Q. আলোক রাসায়নিক ধোঁয়াশা সম্পর্কিত নীচের কোন্ তথ্যটি সঠিক নয়?
(a) উজ্জ্বল সূর্যালোকের উপস্থিতিতে আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলোক রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি হয়।
(b) আলোক রাসায়নিক ধোঁয়াশার প্রভাবে চোখ ও গলা জ্বালা করে না
(c) কার্বন মনোক্সাইড আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টিতে কোনো ভূমিকা গ্রহণ করে না
(d) আলোক রাসায়নিক ধোঁয়াশা জারণ ধর্ম প্রদর্শন করে
Answer – (b) আলোক রাসায়নিক ধোঁয়াশার প্রভাবে চোখ ও গলা জ্বালা করে না
Q. নীচের কোন্ বিবৃতি সঠিক নয়?
(a) বায়ুতে সর্বাধিক পরিমাণে অবস্থিত বায়ুদ্রাবকগুলি হল সালফার, নাইট্রোজেন এবং কার্বনের অক্সাইডসমূহ
(b) পানীয় জলের pH মান 5.5-9.5 হওয়া উচিত
(c) 6 ppm অপেক্ষা কম গাঢ়ত্বের দ্রবীভূত অক্সিজেন মাছের বৃদ্ধির সহায়ক
(d) স্বচ্ছ জলের 300 এর মান 5 ppm অপেক্ষা কম
Answer – (c) 6 ppm অপেক্ষা কম গাঢ়ত্বের দ্রবীভূত অক্সিজেন মাছের বৃদ্ধির সহায়ক
Q. নীচের কোন্ টি আলোক-রাসায়নিক ধোঁয়াশার মুখ্য উপাদান নয়?
(a) ওজোন
(b) অ্যাক্রোসিন
(c) পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট
(d) ক্লোরোফ্লুরোকার্বন
Answer – (d) ক্লোরোফ্লুরোকার্বন
Q. কার্বন মনোক্সাইড সম্পর্কে নীচের কোন্ তথ্যটি সঠিক নয়?
(a) এই কার্বক্সিহিমোগ্লোবিন গঠন করে
(b) এটি রস্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমায়
(c) অর্বক্সিহিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিনের তুলনায় কম সুস্থিত
(d) এটি অর্ধজারণ (দহন)-এর ফলে উৎপন্ন হয়
Answer – (c) অর্বক্সিহিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিনের তুলনায় কম সুস্থিত
Q. নীচের কোন্ টি গ্রিনহাউস গ্যাস নয়?
(a) SO2
(b) N2O
(c) CH4
(d) O3
Answer – (a) SO2
Q. নীচের কোন্ টি কার্বন মনোক্সাইডের আধার (Sin k for Co)
(a) মাটিতে থাকা মাইক্রোঅরগানিজম (ক্ষুদ্র অণুজীব)
(b) সমুদ্র
(c) উদ্ভিদ
(d) হিমোগ্লোবিন
Answer – (a) মাটিতে থাকা মাইক্রোঅরগানিজম (ক্ষুদ্র অণুজীব)
Preparation for JENPAS-UG
Q. ওজোন স্তরের ধ্বংসের জন্য দায়ী-
(a) পলিহ্যালোজেন
(b) ফেরোসিন
(c) ফুলারিন
(d) ফ্রেয়ন
Answer – (d) ফ্রেয়ন
Q. ওজোন স্তর সম্পর্কিত কোন্ বজ্রব্যটি সঠিক?
(a) এটি উপকারী কারণ অতিবেগুনী রশ্মিকে বাধা দেয়
(b) O2→O2 ; এটি একটি ভাগগ্রাহী বিক্রিয়া
(c) ওজোন-ত্রিপরমাণুক সরলরৈখিক অণু
(d) এটি ক্ষতিকর কারণ অতিবেগুনী রশ্মিকে বাধা দেয়
Answer – (a) এটি উপকারী কারণ অতিবেগুনী রশ্মিকে বাধা দেয়
Q. নীচের কোনটি সত্য নয়?
(a) পানীয় জলের pH 5.5-9.5 হওয়া উচিত।
(b) দ্রবীভূত O2 ঘনত্ব (dissolved oxygen) 6ppm অপেক্ষা কম হলে তা মাছের বৃদ্ধি সহায়ক
(c) বিশুদ্ধ জলের BOD হওয়া উচিত <5
(d) S, N, C-এর অক্সাইডগুলি প্রধান দূষক
Answer – (b) দ্রবীভূত O2 ঘনত্ব (dissolved oxygen) 6ppm অপেক্ষা কম হলে তা মাছের বৃদ্ধি সহায়ক
Q. সবুজ রসায়ন মানে-
(a) তা ওজন স্তর ধ্বংসের সঙ্গে সম্পর্কিত
(b) গাছের আন্তঃক্রিয়া সম্বন্ধে ধারণা দেয়
(c) বিক্রিয়াকালে রং উৎপন্ন করে
(d) বর্জ্য সৃষ্টিকারী পদার্থের (hazardous) ব্যবহার ও উৎপাদন কমায়
Answer – (d) বর্জ্য সৃষ্টিকারী পদার্থের (hazardous) ব্যবহার ও উৎপাদন কমায়
Q. ওজোন স্তরে কোন্ গ্যাসটি থাকে না?
(a) O2
(b) O3
(c) N₂
(d) CO2
Answer – (d) CO2
Q. ফ্লুরাইড দূষণ মূলত ক্ষতি করে-
(a) দাঁতের
(b) মস্তিষ্কের
(c) বৃক্কের
(d) হার্টের
Answer – (a) দাঁতের
Mock Test for JENPAS-UG
Q. প্রদত্ত মোটরগাড়ির জ্বালানিগুলির মধ্যে কোনটি পরিবেশ বান্দব।
(a) LPG
(b) পেট্রোল
(c) CNG
(d) ডিজেল
Answer – (c) CNG
Q. বহিসিনোসিস রোগের কারণ হল-
(a) কয়লাগুঁড়ো
(b) সিগারেটের দূষক
(c) ফ্লাই অ্যাশ
(d) তুলোর তন্তু
Answer – (d) তুলোর তন্তু
Q. স্বাভাবিক বৃষ্টির জলের pH-
(a) 3.6
(b) 4.6
(c) 5.6
(d) 6.6
Answer – (c) 5.6
Q. কোন্ জলদূষক ধাতুটি স্টেরিলিটি রোগ ঘটায়?
(a) Cu
(b) Hg
(c) Cd
(d) Mn
Answer – (d) Mn
Q. সুনির্দিষ্ট জৈবিক প্রভাবসম্পন্ন কিন্তু আয়নীভবন ঘটাতে অক্ষম এরূপ বিকিরণ হল-
(a) UV Ray
(b) ẞ Ray
(c) y Ray
(d) X-রশ্মি
Answer – (a) UV Ray
Q. মানবদেহের পক্ষে সর্বাপেক্ষা ক্ষতিকারক হল-
(a) UV-A
(b) UV-C
(c) UV-B
(d) UV-D
Answer – (c) UV-B
Suggestion Question Answer for JENPAS-UG
Q. মার্কারি যৌগগুলির কোন্ টি সর্বাপেক্ষা বিষাক্ত?
(a) CH3 Hg+
(b) HgCl
(c) Hg2Cl₂
(d) Hg ধাতু
Answer – (a) CH3 Hg+
Q. নাইট্রোজেনের কোন্ অক্সাইডটি মুখ্য বায়ুদূষক নয়?
(a) N₂O₃
(b) N₂O
(c) N₂O,
(d) NO₂O5
Answer – (d) NO₂O5
Q. গ্যাসোলিনের অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয়-
(a) CO
(b) CO₂
(c) SO₂
(d) NO₂
Answer – (a) CO
Q. ভারতে মিথেনের মুখ্য উৎস-
(a) ফলের বাগান
(b) আখ খেত
(c) ধান ক্ষেত
(d) গম খেত
Answer – (c) ধান ক্ষেত
Q. পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতির ফলে ঘটে-
(a) লিভার ড্যামেজ
(b) কিডনি ড্যামেজ
(c) মিথেমোগ্লোবিনেমিয়া
(d) ল্যাক্সোটিভ ক্রিয়া
Answer – (c) মিথেমোগ্লোবিনেমিয়া
Q. ভোপাল Gas দুর্ঘটনার জন্য দায়ী-
(a) ফসজিন
(b) NH3
(c) MIC
(d) Methylamme
Answer – (c) MIC
Entrance Exam Preparation for JENPAS-UG
Q. DDT কী জাতীয় পদার্থ?
(a) সার
(b) বায়োডিগ্রেডেবল দূষক
(c) গ্রিনহাউস গ্যাস
(d) নন বায়োডিগ্রেডেবল দূষক
Answer – (d) নন বায়োডিগ্রেডেবল দূষক
Q. মন্ট্রিল প্রোটোকল চুক্তি হয়-
(a) 1962
(b) 1991
(c) 1993
(d) 2001 সালে
Answer – (c) 1993
Q. PCB-এ পুরো নাম-
(a) পলি কার্বনেটেড বাইফিনাইল
(b) পলিক্লোরিনেটেড বাইফিনাইল
(c) পলিকোবাল্টেট বোরন
(d) পার কার্বনেটেড বাই ফিনাইল
Answer – (b) পলিক্লোরিনেটেড বাইফিনাইল
Q. ব্ল্যাক ফুট ডিজিজ-এর জন্য দায়ী-
(a) Pd
(b) As
(c) Hg
(d) Cd
Answer – (b) As
Q. মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা হল-
(a) 0.03
(b) 0.04
(c) 0.05
(d) 0.06 (mg/L
Answer – (c) 0.05
Q. ফসফেট ঘটিত জৈবকীটনাশক হল-
(a) DDT
(b) প্যারাথিয়ন
(c) BHC
(d) গ্যাসাক্সিন
Answer – (b) প্যারাথিয়ন
Q. ইউট্রোফিকেশনের প্রধান কারণ-
(a) ক্লোরিন ঘটিত আয়ন
(b) সালফার ঘটিত আয়ন
(c) ফসফেট ঘটিত আয়ন
(d) কোনোটিই নয়
Answer – (c) ফসফেট ঘটিত আয়ন