হল-

(a) 12
(b) 24.5
(c) 19.6
(d) 18.6
Answer – (d) 18.6

Q. 4.4 গ্রাম CO₂-তে অক্সিজেন পরমানুর সংখ্যা

(a) 1.2×10²³
(b) 6 x 10²¹
(c) 6 x10²³
(d) 0.12×10²¹
Answer – (a) 1.2×10²³

Q. আধুনিক পারমাণবিক গুরুত্বের স্কেলটি কোন্ টির ওপর প্রতিষ্ঠিত?

(a) H¹
(b) O¹⁶
(c) C¹²
(d) C¹³
Answer – (c) C¹²

Q. C60H122 যৌগের একটি অণুর ভর হল-

(a) 5.6025×10²³g
(b) 1.4×10-²¹g
(c) 1.09×10-²¹g
(d) 16.02×10²³g
Answer – (b) 1.4×10-²¹g

Q. জলের মোলারিটি হল-

(a) 50.55 mol, L-¹
(b) 55.56 mol, L-¹
(c) 52.25 mol, L-¹
(d) 1 mol, L-¹
Answer – (b) 55.56 mol, L-¹

Chemistry Question Answer for Jenpas ug

Q. একটি যৌগে 26% নাইট্রোজেন এবং 74% অক্সিজেন থাকলে যৌগটির সংকেত হবে-

(a) N₂O
(b) N₂O5
(c) N₂O4
(d) NO₂
Answer – (b) N₂O5

Q. নীচের কোন্ টির সেন্টিমোলার NaOH রূপে প্রকাশিত হয়?

(a) 0.4 g.L-¹ NaOH
(b) 0.45 g.L-¹ NaOH
(c) 0.32 g.L-¹ NaOH
(d) 0.8 g.L-¹ NaOH
Answer – (a) 0.4 g.L-¹ NaOH

Q. 90 amu ইথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা-

(a) 9 টি
(b) 10 টি
(c) 27 টি
(d) 18 টি
Answer – (d) 18 টি

Q. CO₂-তে কার্বনের শতকরা পরিমাণ-

(a) 0.024
(b) 27.27
(c) 3.4
(d) 28.7
Answer – (b) 27.27

Q. 8.2 mol অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার জন্য নাইট্রোজেন প্রয়োজন __

(a) 4.1 mol
(b) 8.2 mol
(c) 16.4 mol
(d) 2.3 mol
Answer – (a) 4.1 mol

Q. 16 g মিথেনের দহনে জল উৎপন্ন হয়-

(a) 18 g
(b) 64 g
(c) 36 g
(d) 9 g
Answer – (c) 36 g

Scroll to Top