Q. 88 g CO₂-এর গ্রাম অণুর সংখ্যা-
(a) 2 মোল
(b) 0.5 মোল
(c) 0.2 মোল
(d) 1 মোল
Answer – (a) 2 মোল
Q. ভর ও শক্তির মোট পরিমান যেকোন পরিবর্তনের পরে-
(a) হ্রাস পায়
(b) বৃদ্ধি পায়
(c) একই থাকে
(d) হ্রাস পায় ও বৃদ্ধি পায়
Answer – (c) একই থাকে
Q. অ্যামোনিয়াম সালফেটের আণবিক ভর-
(a) 132
(b) 112
(c) 122
(d) কোনোটিই নয়
Answer – (a) 132
Q. গ্যাসের বাষ্পঘনত্বকে __ বলা হয়।
(a) মোলার গাঢ়ত্ব
(b) মোলালিটি
(c) আপেক্ষিক ঘনত্ব
(d) নর্ম্যালিটি
Answer – (c) আপেক্ষিক ঘনত্ব
Q. নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কত?
(a) 42
(b) 28
(c) 14
(d) 26
Answer – (c) 14
Q. একটি ত্রি-পারমাণবিক মৌলিক গ্যাসের বাষ্প ঘনত্ব 24, ওর পারমাণবিক গুরুত্ব-
(a) 24
(b) 48
(c) 16
(d) 8
Answer – (c) 16
ANM GNM Nursing Question Answer in Bengali
Q. ইথেন (C2H6) অণুতে ওজনগত ভাবে কার্বনের শতকরা পরিমাণ-
(a) 60%
(b) 70%
(c) 80%
(d) 90%
Answer – (c) 80%
Q. STP তে 1 লিটার H₂ গ্যাসের ভর-
(a) 0.089 গ্রাম
(b) 0.098 গ্রাম
(c) 0.89 গ্রাম
(d) 0.98 গ্রাম
Answer – (a) 0.089 গ্রাম
Q. বিশুদ্ধ অক্সিজেনে একটি ম্যাগনেসিয়াম তারের দহনে তার ওজনের শতাংশিক বৃদ্ধি হল-
(a) 100%
(b) 66.7%
(c) 24%
(d) 80%
Answer – (b) 66.7%
Q. 4 mol NH3-তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন?
(a) 14 g
(b) 28 g
(c) 42 g
(d) 56 g
Answer – (d) 56 g
Q. উষ্নতা বৃদ্ধিতে বাষ্প ঘনত্ব-
(a) বাড়ে
(b) কমে
(c) বাড়ে অথবা কমে
(d) অপরিবর্তিত থাকে
Answer – (d) অপরিবর্তিত থাকে
Q. 1.2 g কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন CO₂ গ্যাসের STP 29. -তে আয়তন-
(a) 1.2 L
(b) 2.24 L
(c) 4.4 L
(d) 4.8 L
Answer – (b) 2.24 L
Preparation For GNM ANM
Q. 100 g CaCO3 -কে তাপে বিয়োজিত করলে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ-
(a) 56 g
(b) 44 g
(c) 112 g
(d) 100 g
Answer – (a) 56 g
Q. 27 g Al সম্পূর্ণ ভাবে বিক্রিয়া করতে কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন?
(a) 48 g
(b)16 g
(c) 32 g
(d) 24 g
Answer – (d) 24 g
Q. 10-³ মোল অ্যামোনিয়ার ভর-
(a) 0.0017 g
(b) 1.017 g
(c) 0.017 g
(d) কোনোটিই নয়
Answer – (c) 0.017 g
Q. 1 জুল = ? আর্গ –
(a) 10⁷
(b) 10⁸
(c) 10-⁷
(d) কোনোটিই নয়
Answer – (a) 10⁷
Q. STP তে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন-
(a) 22.4 লিটার
(b) 2.24 লিটার
(c) 22.5 লিটার
(d) 26.8 লিটার
Answer – (a) 22.4 লিটার
Q. NH4NO2 → N2 + 2H2O সমীকরণ অনুসারে, 64 g NH4NO2-এর বিয়োজনে উৎপন্ন N₂-এর পরিমাণ-
(a) 14 g
(b) 28 g
(c) 32 g
(d) 40 g
Answer – (b) 28 g
Entrance Exam Preparation For ANM GNM
Q. কোনো যৌগের আণবিক সংকেত = n × _
(a) আণবিক ভর
(b) স্থূল সংকেত
(c) অণুর সংখ্যা
(d) কোনোটিই নয়
Answer – (b) স্থূল সংকেত
Q. একই চাপ ও উষ্নতায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তন অনুপাত জানা যায় যদি পদার্থ গুলির ভৌত অবস্থা হয়-
(a) কঠিন
(b) তরল
(c) গ্যাসীয়
(d) কোনোটিই নয়
Answer – (c) গ্যাসীয়
Q. বাষ্পঘনত্ব একটি _ রাশি
(a) স্কেলার রাশি
(b) ভেক্টর রাশি
(c) একক যুক্ত রাশি
(d) একক বিহীন রাশি
Answer – (d) একক বিহীন রাশি
Q. CO₂-এর বাষ্প ঘনত্ব হল-
(a) 22
(b) 44
(c) 88
(d) কোনোটিই নয়
Answer – (a) 22
Q. বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে ভরের পার্থক্য-
(a) নিম্নশক্তির রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায়
(b) সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায়
(c) উচ্চশক্তির রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায়
(d) কখনোই দেখা যায় না।
Answer – (c) উচ্চশক্তির রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায়
Q. 1g ভরের তুল্যশক্তি হল __ ক্যালোরি।
(a) 2.15×10¹³
(b) 1.15×10¹³
(c) 2.15×10²³
(d) 2.15×10¹²
Answer – (a) 2.15×10¹³
Important Physical Science MCQ Questions For ANM GNM
Q. 44 g FeS থেকে প্রাপ্ত H₂S-এর STP-তে আয়তন-
(a) 22.4 L
(b) 11.2 L
(c) 44.8 L
(d) কোনোটিই নয়
Answer – (b) 11.2 L
Q. যেকোন উষ্নতায় পদার্থের বাষ্প ঘনত্বের মান-
(a) পরিবর্তিত হয়
(b) একই থাকে
(c) পদার্থের ওপর নির্ভরশীল
(d) কোনোটিই নয়
Answer – (b) একই থাকে
Q. একটি গ্যাসীয় পদার্থের সংকেত হল (CO)x । এটির বাষ্প ঘনত্ব 70 হলে, x-এর মান হবে-
(a) 5
(b) 12
(c) 10
(d) কোনোটিই নয়
Answer – (a) 5
Q. 4 মোল Na-এর জলের সঙ্গে বিক্রিয়ায় STP-তে উৎপন্ন H₂ গ্যাসের আয়তন হবে-
(a) 22.4 L
(b) 44.8 L
(c) 11.2 L
(d) 5.6 L
Answer – (b) 44.8 L
Q. 2 মোল N₂-এর সঙ্গে 6 মোল H₂ -এর NH3 গ্যাসের মোল সংখ্যা- বিক্রিয়ায় উৎপন্ন
(a) 6 মোল
(b) 2 মোল
(c) 8 মোল
(d) 4 মোল
Answer – (d) 4 মোল
Q. একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22 হলে STP-তে গ্যাসটির 44 g পরিমান এর আয়তন হবে-
(a) 11.2 L
(b) 5.6 L
(c) 22.4 L
(d) 44.8 L
Answer – (c) 22.4 L