Q. নীচের কোন্ টিতে নাইট্রোজেনের জারণসংখ্যা সর্বাধিক?
(a) N₂H4
(b) NH₂OH
(c) NH3
(d) N3H
Answer – (d) N3H
Q. কোন যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলির মোট জারণ সংখ্যার বীজগাণিতিক সমষ্টি-
(a) 1
(b) অসীম
(c) 0
(d) 3
Answer – (c) 0
Q. FeSO4 বিজারক পদার্থটির তুল্যাঙ্কভার কত?
(a) M/2
(b) M/3
(c) M
(d) M/4
Answer – (c) M
Q. সাদা ফসফরাস ও _ দ্রবণের বিক্রিয়ায় NaH2PO2 ও PH3 উৎপন্ন হয়।
(a) Na
(b) গাঢ় NaOH
(c) HNO3
(d) লঘু NaNO3
Answer – (b) গাঢ় NaOH
Q. কপার ধাতু ঘন HNO3 -তে দ্রবীভূত হয়ে Cu(NO3)2এবং H₂O ও _ উৎপন্ন হয়।
(a) N₂O
(b) NO
(c) NO2
(d) CuO
Answer – (c) NO2
Q. এর মধ্যে কোন্ টি জারণ বিক্রিয়া নয়?
(a) CuO + H₂→ Cu + H2O
(b) Fe₂O3 + 3CO→ 2Fe + 3CO₂
(c) 2K + F₂→ 2KF
(d) BaCl₂ + H₂SO₄ → BaSO4 + 2HCI
Answer – (d) BaCl₂ + H₂SO₄ → BaSO4 + 2HCI
Mock Test for JENPAS-UG
Q. HCIO4 -এর CI-এর জারণ সংখ্যা কত?
(a) +4
(b) -4
(c) +7
(d) -7
Answer – (c) +7
Q. NaOH-এর গরম জলীয় দ্রবণে CI2 গ্যাস চালনা করলে উৎপন্ন যৌগগুলিতে Cl-এর জারণস্তর বিভিন্ন হয়, এগুলি হল-
(a) +1ও+5
(b) -1ও+1
(c) -1ও+3
(d) -1ও+5
Answer – (d) -1ও+5
Q. HNO3 -এর শনাক্তকরণে বাদামি বলয়ে সৃষ্টিকারী উৎপন্ন জটিল যৌগ [Fe(H2O)5NO]SO4 -তে Fe -এর জারণ সংখ্যা-
(a) +1
(b) +2
(c) +3
(d) 0
Answer – (a) +1
Q. ক্ষারীয় মাধ্যমে IO3- → I বিক্রিয়ায় ইলেকট্রন সংখ্যা হল
(a) 3
(b) 8
(c) 4
(d) 6
Answer – (d) 6
Q. NaBH4-এ B-এর জারণসংখ্যা হল-
(a) -5
(b) +3
(c) -3
(d) +4
Answer – (b) +3
Q. আম্লিক, ক্ষারীয় ও প্রশম মাধ্যমে KMnO4 -এর তুল্যাঙ্ক ভারের অনুপাত-
(a) 3:3:5
(b) 3:5:15
(c) 5:5:3
(d) 3:15:5
Answer – (d) 3:15:5
Important Chemistry Question Answer for JENPAS-UG
Q. নিম্নলিখিত প্রশ্নগুলির কোন্ টি N পরমাণুর জারণ সংখ্যার সঠিক ক্রম-
(a) HNO3 > NH4CI > NO > N₂
(b) NO > HNO3 > NH₄CI > N₂
(c) HNO3 > NO> NH₄CI > N₂
(d) HNO3 > NO > N₂ >NH4CI
Answer – (d) HNO3 > NO > N₂ >NH4CI
Q. H₃PO₂-তে P-এর জারণ সংখ্যা কত?
(a) -1
(b) +1
(c) -2
(d) +2
Answer – (b) +1
Q. KMnO₄-এ Mn -এর জারণসংখ্যা নির্দেশ করো-
(a) 3
(b) 4
(c) 5
(d) 7
Answer – (d) 7
Q. উত্তপ্ত কস্টিক সোডা দ্রবণকে AI চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে H₂ ও উৎপন্ন হয়।
(a) NaOH
(b) Al₂O3
(c) NaAlO2
(d) NaNO3
Answer – (c) NaAlO2
Q. Al + NaOH + H₂O → NaAIO₂ + ½H₂ + H₂ এই সমীকরণের ক্ষেত্রে AI-এর পরমাণু সংখ্যা, NaOH -এর অণুসংখ্যা ও H₂O-এর অণুসংখ্যার অনুপাত হল-
(a) 1:2:3
(b) 3:2:1
(c) 1:1:1
(d) কোনটিই নয়
Answer – (c) 1:1:1
Q. শ্বেত ফসফরাস ও কপার সালফেট দ্রবণের বিক্রিয়ায় কোন্। অ্যাসিড উৎপন্ন হয়?
(a) HNO3
(b) H₂SO₄
(c) HCI
(d) কোনটিই নয়
Answer – (b) H₂SO₄
Suggestion Chemistry Question Answer in Bengali
Q. HCHO-তে কার্বনের জারণসংখ্যা কত?
(a) 0
(b) 1
(c) 2
(d) 3
Answer – (a) 0
Q. প্রায় সব অক্সিজেন ঘটিত যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা-
(a) +1
(b) -1
(c) +2
(d) -2
Answer – (b) -1
Q. এর মধ্যে কোন্ টি জারক দ্রব্য?
(a) Na
(b) F2
(c) At
(d) Fe
Answer – (b) F2
Q. এর মধ্যে কোন্ টি বিজারক দ্রব্য?
(a) অক্সিজেন
(b) নাইট্রিক অ্যাসিড
(c) পটাশিয়াম ডাইক্রোমেট
(d) কোনোটিই নয়
Answer – (d) কোনোটিই নয়
Q. কাকে ইলেকট্রন দাতা’ বলা হয়?
(a) জারক দ্রব্য
(b) বিজারক দ্রব্য
(c) অর্ধজারক দ্রব্য
(d) অর্ধবিজারক দ্রব্য
Answer – (b) বিজারক দ্রব্য
Q. A একটি জারক পদার্থ যার আণবিক ওজন 10 একক ও প্রতি অণু জারকের বিজারণে মোট জারণ সংখ্যার পরিবর্তন 2, তাহলে জারক পদার্থের তুল্যাঙ্কভার হবে-
(a) 8
(b) 12
(c) 0.2
(d) 5
Answer – (d) 5
MCQ Question Answer for JENPAS-UG
Q. সব ফ্লুরিন ঘটিত যৌগে ফ্লুরিনের জারণসংখ্যা সর্বদা-
(a) +1
(b) -1
(c) শূন্য
(d) কোনোটিই নয়
Answer – (b) -1
Q. CH₂CH₂OH-এ C-2-এর জারণ অবস্থা হল-
(a) -1
(b) -2
(c) -3
(d) -4
Answer – (c) -3
Q. ক্ষারীয় মাধ্যমে দু’টি ইলেকট্রন দ্বারা HO2- -এর বিজারণে উৎপন্ন হয়-
(a) H₂O
(b) O2-
(c) O2
(d) HO-
Answer – (d) HO-
Q. ম্যাগনেটাইট আকরিকে উপস্থিত ধাতুর জারণ সংখ্যা-
(a) I,II
(b) II,III
(c) III,I
(d) কোনটিই নয়
Answer – (b) II,III
Q. ক্ষারীয় মাধ্যমে কোন্ টি ডিসপ্রোপার্যানেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
(a) Br₂
(b) Cl₂
(c) F4
(d) F2
Answer – (d) F2
Q. H₂O, O2, OF2, H₂O2, O2F2 মৌগগুলিতে অক্সিজেনের জারণ সংখ্যা যথাক্রমে-
(a) -2,0,-2,-1,-2
(b) -2,0,+2,-1,+1
(c) -2,0,-1,-2,+1
(d) 2,0,+2,-1,-1
Answer – (b) -2,0,+2,-1,+1
Q. HCIO + H₂S→H3O+ + CI- + S -এর মধ্যে কোন্ টি জারক পদার্থ?
(a) HCIO
(b) H2S
(c) H3O+
(d) CI-
Answer – (a) HCIO