Biology Mock Test 2 SLST Biology Mock Test – Set 2 90:00 পূর্ণমান: ৬০ | সময়: ৯০ মিনিট 1. কনজয়েন্ট, কোল্যাটেরাল এবং ওপেন ভাস্কুলার বান্ডেল কোনটির বৈশিষ্ট্য? দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ড (Dicot stem) একবীজপত্রী উদ্ভিদের কান্ড (Monocot stem) দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল (Dicot root) একবীজপত্রী উদ্ভিদের মূল (Monocot root) 2. পেপসিনোজেন উৎসেচকটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCl) প্রভাবে সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটি কোথায় ঘটে? মুখগহ্বর (Buccal cavity) পাকস্থলী (Stomach) ডিওডেনাম (Duodenum) যকৃত (Liver) 3. মেন্ডেলের দ্বিসংকর জননের টেস্ট ক্রসে (Test Cross) ফিনোটাইপিক অনুপাত কী হবে? 9:3:3:1 3:1 1:2:1 1:1:1:1 4. বাস্তুতন্ত্রের কোন পিরামিডটি সর্বদা ঊর্ধমুখী (upright) হয়? সংখ্যার পিরামিড (Pyramid of number) বায়োমাসের পিরামিড (Pyramid of biomass) শক্তির পিরামিড (Pyramid of energy) সবগুলিই 5. নিচের কোনটি একটি ‘জীবন্ত জীবাশ্ম’ (Living fossil) ব্যক্তবীজী উদ্ভিদ? Cycas Pinus Ginkgo biloba Gnetum 6. কোষের কোন অঙ্গাণুকে ‘রাইবোজোম তৈরির কারখানা’ বলা হয়? নিউক্লিওলাস (Nucleolus) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (Endoplasmic Reticulum) গলগি বস্তু (Golgi apparatus) লাইসোজোম (Lysosome) 7. ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি (FRC) বলতে কী বোঝায়? স্বাভাবিক প্রশ্বাসের পর ফুসফুসে অবশিষ্ট বায়ুর পরিমাণ স্বাভাবিক নিঃশ্বাসের পর ফুসফুসে অবশিষ্ট বায়ুর পরিমাণ জোরপূর্বক নিঃশ্বাসের পর ফুসফুসে অবশিষ্ট বায়ুর পরিমাণ মোট বায়ুধারণ ক্ষমতা 8. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ রেস্ট্রিকশন এনজাইমের কাজ কী? দুটি DNA খণ্ডকে জোড়া লাগানো DNA-কে একটি নির্দিষ্ট সিকোয়েন্সে কাটা DNA-এর প্রতিলিপি গঠন করা DNA থেকে RNA তৈরি করা 9. ভার্নালাইজেশন (Vernalization) বলতে কী বোঝায়? আলোর সময়কাল দ্বারা পুষ্প প্রস্ফুটন নিয়ন্ত্রণ শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে পুষ্প প্রস্ফুটনকে ত্বরান্বিত করা উদ্ভিদ হরমোন প্রয়োগ করে ফলের বৃদ্ধি ঘটানো উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করা 10. ফ্লেম কোষ (Flame cells) কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ? পরিফেরা (Porifera) অ্যানিলিডা (Annelida) প্লাটিহেলমিনথিস (Platyhelminthes) আর্থ্রোপোডা (Arthropoda) 11. কেলভিন চক্রের (Calvin cycle) প্রথম কার্বন ডাই অক্সাইড (CO₂) গ্রাহক কোনটি? PEP (ফসফোইনল পাইরুভেট) RuBP (রাইবিউলোজ-১,৫-বিসফসফেট) PGA (ফসফোগ্লিসারিক অ্যাসিড) OAA (অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড) 12. মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য এবং ঐচ্ছিক পেশীর কার্য নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম (Cerebrum) সেরিবেলাম (Cerebellum) পনস (Pons) মেডুলা অবলংগাটা (Medulla oblongata) 13. টম্যাটোতে লাল রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ কোনটি? অ্যান্থোসায়ানিন (Anthocyanin) লাইকোপিন (Lycopene) বিটা-ক্যারোটিন (β-Carotene) জ্যান্থোফিল (Xanthophyll) 14. একটি ব্যাকটেরিওফাজ (Bacteriophage) কী? একটি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া একটি ব্যাকটেরিয়া যা অন্য ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে একটি ভাইরাস যা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে একটি উপকারী ব্যাকটেরিয়া 15. কোন উদ্ভিদ হরমোনটি ‘স্ট্রেস হরমোন’ নামে পরিচিত কারণ এটি প্রতিকূল পরিস্থিতিতে পত্ররন্ধ্র বন্ধ করে দেয়? অক্সিন (Auxin) জিব্বেরেলিন (Gibberellin) সাইটোকাইনিন (Cytokinin) অ্যাবসাইসিক অ্যাসিড (Abscisic acid) 16. এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম – এই তিনটি ভ্রূণীয় স্তর (Germ layers) কোন পর্বের প্রাণীদের মধ্যে প্রথম দেখা যায়? পরিফেরা (Porifera) নিডারিয়া (Cnidaria) প্লাটিহেলমিনথিস (Platyhelminthes) নিমাটোডা (Nematoda) 17. হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহকারী ধমনীর নাম কী? হেপাটিক ধমনী (Hepatic artery) রেনাল ধমনী (Renal artery) করোনারি ধমনী (Coronary artery) পালমোনারি ধমনী (Pulmonary artery) 18. টার্নার সিনড্রোমে (Turner’s syndrome) ক্রোমোজোমের গঠন কীরূপ হয়? 44A + XXY 44A + XYY 44A + XO 44A + XXX 19. ওকাজাকি খণ্ডক (Okazaki fragments) কীসের সঙ্গে যুক্ত? ট্রান্সক্রিপশন (Transcription) ট্রান্সলেশন (Translation) DNA রেপ্লিকেশন (DNA Replication) ক্রসিং ওভার (Crossing over) 20. পাখির ডানা এবং পতঙ্গের ডানা কীসের উদাহরণ? সমসংস্থ অঙ্গ (Homologous organs) সমবৃত্তীয় অঙ্গ (Analogous organs) নিষ্ক্রিয় অঙ্গ (Vestigial organs) কোনোটিই নয় 21. কোন দশায় কোষ বিভাজন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং কোষটি বিপাকীয়ভাবে সক্রিয় থাকে? G₁ দশা G₂ দশা S দশা G₀ দশা 22. ডেঙ্গু রোগের বাহক কোন মশা? অ্যানোফিলিস মশা (Anopheles mosquito) কিউলেক্স মশা (Culex mosquito) এডিস মশা (Aedes mosquito) ম্যানসোনিয়া মশা (Mansonia mosquito) 23. ‘ল্যাক ওপেরন’ (Lac operon) মডেলে রিপ্রেসার প্রোটিন (Repressor protein) কোন জিনের সঙ্গে যুক্ত হয়? প্রোমোটার জিন (Promoter gene) অপারেটর জিন (Operator gene) রেগুলেটর জিন (Regulator gene) স্ট্রাকচারাল জিন (Structural gene) 24. একটি জলজ খাদ্যশৃঙ্খলে DDT-এর মতো স্থায়ী দূষকের সর্বোচ্চ ঘনত্ব কোন ট্রফিক স্তরে দেখা যাবে? ফাইটোপ্ল্যাঙ্কটন (Phytoplankton) জুপ্ল্যাঙ্কটন (Zooplankton) ছোট মাছ (Small fish) মাছ শিকারি পাখি (Fish-eating bird) 25. রড কোষ (Rod cells) এবং কোন কোষ (Cone cells) চোখের কোন অংশে পাওয়া যায়? স্ক্লেরা (Sclera) কোরয়েড (Choroid) রেটিনা (Retina) কর্নিয়া (Cornea) 26. পরাগরেণুর অধ্যয়নকে কী বলা হয়? মাইকোলজি (Mycology) প্যালিনোলজি (Palynology) ফাইকোলজি (Phycology) পোমোলজি (Pomology) 27. ট্যাক্সোনমিক হায়ারার্কি-এর সঠিক ক্রম কোনটি? পর্ব → শ্রেণি → বর্গ → গোত্র → গণ → প্রজাতি শ্রেণি → পর্ব → বর্গ → গোত্র → গণ → প্রজাতি পর্ব → বর্গ → শ্রেণি → গোত্র → গণ → প্রজাতি পর্ব → শ্রেণি → গোত্র → বর্গ → গণ → প্রজাতি 28. মানবদেহে ‘সার্বজনীন দাতা’ (Universal Donor) কোন রক্ত গ্রুপের ব্যক্তিকে বলা হয়? A গ্রুপ B গ্রুপ AB গ্রুপ O গ্রুপ 29. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে বাহক বা ভেক্টর (Vector) হিসেবে কোনটি বহুল ব্যবহৃত হয়? প্লাসমিড (Plasmid) রাইবোজোম (Ribosome) মাইটোকনড্রিয়া (Mitochondria) লাইসোজোম (Lysosome) 30. মৌমাছির жалоয় কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড (Acetic acid) ফর্মিক অ্যাসিড (Formic acid) ল্যাকটিক অ্যাসিড (Lactic acid) সাইট্রিক অ্যাসিড (Citric acid) 31. শুক্রাণুর অ্যাক্রোজোম (Acrosome) কোন কোষ অঙ্গাণু থেকে உருவாகে? মাইটোকনড্রিয়া (Mitochondria) গলগি বস্তু (Golgi apparatus) সেন্ট্রিওল (Centriole) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (Endoplasmic Reticulum) 32. বায়বীয় শ্বসনের গ্লাইকোলাইসিস পর্যায়ে এক অণু গ্লুকোজ থেকে কত অণু ATP সরাসরি (net gain) উৎপন্ন হয়? 2 4 8 38 33. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস (Diabetes Insipidus) রোগ হয়? ইনসুলিন (Insulin) গ্লুকাগন (Glucagon) ADH বা ভেসোপ্রেসিন (ADH or Vasopressin) অ্যালডোস্টেরন (Aldosterone) 34. মূলের সাহায্যে অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হল – আলু (Potato) আদা (Ginger) মিষ্টি আলু বা রাঙা আলু (Sweet potato) পাথরকুচি (Bryophyllum) 35. মানবদেহের পেশি ক্লান্তির জন্য কোন অ্যাসিড দায়ী? পাইরুভিক অ্যাসিড (Pyruvic acid) ল্যাকটিক অ্যাসিড (Lactic acid) অ্যাসিটিক অ্যাসিড (Acetic acid) ম্যালিক অ্যাসিড (Malic acid) 36. চিপকো আন্দোলন (Chipko Movement) কীসের সাথে সম্পর্কিত? জল সংরক্ষণ (Water conservation) অরণ্য সংরক্ষণ (Forest conservation) বন্যপ্রাণী সংরক্ষণ (Wildlife conservation) বায়ু দূষণ রোধ (Air pollution control) 37. গোলমরিচের ফল কী ধরনের ফল? বেরি (Berry) ড্রুপ (Drupe) নাট (Nut) ক্যাপসুল (Capsule) 38. পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস (PAGE) কী পৃথক করতে ব্যবহৃত হয়? DNA খণ্ড প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট 39. রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কোন রোগ হয়? অ্যানিমিয়া (Anemia) জন্ডিস (Jaundice) ডায়াবেটিস (Diabetes) পোলিও (Polio) 40. ভাইরয়েড (Viroid) কী দ্বারা গঠিত? শুধুমাত্র প্রোটিন আবরণ প্রোটিন এবং DNA শুধুমাত্র মুক্ত RNA প্রোটিন এবং RNA 41. মাইকোরাইজা (Mycorrhiza) হল একটি মিথোজীবী সম্পর্ক, যা – শৈবাল ও ছত্রাকের মধ্যে ছত্রাক ও উচ্চশ্রেণীর উদ্ভিদের মূলের মধ্যে ব্যাকটেরিয়া ও শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের মধ্যে শৈবাল ও উচ্চশ্রেণীর উদ্ভিদের মূলের মধ্যে 42. হৃৎচক্রের (Cardiac Cycle) কোন দশায় উভয় অলিন্দ এবং উভয় নিলয় প্রসারিত অবস্থায় থাকে? অলিন্দের সিস্টোল (Atrial systole) নিলয়ের সিস্টোল (Ventricular systole) জয়েন্ট ডায়াস্টোল (Joint diastole) কোনোটিই নয় 43. কোন ধরনের পরাগযোগে জেনেটিক বৈচিত্র্য দেখা যায়? অটোগ্যামি (Autogamy) গেইটোনোগ্যামি (Geitonogamy) জেনোগ্যামি (Xenogamy) ক্লিস্টোগ্যামি (Cleistogamy) 44. মানবদেহে অস্থি ও পেশীর সংযোগকারী যোগকলার নাম কী? লিগামেন্ট (Ligament) টেন্ডন (Tendon) তরুণাস্থি (Cartilage) মেদকলা (Adipose tissue) 45. BT কটন-এ ‘BT’ কথাটির অর্থ কী? বায়োটেকনোলজি (Biotechnology) ব্যাসিলাস থুরিনজিয়েনসিস (Bacillus thuringiensis) বায়ো-টক্সিন (Bio-toxin) বিটা-টক্সিন (Beta-toxin) 46. কোনটি প্রাথমিক বায়ুদূষক (Primary air pollutant) নয়? সালফার ডাইঅক্সাইড (SO₂) কার্বন মনোক্সাইড (CO) ওজোন (O₃) নাইট্রোজেনের অক্সাইড (NOx) 47. ফার্ন গাছের জনুক্রমে (Life cycle) কোনটি প্রধান দশা? গ্যামেটোফাইট (Gametophyte) স্পোরোফাইট (Sporophyte) উভয়ই সমান গুরুত্বপূর্ণ প্রোথ্যালাস (Prothallus) 48. মানবদেহের অনৈচ্ছিক ক্রিয়া (Involuntary actions) যেমন হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া ইত্যাদি কে নিয়ন্ত্রণ করে? গুরুমস্তিষ্ক (Cerebrum) লঘুমস্তিষ্ক (Cerebellum) মেডুলা অবলংগাটা (Medulla oblongata) থ্যালামাস (Thalamus) 49. ডাউন সিনড্রোম কোন ক্রোমোজোমের ট্রাইসোমির (Trisomy) ফলে হয়? 13 নং ক্রোমোজোম 18 নং ক্রোমোজোম 21 নং ক্রোমোজোম X ক্রোমোজোম 50. হেনলির লুপ (Loop of Henle) কোথায় পাওয়া যায়? হৃৎপিণ্ডে মস্তিষ্কে বৃক্কে (নেফ্রনে) যকৃতে 51. যে সমস্ত জীব বিস্তৃত উষ্ণতার পরিসর সহ্য করতে পারে, তাদের কী বলে? স্টেনোথার্মাল (Stenothermal) ইউরিথার্মাল (Eurythermal) স্টেনোহ্যালাইন (Stenohaline) ইউরিহ্যালাইন (Euryhaline) 52. কোনটি জাইলেম কলার একটি সজীব উপাদান? ট্রাকিড (Tracheid) ভেসেল (Vessel) জাইলেম প্যারেনকাইমা (Xylem parenchyma) জাইলেম ফাইবার (Xylem fibre) 53. ‘ফিলোসফি জুলোজিক’ (Philosophie Zoologique) গ্রন্থটি কার লেখা? চার্লস ডারউইন (Charles Darwin) জ্যাঁ-বাপতিস্ত ল্যামার্ক (Jean-Baptiste Lamarck) আলফ্রেড রাসেল ওয়ালেস (Alfred Russel Wallace) গ্রেগর মেন্ডেল (Gregor Mendel) 54. কোন অ্যান্টিবডিটি (Antibody) মাতৃ দুগ্ধে (Colostrum) পাওয়া যায় এবং নবজাতককে নিষ্ক্রিয় অনাক্রম্যতা প্রদান করে? IgG IgA IgM IgE 55. মানবদেহে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) কোথায় উৎপন্ন হয়? কোরয়েড প্লেক্সাস (Choroid plexus) অ্যারাকনয়েড ভিলাই (Arachnoid villi) পন্স (Pons) হাইপোথ্যালামাস (Hypothalamus) 56. মটর গাছের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোন রঞ্জক পদার্থটি অপরিহার্য? হিমোগ্লোবিন (Haemoglobin) লেগ-হিমোগ্লোবিন (Leghaemoglobin) মায়োগ্লোবিন (Myoglobin) সাইটোক্রোম (Cytochrome) 57. সারটোলি কোষ (Sertoli cells) কোথায় পাওয়া যায়? ডিম্বাশয়ে (Ovary) শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবিউলে (Seminiferous tubules of testis) বৃক্কে (Kidney) অগ্ন্যাশয়ে (Pancreas) 58. পার্থেনোকার্পি (Parthenocarpy) কী? নিষেক ছাড়াই ফল উৎপাদন নিষেক ছাড়াই ভ্রূণ উৎপাদন কৃত্রিম উপায়ে পরাগযোগ বহুভ্রূণবীজতা 59. রক্তচাপ (Blood Pressure) মাপার যন্ত্রের নাম কী? স্টেথোস্কোপ (Stethoscope) স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer) থার্মোমিটার (Thermometer) ব্যারোমিটার (Barometer) 60. বায়োস্ফিয়ার রিজার্ভের (Biosphere Reserve) কোন অঞ্চলে মানুষের কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ? কোর অঞ্চল (Core zone) বাফার অঞ্চল (Buffer zone) ট্রানজিশন অঞ্চল (Transition zone) সব অঞ্চলেই মক টেস্ট জমা দিন ফলাফল আপনি ৬০ এর মধ্যে পেয়েছেন। সঠিক উত্তর: ভুল উত্তর: উত্তর দেননি: বিস্তারিত উত্তর ও ব্যাখ্যা