ANM/GNM & JENPAS UG Mock Test in Bengali

Q. বায়ুতে শব্দের বেগ-

(a) 332 মিটার/সেকেন্ড
(b) 300 মিটার/সেকেন্ড
(c) 1230 মিটার/সেকেন্ড
(d) 225 মিটার/সেকেন্ড
Answer – (a) 332 মিটার/সেকেন্ড

Q. কম্পাঙ্কের একক-

(a) মিটার
(b) হাৎর্জ
(c) ল্যামডা
(d) ভোল্ট
Answer – (b) হাৎর্জ

Q. রাডারের (Radar) প্রযুক্তি কিসের ওপর নির্ভরশীল?

(a) শব্দ তরঙ্গ (Sound Waves)
(b) বেতার তরঙ্গ (Radio waves)
(c) বৈদ্যুতিক তরঙ্গ (Electric Waves)
(d) আল্ট্রাসোনিক তরঙ্গ (Ultrasonic Waves)
Answer – (b) বেতার তরঙ্গ (Radio waves)

Q. শব্দতরঙ্গ সবচেয়ে বেশি গতিতে ভ্রমণ করে-

(a) মাধ্যমহীন অবস্থায়
(b) ইস্পাতের মধ্য দিয়ে
(c) জলের মধ্য দিয়ে
(d) বায়ুর মধ্য দিয়ে
Answer – (b) ইস্পাতের মধ্য দিয়ে

Q. ‘প্রতিধ্বনি’ শব্দতরঙ্গের __ এর সাথে যুক্ত।

(a) প্রতিসরণ
(b) শোষণ
(c) প্রতিফলন
(d) অপবর্তন
Answer – (c) প্রতিফলন

Q. কোন শব্দের তীব্রতা 1 এবং কম্পাঙ্ক n হলে, কোন সম্পর্কটি সঠিক?

(a) 1∞ n
(b) 1∞ n²
(c) 1∞ 1/n
(d) 1∞ 1/n²
Answer – (b) 1∞ n²

ANM/GNM Physical Science Mock Test

Q. একটি সরল দোলকের দৈর্ঘ্য 4% বাড়লে দোলকটির পর্যায়কালের পরিবর্তন কী হবে?

(a) 4% বাড়বে
(b) 4% কমবে
(c) 2% বাড়বে
(d) 2% কমবে
Answer – (c) 2% বাড়বে

Q. বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দগুলির কোনটি সর্বদা পৃথক হয়?

(a) প্রাবল্য
(b) তীক্ষ্ণতা
(c) জাতি
(d) সব ক’টি
Answer – (c) জাতি

Q. মানুষ সেকেন্ডে ক’টির বেশী পদাংশ উচ্চারণ করতে পারে না?

(a) 1টি
(b) 5টি
(c) 10টি
(d) 15টি
Answer – (b) 5টি

Q. নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?

(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন
(c) কপার
(d) কাচ
Answer – (d) কাচ

Q. ডেসিবেল (Decibel) হল-

(a) একটি বাদ্যযন্ত্র
(b) শব্দের তীব্রতার লেভেল
(c) শব্দের পরিমাপ
(d) শব্দের তরঙ্গ দৈর্ঘ্য
Answer – (b) শব্দের তীব্রতার লেভেল

Q. সেতার থেকে নির্গত শব্দ কী প্রকারের?

(a) অনুদৈর্ঘ্য স্থির তরঙ্গ
(b) তীর্যক চল তরঙ্গ
(c) তীর্যক স্থির তরঙ্গ
(d) অনুদৈর্ঘ্য চল তরঙ্গ
Answer – (a) অনুদৈর্ঘ্য স্থির তরঙ্গ

Important Question Answer in Bengali

Q. নিম্নোক্ত কোন্ ক্ষেত্রে শব্দের বেগ সর্বাধিক হয়?

(a) 30°C উয়তায় আর্দ্র বায়ু
(b) 0°C উন্নতায় আর্দ্র বায়ু
(c) 30°C উয়তায় শুষ্ক বায়ু
(d) 0°C উয়তায় শুষ্ক বায়ু
Answer – (a) 30°C উয়তায় আর্দ্র বায়ু

Q. কম্পাঙ্কের একক হল-

(a) কিউরি
(b) হার্জ
(c) আর্গ
(d) ভোল্ট
Answer – (b) হার্জ

Q. শব্দের গুণ নির্ধারিত হয় কার দ্বারা?

(a) শ্রাব্যতা
(b) কম্পাঙ্ক
(c) গতিবেগ
(d) বিস্তার
Answer – (b) কম্পাঙ্ক

Q. কোনও শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হওয়া প্রয়োজন?

(a) 12.6 মিঃ
(b) 14.6 মিঃ
(c) 15.6 মিঃ
(d) 16.6 মিঃ
Answer – (d) 16.6 মিঃ

Q. কোনও মাধ্যমে শব্দতরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন-

(a) তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়
(b) তরঙ্গ সঞ্চালনের অভিমুখের লম্বদিকে হয়
(c) যে কোনও একটি অভিমুখে হয়
(d) এলোমেলো ভাবে হয়
Answer – (a) তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়

Q. একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল-

(a) কমে যায়
(b) বেড়ে যায়
(c) দ্বিগুণ হয়
(d) অর্ধেক হয়
Answer – (b) বেড়ে যায়

GNM/ANM Nursing Entrance Exam Preparation

Q. একটি দোলককে জলের মধ্যে দোলালে তার দোলনকাল-

(a) একই থাকবে
(b) হ্রাস পাবে
(c) বৃদ্ধি পাবে
(d) উপরের কোনটিই নয়
Answer – (b) হ্রাস পাবে

Q. বায়ুতে শব্দের গতিবেগ 340 মিটার / সেকেন্ড। উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 17 সেন্টিমিটার হলে, স্বনকের কম্পাঙ্ক হবে-

(a) 20 হার্ৎজ
(b) 2000 হার্ৎজ
(c) 1 মেগাহার্ৎজ
(d) মেগাহার্ৎজ
Answer – (b) 2000 হার্ৎজ

Q. নীচের কোনটি গ্রীনহাউস গ্যাস নয়?

(a) অক্সিজেন
(b) মিথেন
(c) কার্বন ডাই অক্সাইড
(d) জলীয় বাষ্প
Answer – (a) অক্সিজেন

Q. ওজোন স্তরকে ক্ষয় করে না-

(a) CO₂
(b) NO
(c) NO₂
(d) CFC
Answer – (a) CO₂

Q. সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে-

(a) স্ট্র্যাটোস্ফিয়ার
(b) মেসোস্ফিয়ার
(c) ওজোনোস্ফিয়ার
(d) ম্যাগনেটোস্ফিয়ার
Answer – (c) ওজোনোস্ফিয়ার

Q. ওজোন স্তরের সর্বাধিক ক্ষতি করে-

(a) CFC
(b) CH4
(c) UV রশ্মি
(d) গ্লোবাল ওয়ার্মিং
Answer – (a) CFC

GNM/ANM Question Answer in Bengali

Q. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান-

(a) N2
(b) CH4
(c) O2
(d) CO2
Answer – (b) CH4

Q. ইলেকট্রিক মোটরের স্পার্কিং হতে থাকলে যে গন্ধ পাওয়া যায়, তা হল-

(a) NO
(b) N2
(c) NH3
(d) O3
Answer – (d) O3

Q. আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য-

(a) দামে সস্তা
(b) উচ্চ তাপনমূল্য
(c) উচ্চ জ্বলনাঙ্ক
(d) জলীয় বাষ্পযুক্ত
Answer – (b) উচ্চ তাপনমূল্য

Q. সমুদ্র পৃষ্ঠের উপরের বায়ুস্তরটি হল-

(a) থার্মোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) ট্রপোস্ফিয়ার
Answer – (d) ট্রপোস্ফিয়ার

Q. ক্সুটজেন ও দুজন সহবিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যে কাজের জন্য-

(a) ওজোনস্তর
(b) ন্যানো পদার্থ
(c) অম্লবৃষ্টি
(d) CFC আবিষ্কার
Answer – (a) ওজোনস্তর

Q. কোনটি গ্রীনহাউস গ্যাস নয়?

(a) N2
(b) N2O
(c) CO2
(d) CH4
Answer – (a) N2

Scroll to Top