ANM GNM & JENPAS UG Important Question in Bengali

Q. ভূ-পৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব-

(a) বাড়তে থাকে
(b) কমতে থাকে
(c) অপরিবর্তিত থাকে
(d) শুধুমাত্র বাড়তে থাকে
Answer – (b) কমতে থাকে

Q. প্রধান গ্রিনহাউস গ্যাস হলো-

(a) CH4
(b) N₂
(c) CFC
(d) CO₂
Answer – (d) CO₂

Q. বায়োগ্যাসের প্রধান উপাদান হলো-

(a) C₂H₂
(b) O₂
(c) H₂
(d) CH4
Answer – (d) CH4

Q. একটি অপ্রচলিত শক্তির উৎস হল-

(a) বায়োগ্যাস
(b) কেরোসিন
(c) পেট্রোল
(d) ডিজেল
Answer – (a) বায়োগ্যাস

Q. বায়ুমন্ডলের উষ্নতম স্তরটি হল-

(a) ওজোনোস্ফিয়ার
(b) এক্সোস্ফিয়ার
(c) আয়োনোস্ফিয়ার
(d) কোনোটিই নয়
Answer – (b) এক্সোস্ফিয়ার

Q. নবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ হল-

(a) কয়লা
(b) পেট্রোল
(c) ভণ্ণ-তাপ শক্তি
(d) রান্নার গ্যাস
Answer – (c) ভণ্ণ-তাপ শক্তি

Mock Test For ANM GNM

Q. বায়ুমন্ডলের শীতলতম অঞ্চলটি হল-

(a) মেসোপজ
(b) ট্রপোপজ
(c) থার্মোপজ
(d) কোনোটিই নয়
Answer – (a) মেসোপজ

Q. Fiery ice হল-

(a) বিউটেন
(b) অ্যালকোহল
(c) প্রোপেন
(d) মিথেন হাইড্রেট
Answer – (a) বিউটেন

Q. উষ্নতার কোন্ স্কেলে উষ্নতার মান ঋনাত্মক হয় না?

(a) সেলসিয়াস
(b) ফারেনহাইট
(c) রয়মার
(d) কেলভিন
Answer – (d) কেলভিন

Q. তাপামাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে, গ্যাসের ঘনত্ব-

(a) বৃদ্ধি পায়
(b) একই থাকে
(c) প্রথমে কমে, তারপর বাড়ে
(d) হ্রাস পায়
Answer – (a) বৃদ্ধি পায়

Q. STP তে 17g NH3, 28g N₂ ও 2gH₂-এর মধ্যে কোন্ টির আয়তন বেশি।

(a) 17g NH3
(b) 28g N2
(c) 2gH₂
(d) সবগুলোর আয়তন একই থাকে
Answer – (d) সবগুলোর আয়তন একই থাকে

Q. গ্যাস অণুর গতি শক্তি তার পরম উষ্নতার-

(a) সমানুপাতিক
(b) ব্যাস্তানুপাতিক
(c) সমান
(d) কোনোটিই নয়
Answer – (a) সমানুপাতিক

Physical Science MCQ Questions in Bengali

Q. গ্যাসের আয়তন গুণাঙ্কের মান-

(a) 1/273/°C
(b) -1/273/°C.
(c) – 273°C
(d) 273°C
Answer – (a) 1/273/°C

Q. বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে?

(a) উচ্চচাপে ও উচ্চ তাপমাত্রায়
(b) উচ্চচাপে ও নিম্ন তাপমাত্রায়
(c) নিম্নচাপে ও উচ্চ তাপমাত্রায়
(d) নিম্নচাপে ও নিম্ন উষ্নতায়
Answer – (c) নিম্নচাপে ও উচ্চ তাপমাত্রায়

Q. পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে এলে সেটির-

(a) আয়তন বাড়ে
(b) আয়তম কমে
(c) আয়তন একই থাকে
(d) আয়তন বাড়তেও পারে, কমতেও পারে
Answer – (a) আয়তন বাড়ে

Q. SI পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি?

(a) নিউটন
(b) ডাইন
(c) আর্গ
(d) পাস্কাল
Answer – (d) পাস্কাল

Q. -27°C উন্নতায় পরম স্কেলে মান কত?

(a) 300 K
(b) 27 K
(c) 0 K
(d) 246 K
Answer – (d) 246 K

Q. পরম শূন্য উষ্নতায় আদর্শ গ্যাসের আয়তন হয়-

(a) শূন্য (0)
(b) অসীম
(c) 1
(d) কোনোটিই নয়
Answer – (a) শূন্য (0)

Preparation For ANM GNM

Q. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান- (প্রায়)

(a) 10⁵ dyn/cm²
(b) 10⁶ dyn/cm²
(c) 1 পাস্কাল
(d) 10⁶ N/m²
Answer – (b) 10⁶ dyn/cm²

Q. S.T.P তে গ্যাসের গ্রাম আণবিক আয়তন হবে-

(a) 11.2 Litre
(b) 1 Litre
(c) 22.4 Litre
(d) 6.023×1023 Litre
Answer – (c) 22.4 Litre

Q. ‘বার’ কোন্ রাশির একক?

(a) ভর
(b) উষ্নতা
(c) আয়তন
(d) চাপ
Answer – (d) চাপ

Q. অ্যাভোগাড্রো সংখ্যার মান কত?

(a) 6.023 ×10²²
(b) 6.023 ×10-²²
(c) 6.023×10²³
(d) 6.023 ×10-²³
Answer – (c) 6.023×10²³

Q. বয়েল ও চার্লস এর সূত্রের সাধারণ ধ্রুবক কি?

(a) চাপ
(b) আয়তন
(c) উষ্নতা
(d) ভর
Answer – (d) ভর

Q. শুষ্ক বায়ুর ঘনত্ব D, আর্দ্র বায়ুর ঘনত্ব D₂ হলে, কোন্ টি সঠিক?

(a) D₁ = D2
(b) D₁ > D2
(c) D₁ < D2 (d) D₁ ≤ D2 Answer – (b) D₁ > D2

Entrance Exam Preparation For ANM GNM

Q. কোন্ টি সঠিক ‘আদর্শ গ্যাস সমীকরণ’-এর রূপ?

(a) PV=T
(b) P/V=KT
(c) PV = nRT
(d) P/T=nVR
Answer – (c) PV = nRT

Q. পরম স্কেলে উয়তা (1) ও সেলসিয়াস স্কেলে উয়তা (t) -এর মধ্যে সম্পর্ক হলো-

(a) T = t
(b) T=273+t
(c) t = 273 + T
(d) T = 273-t
Answer – (b) T=273+t

Q. আবদ্ধপাত্রে থাকা গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র হলো-

(a) ব্যারোমিটার
(b) ম্যানোমিটার
(c) ন্যানোমিটার
(d) হাইড্রোমিটার
Answer – (b) ম্যানোমিটার

Q. ‘স্থির উয়তায় নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কার সূত্র?

(a) চার্লসের
(b) বয়েলের
(c) অ্যাভোগ্যাড্রোর
(d) গেলুকাসের
Answer – (b) বয়েলের

Q. 1 গ্রাম অণুতে যে কোন পদার্থে কত সংখ্যক অণু থাকে?

(a) 6.023×10²⁴
(b) 6.023×10²³
(c) 6.023×10²²
(d) 6.023×10²⁰
Answer – (b) 6.023×10²³

Q. প্রমাণ উষ্নতা ও চাপে যে কোন গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত?

(a) 22 L
(b) 22.4 L
(c) 23.4 L
(d) 23 L
Answer – (b) 22.4 L

Scroll to Top