Q. জৈব বিক্রিয়ার ক্রিয়াকৌশল নির্ণয়ের ক্ষেত্রে ট্রেসার হিসেবে যেটি ব্যবহৃত হয়-
(a) প্রোটিয়াম
(b) ট্রিটিয়াম
(c) ডয়টেরিয়াম
(d) ট্রিশিয়াম
Answer – (c) ডয়টেরিয়াম
Q. ডাই হাইড্রোজেন প্রস্তুতিতে জিঙ্কে যে অশুদ্ধি উপস্থিত থাকলে বিক্রিয়ার গতি ত্বরান্বিত হয়-
(a) Cu
(b) Ag
(c) Au
(d) B
Answer – (a) Cu
Q. যে উষ্নতায় D₂O-এর ঘনত্ব সর্বাধিক হয় তা হল-
(a) 10°C
(b) 14°C
(c) 11.5°C
(d) 18.9°C
Answer – (c) 11.5°C
Q. নীচের কোন্ টি ট্রিটিয়ান কর্তৃক নিঃসৃত হয়?
(a) ইলেকট্রন
(b) নিউট্রন
(c) x-রশ্মি
(d) ẞ কণা
Answer – (d) ẞ কণা
Q. H₂O₂-এর বিয়োজনকে মন্দীভূত করে-
(a) MnO,
(b) CaCl₂
(c) লঘু H₂SO₄
(d) NaH,
Answer – (c) লঘু H₂SO
Q. কোন্ টি আম্লিক দ্রবণ H₂O2 -এর উপস্থিতিতে কমলা বর্ণ ধারণ করে?
(a) TiO2
(b) Ag₂O
(c) BaO₂
(d) PbO2
Answer – (a) TiO2
Preparation for JENPAS-UG
Q. বাণিজ্যিক H₂O2 -এর একটি নমুনায় লেখা আছে 30V। নমুনাটির শতকরা মাত্রা-
(a) 3
(b) 6
(c) 9
(d) 12
Answer – (c) 9
Q. 1L 99% বিশুদ্ধ D₂O পাওয়ার জন্য কত লিটার জলের তড়িৎ বিশ্লেষণ ঘটানো প্রয়োজন?
(a) 28800L
(b) 2900L
(c) 29000L
(d) 27000L
Answer – (c) 29000L
Q. কোন্ টিতে মুক্ত হাইড্রোজেন বর্তমান?
(a) জল
(b) অ্যাসিড
(c) মিথেন
(d) ওয়াটার গ্যাস
Answer – (d) ওয়াটার গ্যাস
Q. ভারী জল সম্পর্কিত যে তথ্যটি সঠিক-
(i) সাধারণ জল অপেক্ষা ভারী জলে অধিক বেশি ক্রিয়াশীল দ্রাবক
(ii) জল অপেক্ষা ভারী জলের অণুগুলি কম সংযোজিত
(iii) পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয়
(a) ii, iii
(b) i, ii
(c) iii
(d) i,iii
Answer – (c) iii
Q. নীচের কোন্ টি জলের সঙ্গে অসমঞ্জুন বিক্রিয়া করে?
(a) N₂
(b) F₂
(c) SO3
(d) CI2
Answer – (d) CI2
Q. ওয়াটার গ্যাসে CO ও H₂-এর অনুপাতিক মিশ্রণ-
(a) 2:1
(b) 3:2
(c) 1:1
(d) 2:3
Answer – (c) 1:1
Mock Test for JENPAS-UG
Q. ইন্টারস্টিসিয়াল হাইড্রাইড গঠিত হয়-
(a) d ব্লকভুক্ত মৌল দ্বারা
(b) F ব্লকভুক্ত মৌল দ্বারা
(c) S ব্লকভুক্ত মৌল দ্বারা
(d) P ব্লকভূক্ত মৌল দ্বারা
Answer – (a) d ব্লকভুক্ত মৌল দ্বারা
Q. জলের সঙ্গে বিক্রিয়ায় যথাযথ ইলেকট্রন বিশিষ্ট হাইড্রাইড উৎপন্ন করে-
(a) Mg3N2
(b) MgO
(c) AI4C3
(d) কোনোটিই নয়
Answer – (c) AI4C3
Q. 0.01 mol PbS কে PbSO4 -এ পরিণত করার জন্য 10 আয়তন H₂O2 দ্রবণের কত আয়তন প্রয়োজন?
(a) 2.24 mL.
(b) 4.48 mL.
(c) 44.8 mL
(d) 11.2 mL.
Answer – (c) 44.8 mL
Q. নীচের কোন্ যৌগটি লুইস অ্যাসিডরূপে আচরণ করে?
(a) NH3
(b) H₂O
(c) B₂H6
(d) CH4
Answer – (c) B₂H6
Q. মার্কের পারহাইড্রাইল দ্রবণে H₂O₂-এর কত পরিমাণ জলীয় দ্রবণ নেওয়া হয়?
(a) 20%
(b) 30%
(c) 10%
(d) কোনোটিই নয়
Answer – (c) 10%
Q. সেমি ওয়াটার গ্যাস হল-
(a) CO + H2
(b) CO + H2 + N2
(c) H + CH4
(d) CO +H2 + O2
Answer – (b) CO + H2 + N2
Chemistry Question Answer for JENPAS-UG
Q. হাইড্রোজেনের প্রতি কোন্ হ্যালোজেনটির আসক্তি কম?
(a) F2
(b) CI2
(c) Br2
(d) O2
Answer – (d) O2
Q. 10 আয়তন H₂O2 দ্রবণের নর্ম্যালিটি কত?
(a) 1.785
(b) 3.570
(c) 3.036
(d) 5.087
Answer – (a) 1.785
Q. 1L 0.003 মোল MgSO4 দ্রবীভূত আছে এমন একটি জলের নমুনার খরতার মাত্রা হল-
(a) 30 ppm
(b) 300 ppm
(c) 3000 ppm
(d) 180 ppm
Answer – (b) 300 ppm
Q. নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোন্ টি পারক্সাইড?
(a) NO₂
(b) BaO2
(c) MnO2
(d) KO2
Answer – (b) BaO2
MCQ Question Answer in Bengali for JENPAS-UG
Q. নীচের কোনটির সঙ্গে পারমাণবিক হাইড্রোজেনের বিক্রিয়ায় ফর্ম্যালডিহাইড উৎপন্ন হয়?
(a) CO2
(b) CO
(c) CH4
(d) C2H4
Answer – (b) CO
Q. পারমাণবিক হাইড্রোজেন দ্বারা K₂Cr₂O7 বিজারিত হলে উৎপন্ন পদার্থ Cr-এর জারণ স্তর হয়-
(a) +3
(b) 0
(c) +9
(d) +6
Answer – (a) +3
Q. নীচের কোন বিক্রিয়ায় ডাই হাইড্রোজেন জারক হিসাবে কাজ করে?
(a) 2Na + H₂→ 2NaH
(b) F₂ + H₂→H
(c) N₂ + 3H2→2NH3
(d) Cl2 +H₂→2HCI
Answer – (a) 2Na + H₂→ 2NaH
Q. x -এর তড়িদ বিশ্লেষণে অ্যানোডে y পাওয়া যায় ।y এর বায়ুশূন্য পাতনে H₂O2 উৎপন্ন হয়। x ও y – এর পারক্সো বন্ধনের সংখ্যা যথাক্রমে-
(a) 0,0
(b) 0,1
(c) 1,1
(d) 1,2
Answer – (b) 0,1
Q. কোনটি Na ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে?
(a) CH4
(b) C2H2
(c) C2H4
(d) C2H6
Answer – (b) C2H2
Q. কোনটি H₂O2 দ্বারা জারিত হয় না?
(a) PbS
(b) KI
(c) O3
(d) H2S
Answer – (c) O3
Best Question Answer for JENPAS-UG
Q. সম পরিমাণ Zn ধাতু অতিরিক্ত H2SO4এবং অতিরিক্ত NaOH -এর সাথে পৃথকভাবে বিক্রিয়া করলে, দ্বিতীয় এবং প্রথম ক্ষেত্রে উৎপন্ন H2 গ্যাসের আয়তনের অনুপাত-
(a) 1:1
(b) 1:2
(c) 2:1
(d) 4:9
Answer – (a) 1:1
Q. নীচের কোন্ টি জলীয় দ্রবণে H, দ্বারা বিজারিত হয় না?
(a) Fe³+
(b) Ag+
(c) Zn²+
(d) Ca²+
Answer – (c) Zn²+