Q. ওজোন স্তর ধ্বংসে মুখ্য ভূমিকা নেয়-
(a) O2
(b) NO
(c) NO₂
(d) CFC
Answer – (d) CFC
Q. ওজোন স্তরে যে রশ্মি শোষিত হয়-
(a) আলফা-রশ্মি
(b) বিটা-রশ্মি
(c) গামা-রশ্মি
(d) UV -রশ্মি
Answer – (d) UV -রশ্মি
Q. বিশ্ব উন্নায়নে কোন্ গ্যাসের অবদান সর্বাধিক?
(a) CO₂
(b) NO2
(c) CH4
(d) CFC
Answer – (a) CO₂
Q. পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়?
(a) নিরক্ষীয় অঞ্চল
(b) মেরু অঞ্চল
(c) ক্রান্তীয় অঞ্চল
(d) উপকূলীয় অঞ্চল
Answer – (b) মেরু অঞ্চল
Q. গ্রীনহাউস এফেক্টের জন্য দায়ী-
(a) X- রশ্মি
(b) UV- রশ্মি
(c) Y- রশ্মি
(d) ইনফ্রারেড রশ্মি
Answer – (d) ইনফ্রারেড রশ্মি
Q. জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস আসলে-
(a) CH4
(b) C2H4
(c) CO2
(d) CO
Answer – (a) CH4
ANM/GNM Entrance Mock Test in Bengali
Q. ওজোন স্তর ধ্বংস করে-
(a) P205
(b) O2
(c) NO, NO2
(d) CO2, CO
Answer – (c) NO, NO2
Q. নীচের কোনটি গ্রীনহাউস গ্যাস নয়?
(a) CFC
(b) O2
(c) CO2
(d) CH4
Answer – (b) O2
Q. ওজোন স্তরের ঘনত্বকে প্রকাশ করা হয় যে এককে-
(a) MU
(b) DU
(c) FU
(d) AU
Answer – (b) DU
Q. ওজোনস্তর ধ্বংসে সর্বাধিক অবদান-
(a) CO
(b) CH4
(c) CO₂
(d) CFC
Answer – (d) CFC
Q. বায়ুমণ্ডলে ওজোনস্তর সৃষ্টির কারণ-
(a) ভৌত পরিবর্তন
(b) আলোক রাসায়নিক বিক্রিয়া
(c) নিউক্লিয় সংযোজন
(d) নিউক্লিয় বিভাজন
Answer – (b) আলোক রাসায়নিক বিক্রিয়া
Q. রেডিয়ো যোগোযোগ ব্যবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হয়-
(a) থার্মোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) ট্রপোস্ফিয়ার
(d) এক্সোস্ফিয়ার
Answer – (a) থার্মোস্ফিয়ার
Important Question Answer in Bengali For ANM GNM
Q. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে?
(a) থার্মোস্ফিয়ার
(b) ট্রপোস্ফিয়ার
(c) স্ট্র্যাটোস্ফিয়ার
(d) ম্যাগনেটোস্ফিয়ার
Answer – (c) স্ট্র্যাটোস্ফিয়ার
Q. অধিকতম বায়ু দূষণ ঘটে-
(a) মেসোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) থার্মোস্ফিয়ার
(d) ট্রপোস্ফিয়ার
Answer – (d) ট্রপোস্ফিয়ার
Q. বায়ুমণ্ডলের CO₂ বৃদ্ধিতে সাহায্যকারী প্রক্রিয়া-
(a) বাষ্পীভবন
(b) পাতন
(c) দহন
(d) আস্রাবন
Answer – (c) দহন
Q. শীত প্রধান দেশে যে কাচের ঘরের মধ্যে গাছ রাখা হয়, তাকে বলে-
(a) গ্রীনহাউস
(b) হোয়াইট হাউস
(c) ব্লু হাউস
(d) গ্লাস হাউস
Answer – (a) গ্রীনহাউস
Q. সমস্ত শক্তির উৎস হল-
(a) সূর্য
(b) সমুদ্রের জল
(c) বায়ু
(d) জীবাশ্ম জ্বালানি
Answer – (a) সূর্য
Q. কোন্ টি অপ্রচলিত শক্তি নয়?
(a) বায়ুশক্তি
(b) সৌরশক্তি
(c) ভূ-তাপ শক্তি
(d) ডিজেল
Answer – (d) ডিজেল
ANM GNM Preparation
Q. কোন্ টি জীবাশ্ম জ্বালানি নয়?
(a) পেট্রোল
(b) ডিজেল
(c) কয়লা
(d) ইথানল
Answer – (d) ইথানল
Q. কোন্ টি জীবাশ্ম জ্বালানি নয়?
(a) পেট্রোল
(b) সৌরশক্তি
(c) কয়লা
(d) ডিজেল
Answer – (b) সৌরশক্তি
Q. বায়ুমণ্ডলে শীতলতম স্তর-
(a) মেসোস্ফিয়ার
(b) অক্সোস্ফিয়ার
(c) ট্রপোস্ফিয়ার
(d) স্ট্র্যাটোস্ফিয়ার
Answer – (a) মেসোস্ফিয়ার
Q. একটি অপ্রচলিত শক্তির উৎস-
(a) পেট্রোল
(b) ডিজেল
(c) কেরোসিন
(d) বায়োগ্যাস
Answer – (d) বায়োগ্যাস
Q. বেতার তরঙ্গ প্রতিফলিত করে-
(a) আয়নোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) এক্সোস্ফিয়ার
(d) ম্যাগনেটোস্ফিয়ার
Answer – (a) আয়নোস্ফিয়ার
Q. বায়োমাস কী?
(a) প্রাণীজ বা উদ্ভিজ বর্জ্যপদার্থ
(b) পেট্রোল
(c) যে ভরের মধ্যে কার্বন থাকে না
(d) মাটি চাপা পড়া উদ্ভিদ
Answer – (a) প্রাণীজ বা উদ্ভিজ বর্জ্যপদার্থ
GNM ANM Physical Science MCQ Question
Q. Fire ice হল-
(a) CO₂
(b) CH₄
(c) মিথানল
(d) মিথেন হাইড্রেড
Answer – (d) মিথেন হাইড্রেড
Q. প্রধান গ্রীনহাউস গ্যাস-
(a) N₂O
(b) CH4
(c) CO₂
(d) CFC
Answer – (c) CO₂
Q. বায়োগ্যাসের প্রধান উপাদান-
(a) H₂
(b) 02
(c) C₂H₂
(d) CH4
Answer – (d) CH4
Q. পৃথিবীর গড় উষ্নতা বৃদ্ধির ঘটনাকে বলে?
(a) অতি পৌষ্টিকতা
(b) বিশ্ব উষ্নয়ন
(c) ওজোন গহ্বর
(d) শান্তমণ্ডল
Answer – (b) বিশ্ব উষ্নয়ন
Q. একটি অপ্রচলিত শক্তির উৎস হল-
(a) কয়লা
(b) প্রাকৃতিক গ্যাস
(c) সৌরশক্তি
(d) পারমাণবিক শক্তি
Answer – (c) সৌরশক্তি
Q. বায়ুশক্তি উৎপাদনে টারবাইনের ন্যূনতম বেগ-
(a) 15 Km/hr.
(b) 30 Km/hr.
(c) 25 Km/hr.
(d) 10 Km/hr.
Answer – (a) 15 Km/hr.