তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য ২০২৪ এ বিভিন্ন কেন্দ্রে যে মন্ত্রী নিয়োগ হয়েছে, সেই যে মন্ত্রীগুলো সেগুলো তোমাদের জেনে রাখতে হবে কারণ এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন পরীক্ষায় আসছে এ বছরও কিন্তু এখান থেকে কোশ্চেন পরীক্ষায় দেবে তাই অবশ্যই এইগুলো দেখে রাখো আমি কোশ্চেন এবং উত্তর দুটোই পরপর সাজিয়ে দিয়েছি আশা করি এগুলো যদি তুমি পড়ে রাখো এখান থেকে অবশ্যই হুবহু কমেন্ট পাবে
ভারতের বর্তমান সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী 2024
1.ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ?
Ans – শ্রী রাজনাথ সিং
2. ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী; এবং সমবায় মন্ত্রী কে ?
Ans – শ্রী অমিত শাহ
3. ভারতের সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী কে ?
Ans – শ্রী নীতিন জয়রাম গড়করি।
4. ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক ও সার মন্ত্রী কে ?
Ans – শ্রী জগৎ প্রকাশ নাড্ডা,
5. ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী কে ?
Ans – শ্রী শিবরাজ সিং চৌহান
6. ভারতের অর্থমন্ত্রী তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে ?
Ans – শ্রীমতী নির্মলা সীতারমণ
7. ভারতের বিদেশ মন্ত্রী কে ?
Ans – ডঃ সুব্রহ্মণ্যম জয়শঙ্কর,
8. ভারতের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী; এবং বিদ্যুৎ মন্ত্রী কে ?
Ans – শ্রী মনোহর লাল
Cabinet ministers of India in 2024
৯. ভারতের ভারী বন্দর মন্ত্রী এবং ইস্পাত মন্ত্রী কে ?
Ans – শ্রী এইচ ডি কুমারস্বামী,
10. ভারতের বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রী কে ?
Ans – শ্রী পীযূষ গোয়েল
11. ভারতের শিক্ষামন্ত্রী কে ?
Ans – শ্রী ধর্মেন্দ্র প্রধান
12. ভারতের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী কে ?
Ans – শ্রী জিতন রাম মাঝি
13. ভারতের পঞ্চায়েতি রাজ মন্ত্রী এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রী কে ?
Ans – শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং
14. ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী কে ?
Ans – শ্রী সর্বানন্দ সোনোয়াল।
15. ভারতের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী কে ?
Ans – ডঃ বীরেন্দ্র কুমার,
16. ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে ?
Ans – শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু
17. ভারতের উপভোক্তা বিষয়ক, খাদ্য এবং গণবন্টন মন্ত্রী এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী কে ?
Ans – শ্রী প্রহ্লাদ যোশী
18. ভারতের উপজাতি বিষয়ক মন্ত্রী কে ?
Ans – শ্রী জুয়াল ওরাম
19. ভারতের বস্ত্র মন্ত্রী কে ?
Ans – শ্রী গিরিরাজ সিং
20. ভারতের সংগঠিত ও সম্প্রচার মন্ত্রী এবং ইলেকট্রনিক্স এবং এলএনফর্মেশন টেকনোলজি রেলমন্ত্রী মন্ত্রী কে ?
Ans – শ্রী অশ্বিনী বৈষ্ণব
21. ভারতের যোগাযোগ মন্ত্রী এবং উত্তরকেপূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী কে ?
Ans – শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া
Cabinet ministers of India in 2024 in Bengali
22. ভারতের কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কে ?
Ans – শ্রী ভূপেন্দ্র যাদব
23. ভারতের সংস্কৃতি মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী কে ?
Ans – শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত
24. ভারতের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী কে ?
Ans – শ্রীমতী অন্নপূর্ণা দেবী
25) ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কে ?
Ans – শ্রী কিরেন রিজিজু,
26. ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কে ?
Ans – শ্রী হরদীপ সিং পুরী
27. ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী কে ?
Ans – ডঃ মনসুখ মাণ্ডব্য
28. ভারতের কয়লা মন্ত্রী; এবং খনি মন্ত্রী কে ?
Ans – শ্রী জি কিষাণ রেড্ডি
29. ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী কে ?
Ans – শ্রী চিরাগ পাসোয়ান
30. ভারতের জলশক্তি মন্ত্রী কে ?
Ans – শ্রী সি আর পাতিল