Best Question For GNM ANM

Q. হৎপেশিতে কোন বিশেষ উপাদান বেশি থাকার জন্য অবসন্ন হয় না?

(a) মায়োলিন সীদ্
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) মায়োগ্লোবিন
(d) গ্লাইকোজেন
Answer – (a) মায়োলিন সীদ্

Q. RBC/WBC গণনা করার যন্ত্রের নাম কী?

(a) নিউবার হেমোসাইটোমিটার
(b) স্ফিগমোম্যানোমিটার
(c) ক্যালোরিমিটার
(d) ড্রইনস্ট্রোমিটার
Answer – (a) নিউবার হেমোসাইটোমিটার

Q. আমাদের খাদ্যনালির ‘কার্বোহাইড্রেট’ খাদ্য পরিপাক স্থল হল-

(a) মুখগহ্বর ও পাকস্থলী
(b) মুখগহ্বর ও বৃহদন্ত্র
(c) পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্র
(d) মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত্র
Answer – (d) মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত্র

Q. অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যুগল-

(a) মিথিওনিন ও মিউসিন
(b) লিনোলেইক অ্যাসিড ও লিনোলেনিক অ্যাসিড
(c) লাইসিন ও লিউসিন
(d) ফিনাইল অ্যালানিন ও কোলেস্টেরল
Answer – (c) লাইসিন ও লিউসিন

Q. সুস্থ পরিণত পুরুষের বায়ুধারকত্ব

(a) 500 ml
(b) 2000 ml
(c) 1200 ml
(d) 4500 ml
Answer – (d) 4500 ml

Q. আমাদের হৃদযন্ত্রে হৃদস্পন্দন প্রবাহ সৃষ্টিকারী পেশমেকার হল-

(a) AV নোড
(b) SA নোড
(c) পারকেঞ্জি তত্ত্ব
(d) হিজের বান্ডিল
Answer – (b) SA নোড

Q. রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলে-

(a) হাইপোক্সিয়া
(b) অ্যাপনিয়া
(c) ডিসপনিয়া
(d) হাইপারপনিয়া
Answer – (a) হাইপোক্সিয়া

GNM ANM Mock Test

Q. কোয়াশিওকোর কিসের অভাবে হয়?

(a) ভিটামিন
(b) প্রোটিন
(c) ফ্যাট
(d) কার্বোহাইড্রেট
Answer – (b) প্রোটিন

Q. সবুজ গ্রন্থি কোন্ প্রাণীর রেচনাঙ্গ?

(a) মাকড়সা
(b) চিংড়ি
(c) চ্যাপ্টা কৃমি
(d) আরশোলা
Answer – (b) চিংড়ি

Q. কোন্ প্রাণীর দেহে অন্তঃকোশীয় পরিপাক দেখা যায়?

(a) মানুষ
(b) কেঁচো
(c) ব্যাঙ
(d) স্পঞ্জ
Answer – (d) স্পঞ্জ

Q. মানবদেহে পাচকরস রূপে কোন্ অ্যাসিড নিঃসৃত হয়?

(a) NHO3
(b) পিকরিক অ্যাসিড
(c) HCI
(d) ফরমিক অ্যাসিড
Answer – (c) HCI

Q. টারপেনটাইন পাওয়া যায় কোন্ গাছের কাঠ থেকে?

(a) সেড্রাস
(b) নিটাম
(c) সেগুন
(d) পাইন
Answer – (d) পাইন

Q. কোন্ কোশ অঙ্গাণুকে ‘কোশের শক্তিঘর’ বলা হয়?

(a) গলগি বস্তু
(b) মাইটোকনড্রিয়া
(c) প্লাস্টিড
(d) রাইবোজোম
Answer – (b) মাইটোকনড্রিয়া

Q. কোন্ জীব সালোকসংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে না?

(a) অ্যানাবিনা
(b) রোডোস্পাইরিলাম
(c) সুনারিয়া
(d) উচ্চতর উদ্ভিদ
Answer – (b) রোডোস্পাইরিলাম

Q. নিচের কোন্ টি থেকে বিলিরুবিন তৈরি হয়?

(a) হিমোগ্লোবিন
(b) হিমোসায়ানিন
(c) রাইবোজোম
(d) লাইসোজোম
Answer – (a) হিমোগ্লোবিন

Most Important Life Science Question ANM GNM

Q. গ্রাসনালি ও পাকস্থলির সংযোগস্থলকে কী বলা হয়?

(a) শ্বাসনালি
(b) ডিওডিনাম
(c) গলবিল
(d) কোনটিই নয়
Answer – (d) কোনটিই নয়

Q. কোন্ উদ্ভিদের মূলে ভেলামেন দেখা যায়?

(a) গম
(b) মটর
(c) সুন্দরী
(d) রাসনা
Answer – (d) রাসনা

Q. ইউগ্নিনা ছাড়া নিম্নের কোন প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম?

(a) অ্যামিবা
(c) মিউকর
(c) ক্রাইস্যামিবা
(d) কোনওটাই না
Answer – (c) ক্রাইস্যামিবা

Q. লালারসে প্রধানত কোন্ উৎসেচকটি ক্ষরিত হয়?

(a) মলটেজ
(b) টায়ালিন
(c) মলটোজ
(d) পেপসিন
Answer – (b) টায়ালিন

Q. উদ্ভিদের ক্ষেত্রে শ্বসনের গুরুত্ব কী?

(a) এটি উদ্ভিদকে O2 সরবরাহ করে
(b) এটি শক্তি নির্গত করে
(c) এটি CO2 নির্গত কর
(d) উপরের সবকটি
Answer – (b) এটি শক্তি নির্গত করে

Q. 1গ্রাম মোল গ্লুকোজের সম্পূর্ণ জারণে যে তাপশক্তি উৎপন্ন হয়, তা হল-

(a) 6860000 ক্যালোরি
(b) 68600 ক্যালোরি
(c) 686000 ক্যালোরি
(d) 6860 ক্যালোরি
Answer – (c) 686000 ক্যালোরি

Q. উদ্ভিদের শ্বসনের উপজাত বস্তু হল-

(a) শ্বেতসার ও O2
(b) H₂O ও শক্তি
(c) শর্করা ও O₂
(d) CO₂, H₂O
Answer – (d) CO₂, H₂O

Best Question For ANM GNM Preparation

Q. সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়গুলি হল-

(a) গ্লাইকোলাইসিস
(b) TCA চক্র
(c) অক্সিডেটিভ ফসফোরিভবন
(d) ক্রেবসচক্র
Answer – (a) গ্লাইকোলাইসিস

Q. শক্তির বিপাকে (Energy metabolism) যেটির অপরিহার্য ভূমিকা আছে, সেটি হল-

(a) সোডিয়াম
(b) ফসফরাস
(c) ক্যালশিয়াম
(d) বোরোন
Answer – (b) ফসফরাস

Q. শ্বাস অনুপাত হল-

(a) C/N
(b) N/C
(c) CO2/O2
(d) O2/CO2
Answer – (c) CO2/O2

Q. ফ্যাট জাতীয় পদার্থের RQ-এর মান হল-

(a) 0.715
(b) 1.000
(c) 1.430
(d) 2.140
Answer – (a) 0.715

Q. সালোকসংশ্লেষ হল-

(a) তাপমোচী পদ্ধতি
(b) অপচিতি পদ্ধতি
(c) উপচিতি পদ্ধতি
(d) তাপগ্রাহী পদ্ধতি
Answer – (c) উপচিতি পদ্ধতি

Q. একটি কোয়ান্টাসোমে ক্লোরোফিল অণুর সংখ্যা-

(a) 50-100
(b) 200-250
(c) 500-600
(d) 300-450
Answer – (b) 200-250

Q. গ্লুকোজ সংশ্লেষণের জন্য হাইড্রোজেন পরমাণুর উৎস-

(a) NADPH₂
(b) FADH₂
(c) H₂O
(d) ATP
Answer – (a) NADPH₂

Q. কুইনাইন হল-

(a) অ্যান্টিবায়োটিক
(b) হরমোন
(c) উৎসেচক
(d) উপক্ষার
Answer – (d) উপক্ষার

Scroll to Top