ANM / GNM & JENPAS UG Mock Test in Bengali

Q. উষ্নতার ওপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না-

(a) g L-¹ শক্তিমাত্রা
(b) mol L-¹ শক্তিমাত্রা
(c) ওজন শতাংশ
(d) আয়তনমাত্রিক শতাংশ
Answer – (c) ওজন শতাংশ

Q. কুয়াশা হল গ্যাসে-

(a) তরলের দ্রবণ
(b) গ্যাসের দ্রবণ
(c) গ্যাসে কার্বনের দ্রবণ
(d) কঠিনের দ্রবণ
Answer – (a) তরলের দ্রবণ

Q. 1000 ml 20% Ca(OH)2 দ্রবণে দ্রাব্যের পরিমাণ-

(a) 150 gm
(b) 50 gm
(c) 100 gm
(d) 200 gm
Answer – (d) 200 gm

Q. কোনো দ্রবণে প্রতি লিটারে 0.5 গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণের মাত্রা-

(a) 5 (M)
(b) 10 (M)
(c) 0.5 (M)
(d) 0.1 (M)
Answer – (c) 0.5 (M)

Q. ব্লুভিট্রিয়ল-এ কত অণু জল থাকে?

(a) 10
(b) 5
(c) 7
(d) 2
Answer – (b) 5

Q. তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়-

(a) CaSO4
(b) KNO3
(c) NH4CI
(d) NaCl
Answer – (a) CaSO4

Preparation for GNM ANM

Q. 25% K₂CO₃ দ্রবণের শক্তিমাত্রা-

(a) 25 gm
(b) 100 gm
(c) 250 gm
(d) 40 gm
Answer – (c) 250 gm

Q. প্রলম্বনের একটি উদাহরণ হল-

(a) চকের চূর্ণ
(b) আঠা
(c) চা
(d) তেল
Answer – (a) চকের চূর্ণ

Q. ‘গ্লবার সল্টের’ সংকেত হল-

(a) NH4Cl . 5H2O
(b) Na2SO4 . 10H2O
(c) NaOH
(d) NaCl
Answer – (b) Na2SO4 . 10H2O

Q. ‘সোডা ওয়াটার’-এর বিস্তৃত ও বিস্তার মাধ্যম হল-

(a) গ্যাস-কঠিন
(b) গ্যাস-তরল
(c) তরল-তরল
(d) তরল-গ্যাস
Answer – (b) গ্যাস-তরল

Q. জল ও ম্যাগনেশিয়াম হাইড্রোসাইডের কোলয়েডকে বলে-

(a) এরোসল
(b) ফোম
(c) মিল্ক অব্ ম্যাগনেশিয়াম
(d) জেল
Answer – (c) মিল্ক অব্ ম্যাগনেশিয়াম

Q. একটি সোদক কেলাস হল-

(a) মিথানল
(b) FeSO4 .7H2O
(c) আয়োডিন
(d) Cus
Answer – (b) FeSO4 .7H2O

ANM GNM Nursing Questions and Answers in Bengali

Q. KNO3-এর দ্রাব্যতা উন্নতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে-

(a) হ্রাস পায়
(b) হ্রাস-বৃদ্ধি হয়
(c) একই থাকে
(d) বৃদ্ধি পায়
Answer – (d) বৃদ্ধি পায়

Q. নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোন্ টি প্রশম?

(a) অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড
(b) কার্বন মনোক্সাইড
(c) সালফার ট্রাইঅক্সাইড
(d) নাইট্রোজেন ডাইঅক্সাইড
Answer – (b) কার্বন মনোক্সাইড

Q. ইমালসনে বিস্তৃত দশার কণার ব্যাস-

(a) 10-⁷ – 10-⁵ cm
(b) 10-³ cm
(c) 10-⁷ cm
(d) 10-⁴ cm – 10-⁵ cm
Answer – (a) 10-⁷ – 10-⁵ cm

Q. ইমালসন কারক হল-

(a) মাখন
(b) বালি
(c) ডিটারজেন্ট
(d) দুধ
Answer – (c) ডিটারজেন্ট

Q. প্রকৃত দ্রবণ (A) কোলয়েড দ্রবণ (B) ও প্রলম্বনের (C) কণাগুলির আকার বৃদ্ধির ক্রম হল-

(a) AC
(b) A B > C
(d) B<A<C
Answer – (b) A<B<C

Q. NaCl -এর দ্রাব্যতা লেখ-

(a) x অক্ষের সমান্তরাল
(b) x-y অক্ষের ওপর লম্ব ও বিচ্ছিন্ন
(c) y অক্ষের সমান্তরাল
(d) y অক্ষের ওপর লম্ব ও বিচ্ছিন্ন
Answer – (a) x অক্ষের সমান্তরাল

Physical Science MCQ Question Answer

Q. এরোসল হল-

(a) দুধ
(b) ধোঁয়া
(c) মাখন
(d) সাবানের ফেনা
Answer – (b) ধোঁয়া

Q. উর্ধ্বপাতন হয়-

(a) CuSO4
(b) চুন
(c) Na2S2O3
(d) কপূর
Answer – (d) কপূর

Q. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্থ করে-

(a) কেরোসিন
(b) ক্লোরোফর্ম
(c) অ্যাসিটোন
(d) CH₂OH
Answer – (d) CH₂OH

Q. ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হল-

(a) H₂SO
(b) H₂SO7
(c) H₂S₂O8
(d) H₂S₂O7
Answer – (d) H₂S₂O7

Q. আপেলে কোন অ্যাসিড থাকে?

(a) ফরমিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) ম্যালিক অ্যাসিড
(d) সাইট্রিক অ্যাসিড
Answer – (c) ম্যালিক অ্যাসিড

Q. মিথাইল অরেঞ্জ ক্ষার দ্রবণে কোন বর্ণ ধারণ করে?

(a) হলুদ
(b) বর্ণহীন
(c) কমলা
(d) লাল
Answer – (a) হলুদ

WB GNM ANM Entrance Exam Question Answer

Q. হাইড্রোজেনের সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু-

(a) He
(b) Cu
(c) Pb
(d) Zn
Answer – (d) Zn

Q. ধাতুর সক্রিয়তা উপর থেকে নীচে ক্রমশঃ-

(a) বৃদ্ধি পায়
(b) সমান
(c) হ্রাস পায়
(d) কোনোটিই নয়
Answer – (c) হ্রাস পায়

Q. লঘু HNO3-এর সঙ্গে NaOH-এর বিক্রিয়ায় উৎপন্ন হয়-

(a) গাঢ় HCI ও গাঢ় HNO3 -এর মিশ্রণ
(b) লঘু HCI ও Mg-এর মিশ্রণ
(c) H₂SO₄ ও HNO3-এর মিশ্রণ
(d) Cu ও Zn-এর মিশ্রণ
Answer – (a) গাঢ় HCI ও গাঢ় HNO3 -এর মিশ্রণ

Q. শিল্পক্ষেত্রে সার উৎপাদনে ব্যবহৃত হয়-

(a) HCI
(b) HNO3
(c) H3PO4
(d) NaOH
Answer – (b) HNO3

Q. প্রশম দ্রবণের pH -এর মান-

(a) 3
(b) 9
(c) 5
(d) 7
Answer – (d) 7

Q. একটি প্রশম অক্সাইড হল-

(a) P2O5
(b) SO3
(c) CaO
(d) CO
Answer – (d) CO

Scroll to Top