Q. ওজনের SI একক কী?
(a) কেজি
(b) কুইন্টাল
(c) নিউটন
(d) টন
Answer – (c) নিউটন
Q. ‘স্টপ ওয়াচ’ কে আবিষ্কার করেন?
(a) বার্থোলমিউ ম্যানফ্রডি
(b) স্যামুয়েল ওয়াটসন
(c) টরিসেলি
(d) হ্যারিসন
Answer – (b) স্যামুয়েল ওয়াটসন
Q. এক সের = কত কিলোগ্রাম?
(a) 1000
(b) 900
(c) 0.933
(d) 0.977
Answer – (c) 0.933
Q. এক ফ্যাদাম = কত ফুট?
(a) 5
(b) 6
(c) 10
(d) 12
Answer – (b) 6
Q. কোন এককের সাহায্যে ঘোড়ার উচ্চতা পরিমাপ করা হয়?
(a) ফুট
(b) হ্যান্ডস
(c) মিটার
(d) ইঞি
Answer – (b) হ্যান্ডস
Q. গ্রীক অক্ষর ‘নিউ’ দিয়ে নিচের কোনটিকে প্রকাশ করা হয়?
(a) শব্দ তরঙ্গ
(b) পর্যায় কাল
(c) কম্পাঙ্ক
(d) কোনটাই নয়
Answer – (c) কম্পাঙ্ক
GNM ANM Nursing Entrance Mock Test in Bengali
Q. ক্যারেট কিসের একক?
(a) ওজন
(b) ভর
(c) আয়তন
(d) ঘনত্ব
Answer – (b) ভর
Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ টি সবচেয়ে দুর্বল?
(a) গ্র্যাভিটেশনাল ফোর্স
(b) ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স
(c) নিউক্লিয়ার ফোর্স
(d) ইলেক্ট্রো ম্যাগনেটিক ফোর্স
Answer – (a) গ্র্যাভিটেশনাল ফোর্স
Q. 12 ইঞ্চি বা এক ফুট দৈর্ঘ্য প্রায় কতটা?
(a) 0.2848 মিটার
(b) 0.2932 মিটার
(c) 0.3048 মিটার
(d) এদের কোনওটিই নয়
Answer – (c) 0.3048 মিটার
Q. 1 বর্গমিটার কত বর্গফুটের সমান?
(a) 9.84 বর্গফুট
(b) 10.76 বর্গফুট
(c) 11.44 বর্গফুট
(d) এর কোনোটিই নয়
Answer – (b) 10.76 বর্গফুট
Q. তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম-
(a) টেনসিমিটার
(b) ট্যাকোমিটার
(c) টেনসিওমিটার
(d) হাইড্রোমিটার
Answer – (c) টেনসিওমিটার
Q. নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোন্ টি ভেক্টর রাশি?
(a) ভর
(b) ত্বরণ
(c) বল
(d) রোধ
Answer – (c) বল
Preparation for ANM GNM
Q. ক্রোনোমিটার কে আবিষ্কার করেন?
(a) আলেকজান্ডার পার্কস,
(b) জন হ্যারিসন
(c) কার্ল বেনজ
(d) ফ্রেড মরিসন
Answer – (b) জন হ্যারিসন
Q. ত্রিমাসিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে কী বলা হয়?
(a) ফোলোগ্রাফি
(b) লেক্সিকোগ্রাফি
(c) অডিওগ্রাফি
(d) হলোগ্রাফি
Answer – (d) হলোগ্রাফি
Q. এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়?
(a) ব্যারোমিটার
(b) পিকোমিটার
(c) থারমোমিটার
(d) হাইগ্রোমিটার
Answer – (b) পিকোমিটার
Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ টি সবচেয়ে দুর্বল?
(a) গ্র্যাভিটেশনার ফোর্স
(b) নিউক্লিয়ার ফোর্স
(c) ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স
(d) ইলেক্ট্রো ম্যাগনেটিক ফোর্স
Answer – (c) ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স
Q. সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ হল-
(a) চলন
(b) ঘূর্ণন গতি
(c) বৃত্তীয় গতি
(d) সরলদোলগতি
Answer – (c) বৃত্তীয় গতি
Q. সরণ-এর
(a) শুধু মান আছে
(b) মান ও অভিমুখ আছে
(c) শুধু অভিমুখ আছে
(d) মান ও অভিমুখ কিছুই নেই
Answer – (b) মান ও অভিমুখ আছে
ANM GNM MCQ Question Answer in Bengali
Q. সমবেগে গতিশীল বস্তুর
(a) ত্বরণ থাকে
(b) মন্দন থাকে
(c) ত্বরণ ক্রমশঃ বাড়তে থাকে
(d) ত্বরণ থাকে না
Answer – (d) ত্বরণ থাকে না
Q. মন্দনের S.I একক হবে-
(a) সেমি/সে²
(b) মি/সে
(c) মি/সে²
(d) সেমি/সে
Answer – (c) মি/সে²
Q. কোন্ টি সঠিক?
(a) ক্রিয়া ও প্রতিক্রিয়া বল অসমান
(b) ক্রিয়া ও প্রতিক্রিয়া একমুখী
(c) ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুতে ক্রিয়াশীল
(d) ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল
Answer – (d) ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল
Q. বেগ-সময় লেখচিত্রের নতি যা নির্দেশ করে, তা হল-
(a) সরণ
(b) বেগ
(c) ত্বরণ
(d) বল
Answer – (c) ত্বরণ
Q. ভর হল _ ‘র পরিমাপ (শূন্যস্থান পূরণ কর)
(a) ঘনত্ব
(b) বল
(c) জড়তা
(d) বেগ
Answer – (c) জড়তা
Q. নিউটন ও ডাইন-এর মধ্যে সম্পর্ক-
(a) IN = 10⁷dyn
(b) IN = 10³dyn
(c) IN = 10⁵dyn
(d) IN = 10 dyn
Answer – (c) IN = 10⁵dyn
Physical Science Question Answer for ANM GNM
Q. জাড্যের ধারণা পাই, নিউটনের কোন্ সূত্র থেকে?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) সবগুলি
Answer – (a) প্রথম
Q. ভরবেগের S.I একক হবে-
(a) g.cm/s
(b) kg. m/s
(c) N
(d) J
Answer – (b) kg. m/s
Q. বেগ-সময় লেখচিত্র ও সময়-অক্ষের মধ্যে ক্ষেত্রফল যা নির্দেশ করে, তা হল-
(a) সরণ
(b) বেগ
(c) ত্বরণ
(d) মন্দন
Answer – (a) সরণ
Q. নিউটনের কোন্ সূত্র থেকে ভরবেগ এর ধারণা পাওয়া যায়?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) যে কোনো একটি
Answer – (b) দ্বিতীয়
Q. নিউটনের কোন্ সূত্র রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) কোনটিই নয়
Answer – (c) তৃতীয়
Q. এক ব্যক্তি একটি সোজা রাস্তা ববাবর 100m গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে এল, এক্ষেত্রে সরণ-
(a) 100 মিটার
(b) 200 মিটার
(c) 300 মিটার
(d) 0 (শূন্য)
Answer – (d) 0 (শূন্য)