Q. কিডনির নন-এক্সক্রিটরি কাজ হল-
(a) রেনিন-অ্যাঞ্জিওটেনসিন
(b) এরিথ্রোপোয়েটিন
(c) বিলিরুবিন
(d) ‘a’ এবং ‘b’ উভয়েই
Answer – (d) ‘a’ এবং ‘b’ উভয়েই
Q. টায়ালিন উৎসেচকটি পাওয়া যায়-
(a) লালারসে
(b) পিত্তরসে
(c) পাকরসে
(d) অগ্ন্যাশয় রসে
Answer – (a) লালারসে
Q. নিম্নের মধ্যে কোন্ টি পিত্তলবণ?
(a) বিলিরুবিন
(b) কোলেস্টেরল
(c) মিউসিন
(d) সোডিয়াম টোরোকোলেট
Answer – (d) সোডিয়াম টোরোকোলেট
Q. নিম্নের কোন্ টি রক্তরসে পাওয়া যায়?
(a) ল্যাক্টো-অ্যালবুমিন
(b) মায়ো-অ্যালবুমিন
(c) সিরাম-অ্যালবুমিন
(d) এগ-অ্যালবুমিন
Answer – (c) সিরাম-অ্যালবুমিন
Q. P.C.V (Packed cell volume) কোন্ যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়?
(a) হিমোটোক্রিট
(b) ভিসকোমিটার
(c) ডগ্লাস্ ব্যাগ্
(d) স্টেথোস্কোপ
Answer – (a) হিমোটোক্রিট
Q. ক্লোরোফিল b-এর রাসায়নিক সংকেত-
(a) C55H70O6N4Mg
(b) C35H32O5N4Mg
(c) C55H72O6N4Mg
(d) C54H70O6N4Mg
Answer – (a) C55H70O6N4Mg
Q. অ্যানোক্সিজেনিক ব্যাকটেরিয়া-
(a) রাইজোবিয়াম
(b) ই. কোলাই
(c) থায়োব্যাসিলাস
(d) ক্লসট্রিডিয়াম
Answer – (a) রাইজোবিয়াম
Q. কুমিরের হৃদপিণ্ডে-
(a) একটি অলিন্দ ও একটি নিলয় থাকে
(b) দু’টি অলিন্দ ও একটি অসম্পূর্ণ নিলয় থাে
(c) দু’টি অলিন্দ ও একটি নিলয় থাকে
(d) দু’টি অলিন্দ ও দুটি নিলয় থাকে
Answer – (d) দু’টি অলিন্দ ও দুটি নিলয় থাকে
Q. ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হল-
(a) K, C, H, N, Mg
(b) C, H, O, N, Mn
(c) C, H, O, N, Mg
(d) C, H, O, N, Fe
Answer – (c) C, H, O, N, Mg
Q. পরিবেশের O₂ ও CO₂ এর ভারসাম্য বজায় থাকে নিম্নলিখিত কোন্ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে?
(a) সালোকসংশ্লেষ দ্বারা
(b) শ্বসন দ্বারা
(c) সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা
(d) শ্বসন ও রেচন দ্বারা
Answer – (c) সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা
ANM GNM Life Science Preparation
Q. বানতেল পাওয়া যায় কোন্ উদ্ভিদ থেকে?
(a) বট
(b) শাল
(c) রবার
(d) লবঙ্গ
Answer – (d) লবঙ্গ
Q. মানবদেহের মূত্রের pH হল-
(a) 9.00
(b) 6.00
(c) 8.00
(d) 2.000
Answer – (b) 6.00
Q. রক্তের প্রকৃতি-
(a) আম্লিক
(b) ক্ষারীয়
(c) নিষ্ক্রিয়
(d) যে কোন প্রকৃতির
Answer – (b) ক্ষারীয়
Q. মানবরক্তের, অক্সিজেন বাহক হল-
(a) মিথেমোগ্লোবিন
(b) হিমোগ্লোবিন
(c) হিমোসায়ানিন
(d) Fe
Answer – (b) হিমোগ্লোবিন
Q. কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়?
(a) Vit B6
(b) Vit D
(c) Vit P
(d) Vit C
Answer – (b) Vit D
Q. বর্ণালীর কোন রং-এ সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয়?
(a) লাল ও নীল
(b) হলুদ ও নীল
(c) নীল ও বেগুনীর
(d) লাল ও হলুদ
Answer – (a) লাল ও নীল
Q. কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি হয়?
(a) ভিটামিন A
(b) ভিটামিন E
(c) ভিটামিন D
(d) ভিটামিন C
Answer – (d) ভিটামিন C
Life Science Question for ANM And GNM
Q. দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে?
(a) Fe এবং ভিটামিন C
(b) Ca এবং ভিটামিন C
(c) ভিটামিন A এবং Ca
(d) ভিটামিন A এবং Fe
Answer – (a) Fe এবং ভিটামিন C
Q. শ্বসনে মোট কত অণু ATP উৎপন্ন হয়?
(a) 15 অণু
(b) 30 অণু
(c) 8 অণু
(d) 38 অণু
Answer – (d) 38 অণু
Q. পিত্তরসে কোন উৎসেচকটি থাকে?
(a) অ্যামাইলেজ
(b) ট্রিপসিন
(c) লাইপেজ
(d) কোন উৎসেচকই থাকে না
Answer – (d) কোন উৎসেচকই থাকে না
Q. কোন স্তন্যপায়ীর হৃৎস্পন্দন সবচেয়ে কম?
(a) হাতি
(b) নীল তিমি
(c) গণ্ডার
(d) ইঁদুর
Answer – (b) নীল তিমি
Q. হৃৎ উৎপাদে প্রতি ‘stroke volume’ এর পরিমাণ-
(a) 40 মিলি
(b) 50 মিলি
(c) 70 মিলি
(d) 80 মিলি
Answer – (c) 70 মিলি
Q. নেফ্রনে জলের পুনঃশোষণে প্রয়োজনীয় হরমোন হল-
(a) ADH
(b) MSH
(c) STH
(d) LTH
Answer – (a) ADH
Q. ডাই ইউরেটিক পদার্থ হল-
(a) কফি ও অ্যালকোহল
(b) ডিম ও মাংস
(c) চিংড়িমাছ ও কাঁকড়া
(d) বাদাম ও ঘি
Answer – (a) কফি ও অ্যালকোহল
ANM GNM
Q. ‘সেরুমেন’ হল কর্ণকুহরে ত্বকের নিঃসৃত-
(a) ঘর্ম
(b) জলীয় পদার্থ
(c) সিবাম
(d) ফ্যাটি অ্যাসিড
Answer – (c) সিবাম
Q. একটি সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড হল-
(a) লাইসিন
(b) ট্রিপটোফ্যান
(c) মেথিওনিন
(d) হিস্টিডিন
Answer – (c) মেথিওনিন
Q. গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যা ঘটে তা হল-
(a) গ্লুকোজ থেকে গ্লাইকোজেন
(b) গ্লাইকোজেন থেকে গ্লুকোজ
(c) প্রোটিন থেকে গ্লাইকোজেন
(d) ফ্যাট থেকে গ্লাইকোজেন
Answer – (b) গ্লাইকোজেন থেকে গ্লুকোজ
Q. ল্যাকটিয়াল পৌষ্টিকতন্ত্রের যে অংশে পাওয়া যায়-
(a) মুখবিবর
(b) পাকস্থলী
(c) ক্ষুদ্রান্ত্র
(d) বৃহদন্ত্র
Answer – (a) মুখবিবর
Q. লোহিত রক্তকণিকার প্রোজেনিটর হল-
(a) নরমোব্লাস্ট
(b) মায়েলোসাইট
(c) মায়েলোব্লাস্ট
(d) হিমোসাইটোব্লাস্ট
Answer – (c) মায়েলোব্লাস্ট
Q. নিঃশ্বাস বায়ুতে CO₂ এর শতকরা ঘনমান হল-
(a) 4.0 Vol%
(b) 5.5 Vol%
(c) 0.04 Vol%
(d) 14.2 Vol%
Answer – (c) 0.04 Vol