ANM/GNM Physical Science Mock Test

Q. ধোঁয়া আসলে কী?

(a) গ্যাসে কার্বনের দ্রবণ
(b) গ্যাসে গ্যাসের দ্রবণ
(c) কোলয়ডীয় দ্রবণ
(d) সবকটি
Answer – (a) গ্যাসে কার্বনের দ্রবণ

Q. আয়ণমুক্ত জলের ক্ষরতার মাত্রা কত?

(a) দুই
(b) চার
(c) শূন্য
(d) এক
Answer – (c) শূন্য

Q. কোনটিকে বহুমুখী দ্রাবক বলা হয়?

(a) বেঞ্জিন
(b) অ্যালকোহল
(c) ক্লোরোফর্ম
(d) জল
Answer – (d) জল

Q. কোন ধাতুটি অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে

(a) অ্যালুমিনিয়াম
(b) আয়রণ
(c) কপার
(d) জিঙ্ক
Answer – (a) অ্যালুমিনিয়াম

Q. প্রোটন আবিষ্কার করেছিলেন-

(a) চ্যাডউইক
(b) থমসন
(c) গোল্ডস্টেইন
(d) বোর
Answer – (c) গোল্ডস্টেইন

Q. STP-তে 4.4 গ্রাম CO₂ তে কত আয়তন CO₂ থাকবে?

(a) 2.4 লিটার
(b) 2.24 লিটার
(c) 44 লিটার
(d) 22.4 লিটার
Answer – (b) 2.24 লিটার

GNM/ANM Physical Science MCQ Question

Q. ফেরাস আয়নের মোট আধান কত?

(a) +2
(b) +3
(c) +4
(d) +5
Answer – (a) +2

Q. অদৃশ্য কালি কাকে বলে?

(a) লঘু সালফিউরিক অ্যাসিড
(b) গাঢ় নাইট্রিক অ্যাসিড
(c) লঘু হাইডোক্লোরিক অ্যাসিড
(d) সাইট্রিক অ্যাসিড
Answer – (d) সাইট্রিক অ্যাসিড

Q. কাকে যোজ্যতা কক্ষ বলে?

(a) পরমাণুর সবচেয়ে ভেতরের কক্ষ
(b) পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ
(c) পরমাণুর সমস্ত কক্ষ
(d) পরমাণুর যে কক্ষে সবচেয়ে বেশী ইলেকট্রন থাকে
Answer – (b) পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ

Q. জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোড প্লাটিনাম পাত দিয়ে তৈরি হলে ক্যাথোড কোন ধাতু দিয়ে তৈরি হয়?

(a) তামা
(b) দস্তা
(c) প্লাটিনাম
(d) লোহা
Answer – (c) প্লাটিনাম

Q. কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়?

(a) HCI
(b) H₂SO₄
(c) HNO3
(d) কোনটি নয়
Answer – (c) HNO3

Q. ক্লোরিনের ক’টি আইসোটোপ পাওয়া যায়?

(a) 1
(b) 2
(c) 3
(d) 5
Answer – (b) 2

ANM/GNM Important Questions In Bengali

Q. দ্রাব্যতার একক কোন্ টি?

(a) গ্রাম/সিসি
(b) গ্রাম/°C/সিসি
(c) গ্রাম/°F/সিসি
(d) কোনটাই নয়
Answer – (d) কোনটাই নয়

Q. ভারী জলের সংকেত কোন্ টি?

(a) P2O
(b) N2O
(c) D2O
(d) NO2
Answer – (c) D2O

Q. ফরমিক অ্যাসিড কোন্ প্রাণীতে পাওয়া যায়?

(a) ড্রসোফিলা মাছি
(b) কোবড়া সাপ
(c) ছারপোকা
(d) লাল পিঁপড়ে
Answer – (d) লাল পিঁপড়ে

Q. নীচের বিক্রিয়াগুলির কোন্ টি প্রশমন বিক্রিয়া?

(a) N2+3H₂→ 2NH3
(b) NaOH + HCl → NaCl + H₂O
(c) 2KCIO3+HCl→ 2KCl +3O2
(d) 3C₂H₂ = C6H6
Answer – (b) NaOH + HCl → NaCl + H₂O

Q. মোলারিটি হল-

(a) লিটার/মোল
(b) মোল/1000 গ্রাম
(c) মোল/লিটার
(d) গ্রাম/লিটার
Answer – (c) মোল/লিটার

Q. পরমাণু মধ্যস্থ নিউট্রনের আবিষ্কর্তা কে?

(a) মেন্ডেলিফ
(b) চ্যাডউইক
(c) ডালটন
(d) নিউটন
Answer – (b) চ্যাডউইক

ANM/GNM Nursing Questions and Answers in Bengali

Q. বালি কোন্ রাসায়নিক উপাদান দ্বারা গঠিত?

(a) ক্যালশিয়াম ক্লোরাইড
(b) সিলিকন ডাই অক্সাইড
(c) ম্যাগনেশিয়াম ক্লোরাইড
(d) অ্যালুমিনিয়াম সিলিকেট
Answer – (b) সিলিকন ডাই অক্সাইড

Q. ইলেকট্রন কোন্ বিজ্ঞানী আবিষ্কার করেন?

(a) জোসেফ টমসন
(b) জেমস্ সিম্পসন
(c) মরিস গোল্ড হেবার
(d) পাসকাল
Answer – (a) জোসেফ টমসন

Q. টাংস্টেন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?

(a) Ta
(b) W
(c) Tb
(d) Y
Answer – (b) W

Q. নীচের কোন্ টি ক্ষার নয়?

(a) NaOH
(b) Ca(OH)2
(c) KOH
(d) Al(OH)3
Answer – (d) Al(OH)3

Q. কোন নির্দেশক অ্যাসিড দ্রবণে এবং প্রশমন ক্ষণে বর্ণহীন হয়?

(a) লিটমাস
(b) মিথাইল অরেঞ্জ
(c) ফেনলপথ্যালিন
(d) কোনটাই নয়
Answer – (c) ফেনলপথ্যালিন

Q. ‘অ্যাকোয়া ফর্টিস’ কথার অর্থ কী?

(a) শক্তিশালী দ্রাবক
(b) শক্তিশালী দ্রবণ
(c) শক্তিশালী জল
(d) শক্তিশালী দ্রাব
Answer – (c) শক্তিশালী জল

Preparation for ANM/GNM

Q. ‘মিউরিয়েটিক অ্যাসিড’ কোন্ অ্যাসিডটির নাম?

(a) ল্যাকটিক অ্যাসিড
(b) নাইট্রিক অ্যাসিড
(c) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(d) সালফিউরিক অ্যাসিড
Answer – (c) হাইড্রোক্লোরিক অ্যাসিড

Q. বোরাক্সের জলীয় দ্রবণের ধর্ম হল-

(a) প্রশম
(b) উভধর্মী
(c) ক্ষারীয়
(d) অ্যাসিড
Answer – (c) ক্ষারীয়

Q. নীচের কোন্ যৌগটির নাম ব্লু-ভিট্রিয়ল?

(a) ব্লিচিং পাউডার
(b) কলিচুন
(c) কপার সালফেট
(d) পাথুরে চুন
Answer – (c) কপার সালফেট

Q. জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত?

(a) 2%
(b) 0.7%
(c) 0.2%
(d) 10%
Answer – (b) 0.7%

Q. হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিণত হতে শুরু করে তখন নিচের জলের তাপমাত্রা হয়-

(a) 0° সেলসিয়াস
(b) 4° সেলসিয়াস
(c) 4° সেলসিয়াসের কম
(d) 4° সেলসিয়াসের বেশি
Answer – (b) 4° সেলসিয়াস

Q. ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়। ওই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে আলাদা করা যায়-

(a) পৃথকীকরণ চোঙের সাহায্যে
(b) বাষ্পীভবনের সাহায্যে
(c) আংশিক পাতনের সাহায্যে
(d) জলকে বাষ্পীভূত করে
Answer – (c) আংশিক পাতনের সাহায্যে

Scroll to Top