স্কুলনির জন্য আবেদন প্রক্রিয়া : Madhyamik Scrutiny application

মাধ্যমিকের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমাদের কোন কোন স্টুডেন্ট রয়েছে। যাদের মনে হচ্ছে যে তোমাদের নাম্বার বাড়তে পারে মাধ্যমিক পরীক্ষায় নাম্বার বাড়ানোর জন্য স্কুডনি বা রিভিউ এর একটা প্রক্রিয়া থাকে যেটা মধ্যশিক্ষা পর্ষদ wbbsc দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ যদি আপনি বা আপনার সন্তানের কেউ প্রাপ্ত নম্বর থেকে অসঙ্গতি মনে হয় যে নাম্বার বাড়তে পারে তো এই ধাপগুলো তুমি অবলম্বন করতে পারো

madhyamik scrutiny application

Madhyamik Scrutiny application

সাধারণ প্রাপ্ত নম্বর প্রকাশের পর অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে এরপরে 10 থেকে 15 দিনের মধ্যে Scrutiny জন্য আবেদন করা যায় এবং Scrutiny জন্য কিছু ডকুমেন্টেরও প্রয়োজন হয়

Madhyamik Scrutiny application জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো

মার্কসিটের ফটোকপি ওয়েবসাইট থেকে প্রাপ্ত আবেদন ফরম যেটা অনলাইনে ফিলাপ করতে হবে নির্ধারিত ফ্রি ফ্রিজ না হয় 500 টাকা করে এবং সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়াটি করা হয় নম্বর হিসেবে তোমার এখানে নাম্বার বাড়তেও পারে সেটাকে পুনর বা পুনরায় মূল্যায়ন করা হয়

Madhyamik Scrutiny ফলাফল বা রেজাল্ট

Scrutiny রিভিউ পর তার ফলাফল ১৫ থেকে ৩০ দিনের মধ্যে প্রকাশিত হয় যদি নম্বর বাড়ে বা কমে তাহলে সংশোধিত মাছ সেটে নতুন ভাবে আবার নতুন একটি মার্সিড আছে যেটা স্কুল থেকে সংগ্রহ করত অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইট রয়েছে www.wbbse.wb.gov.in ফর্ম ডাউনলোড করে বা ওখান থেকে অনলাইনে তুমি ফিলাপ করতে পারো।

সময় মত আবেদন করুন সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন যদি নাম্বার বাড়ে তাহলে খুবই ভালো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top