ANM/GNM Mock Test in Bengali

Q. থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কি করা হয়?

(a) থার্মোমিটারকে জলের মধ্যে আংশিক ডুবিয়ে রাখা হয়
(b) থার্মোমিটারকে জলের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে রাখা হয়
(c) থার্মোমিটারকে জলের সাথে স্পর্শ করে রাখা হয়
(d) থার্মোমিটারকে জলের কিছুটা ওপরে রাখা হয়
Answer – (d) থার্মোমিটারকে জলের কিছুটা ওপরে রাখা হয়

Q. ডাক্তারী থার্মোমিটারের সাহায্যে সর্বনিম্ন কত উষ্নতা মাপা যায়?

(a) 90°F
(b) 95°F
(c) 98°F
(d) 85°F
Answer – (b) 95°F

Q. সেঁক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কেন?

(a) জলের আপেক্ষিক তাপবেশি
(b) জল সহজলভ্য
(c) জল বিনামূল্যে পাওয়া যায়
(d) জল সেঁক দেওয়ার যন্ত্রের মধ্যে সহজে প্রবেশ করানো যায়
Answer – (a) জলের আপেক্ষিক তাপবেশি

Q. 0°C উষ্নতায় 5 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে?

(a) 200
(b) 400
(c) 800
(d) 1600
Answer – (b) 400

Q. থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন?

(a) আয়তন প্রসারণ গুণাঙ্ক কম
(b) তাপগ্রাহিতা বেশি
(c) আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি
(d) কোনটাই নয়
Answer – (c) আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি

Q. জলে সাধারণ লবণ দ্রবীভূত থাকলে জলের স্ফুটনাঙ্কের কী পরিবর্তন হয়?

(a) 9°C বেড়ে যায়
(b) 9°C কমে যায়
(c) কোন পরিবর্তন ঘটে না
(d) 20°C বেড়ে যায়
Answer – (a) 9°C বেড়ে যায়

Q. কোথায় চাল-ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়?

(a) সমুদ্রের উপকূলে
(b) দার্জিলিং
(c) খনির মধ্যে
(d) এভারেস্টের চূড়ায়
Answer – (c) খনির মধ্যে

Preparation for GNM/ANM

Q. ডাক্তারী থার্মোমিটারের প্রত্যেক ভাগের মান কত?

(a) 1°F
(b) 0.1°F
(c) 2°F
(d) 0.2°F
Answer – (d) 0.2°F

Q. কোন থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়?

(a) পারদ থার্মোমিটার
(b) সেলসিয়াস থার্মোমিটার
(c) ফারেনহাইট থার্মোমিটার
(d) ডাক্তারী থার্মোমিটার
Answer – (d) ডাক্তারী থার্মোমিটার

Q. বাষ্পীভবনের হার নির্ভর করে না-

(a) তরলের উন্নতার ওপর
(b) তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর
(c) তরলের মোট ভরের ওপর
(d) বায়ুর চাপের ওপর
Answer – (c) তরলের মোট ভরের ওপর

Q. ডাক্তারী থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্নতা পর্যন্ত মাপা যায়?

(a) 98°F
(b) 95°F
(c) 110°F
(d) 121°F
Answer – (c) 110°F

Q. বরফের সাথে লবণ মিশ্রিত করলে হিমাঙ্ক-

(a) কমে যায়
(b) অপরিবর্তিত থাকে
(c) বেড়ে যায়
(d) প্রথমে কমে তারপর বাড়ে
Answer – (a) কমে যায়

Q. তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাব্যতা কমে যায় এরূপ যৌগ হল-

(a) সোডিয়াম ক্লোরাইড
(b) গ্লবার লবণ
(c) কলিচুন
(d) সোডিয়াম কার্বনেট
Answer – (c) কলিচুন

GNM/ANM Important Question Answer in Bengali

Q. হিমমিশ্রের তাপমাত্রা কত?

(a) -0°C
(b) -23°C
(c) -20°C
(d) -27°C
Answer – (b) -23°C

Q. কত ডিগ্রি উষ্নতায় ফারেনহাইট স্কেলের পাঠ, সেন্টিগ্রেড স্কেলের পাঠে পাঁচগুণ হবে?

(a) – 40 ডিগ্রি
(b) 40 ডিগ্রি
(c) 10 ডিগ্রি
(d) 8 ডিগ্রি
Answer – (c) 10 ডিগ্রি

Q. পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল, কারণ-

(a) পরিবহন
(b) পরিচলন
(c) বিকিরণ
(d) ব্যাপন
Answer – (c) বিকিরণ

Q. 100 ডিগ্রি সেলসিয়াস উষ্নতায় 1 গ্রাম স্টিম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্নতায় কত গ্রাম বরফকে গলাতে পারবে?

(a) 80/540 গ্রাম
(b) 8 কেজি
(c) 540/80 গ্রাম
(d) 8 গ্রাম
Answer – (d) 8 গ্রাম

Q. তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক -183°C, ফারেনহাইট স্কেলে তা হবে-

(a) -210°
(b) -297°
(c) -310°
(d) -369°
Answer – (b) -297°

Q. 0°C উন্নতায় 10 গ্রাম বরফ ও 10°C উয়তায় 10 গ্রাম জল মেশানো হল। মিশ্রণের উন্নতা হবে-

(a) 1°C
(b) 0°C
(c) 10°C
(d) 5°C
Answer – (d) 5°C

Physical Science MCQ Question Set

Q. তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাব্যতা কমে যায় এরূপ যৌগ হল-

(a) সোডিয়াম ক্লোরাইড
(b) গ্লবার লবণ
(c) কলিচুন
(d) সোডিয়াম কার্বনেট
Answer – (c) কলিচুন

Q. শব্দ একপ্রকার-

(a) অনুভূতি
(b) শক্তি
(c) বল
(d) পদার্থ
Answer – (b) শক্তি

Q. কম্পাঙ্ক (n) ও পর্যায়কাল (T)-এর মধ্যে সম্পর্ক হল-

(a) T= 1/n
(b) n = T²
(c) n=T
(d) T= n²
Answer – (a) T= 1/n

Q. কোন্ টি কম্পাঙ্কের একক নয়?

(a) r.p.s
(b) S
(c) c.p.s
(d) Hz
Answer – (b) S

Q. ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে, ‘শব্দ নির্বন্ধ’ এর মান হবে-

(a) 5 সেকেন্ড
(b) 1/5 সেকেন্ড
(c) 10 সেকেন্ড
(d) 1/10 সেকেন্ড
Answer – (d) 1/10 সেকেন্ড

Q. বিস্তার-এর S.I. একক-

(a) সেমি/সে.
(b) মি/সে.
(c) মিটার
(d) সেমি
Answer – (c) মিটার

Preparation for Entrance Exam Nursing ANM/GNM

Q. শব্দ কোন্ মাধ্যম দিয়ে যেতে পারে না?

(a) জল
(b) বায়ু
(c) লোহা
(d) শূন্যস্থান
Answer – (d) শূন্যস্থান

Q. আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত তরঙ্গে কম্পাঙ্ক-

(a) 20 Hz-এর কম
(b) 330 Hz
(c) 20 Hz থেকে 20000 Hz এর মধ্যে
(d) 20000 Hz এর বেশি
Answer – (d) 20000 Hz এর বেশি

Q. ‘অষ্টক’-এর কম্পাঙ্ক মূলসুর-এর কম্পাঙ্কের-

(a) 2 গুন
(b) 4 গুন
(c) 6 গুন
(d) 8 গুন
Answer – (a) 2 গুন

Q. ‘স্বনক’ হল শব্দের-

(a) কম্পন
(b) বিস্তার
(c) প্রতিফলক
(d) উৎস
Answer – (d) উৎস

Q. পর্যায়কাল (T)-এর মাত্রা হবে-

(a) [L]
(b) [LT-¹]
(c) [LT-²]
(d) [T]
Answer – (d) [T]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top