Chemistry Question Answer for JENPAS-UG

Q. নিম্নলিখিত কোন্ টি ভ্যানডার ওয়াল্স গ্যাস ধ্রুবক b-এর একক?

(a) L²mol
(b) L mol²
(c) L mol
(d) L mol–¹
Answer – (d) L mol–¹

Q. উষ্নতা বৃদ্ধিতে জলের পৃষ্ঠটান-

(a) বাড়ে
(b) কমে
(c) একই থাকে
(d) অনিয়মিত আচরণ দেখায়
Answer – (b) কমে

Q. কোন্ গ্যাসের সংকট তাপমাত্রা সর্বোচ্চ-

(a) N₂
(b) O2
(c) CO₂
(d) H₂
Answer – (c) CO₂

Q. স্থির উষ্নতায় নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের V বনাম 1/p লেখচিত্রটি হবে-

(a) অধিবৃত্ত
(b) সরলরেখা
(c) পরাবৃত্ত
(d) সমপরাবৃত্ত
Answer – (b) সরলরেখা

Q. ‘R’-এর মান Jk-¹mol-¹ এককে হবে-

(a) 8.314
(b) 0.0821
(c) 0.831
(d) 831.4
Answer – (a) 8.314

Q. স্থির উষ্নতা ও চাপে, হিলিয়াম গ্যাসের ব্যাপন হার নিম্নোক্ত গ্যাসগুলির কোন্ টি ব্যাপন হারের চারগুণ হবে?

(a) CO₂
(b) SO₂
(c) NO₂
(d) O₂
Answer – (b) SO₂

Preparation for JENPAS-UG

Q. সম উষ্নতায় কোন্ টির গড় বর্গবেগের বর্গমূল-এর মান সর্বাধিক?

(a) SO2
(b) CO2
(c) O2
(d) H2
Answer – (d) H2

Q. একটি গ্যাসীয় অণুর গড় গতিবেগ কতগুণ বৃদ্ধি পাবে, যখন উষ্নতা (কেলভিন স্কেলে) দ্বিগুণ হবে-

(a) 2.0
(b) 2.8
(c) 4.0
(d) 1.4
Answer – (d) 1.4

Q. STP-তে একটি গ্যাসের ঘনত্ব 1.25gL-¹, 27°C উষ্নতায় ও 2atm চাপে 0.7 g উক্ত গ্যাসের মোলার গাঢ়ত্ব (mol L-¹) হল-

(a) 0.27
(b) 0.08
(c) 0.19
(d) 0.64
Answer – (b) 0.08

Q. একটি নির্দিষ্ট উষ্নতায় O2 অণুর গড় বর্গবেগের বর্গমূল সম উষ্নতার অপর একটি গ্যাসের অণুর √2 গুন হলে অপর গ্যাসটির আণব ভর-

(a) 8 g mol-¹
(b) 96 g mol-¹
(c) 64 g mol-¹
(d)16 g mol-¹
Answer – (c) 64 g mol-¹

Q. কোন্ গ্যাস মিশ্রণের ক্ষেত্রে ডালটনের আংশিক চাপ সূত্রটি প্রযোজ্য নয়?

(a) SO2, He, Ne
(b) NH3, HBr, HCI
(c) O2, N2, CO2
(d) N2, H2, O2
Answer – (b) NH3, HBr, HCI

Q. সান্দ্রতাঙ্কের মাত্রা হল-

(a) MLT
(b) ML-¹T-¹
(c) MLT-¹
(d) MLT-²
Answer – (b) ML-¹T-¹

Mock Test for JENPAS-UG

Q. একটি ভ্যান ডার ওয়াল্স গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে যখন-

(a) গ্যাসের আয়তন অতীব কম হবে
(b) গ্যাসের তাপমাত্রা অতীব বেশি হবে
(c) গ্যাসের চাপ অতীব কম হবে
(d) গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা সবগুলিই অতীব বেশি হবে
Answer – (c) গ্যাসের চাপ অতীব কম হবে

Q. সান্দ্রতা গুণাঙ্কের CGS একক হল-

(a) dyne.S.cm-²
(b) dyne-¹.S.cm-¹
(c) dyne².S.cm-²
(d) dyne.S-¹.cm-²
Answer – (a) dyne.S.cm-²

Q. বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে প্রদত্ত কোন্ শর্তে?

(a) উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রা
(b) নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রা
(c) নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রা
(d) উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রা
Answer – (c) নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রা

Q. ভ্যান-ডার-ওয়াল্স সমীকরণে আকর্ষণ বল পরিমাপক রাশি-

(a) P+a/v²
(b) V-b
(c) RT
(d) 1/RT
Answer – (a) P+a/v²

Q. কোন্ তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়?

(a) সংকট তাপমাত্রায়
(b) পরমশূন্য তাপমাত্রায়
(c) সংকট তাপমাত্রারউর্দ্ধে
(d) পরমশূন্য তাপমাত্রার উর্ধ্বে
Answer – (a) সংকট তাপমাত্রায়

Q. জলের ফোঁটা গোলকাকৃতি হওয়ার কারণ-

(a) পৃষ্ঠটান
(b) সান্দ্রতা
(c) H₂O বাষ্পের উচ্চ সংকট উষ্নতা
(d) হাইড্রোজেন বন্ধন
Answer – (a) পৃষ্ঠটান

Important Question Answer for JENPAS-UG

Q. কোনো আদর্শ গ্যাসের চাপ P, উষ্নতা T, আণবিক গুরুত্ব M, সর্বজনীন গ্যাস ধ্রুবক R হলে, ঘনত্ব হবে-

(a) P/MRT
(b) PM/RT
(c) RT/PM
(d) M/PRT
Answer – (b) PM/RT

Q. A ও B-এর আণবিক ওজন যথাক্রমে 36 এবং 64 হলে, গ্যাস দুটির ব্যাপন হারের অনুপাত হবে-

(a) 9:16
(b) 4:3
(c) 3:4
(d) 16:9
Answer – (b) 4:3

Q. 50K ও 800K উন্নতায় H₂ ও O₂ অণুর গড় বর্গবেগের বর্গমূলের অনুপাত-

(a) 0.25
(b) 2
(c) 4
(d) 1
Answer – (d) 1

Q. ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল কাজ করে এমন অণুদের মধ্যে যাদের স্থায়ী দ্বিমেরু বর্তমান এবং অণুগুলির দ্বিমেরুর শেষে আংশিক আধান থাকে, এই আংশিক আধান হল-

(a) একক ইলেকট্রনীয় আধানের সমান
(b) একক ইলেকট্রনীয় আধানের দ্বিগুণ
(c) একক ইলেকট্রনীয় আধানের থেকে কম
(d) একক ইলেকট্রনীয় আধানের চেয়ে বেশি
Answer – (c) একক ইলেকট্রনীয় আধানের থেকে কম

Q. PV/KT রাশিটি প্রকাশ করে গ্যাসের-

(a) ভর
(b) স্থানান্তরজনিত গতিশক্তি
(c) মোল সংখ্যাকে
(d) অণু সংখ্যাকে
Answer – (d) অণু সংখ্যাকে

Q. একটি গ্যাস তরলীকৃত হয়-

(a) যে কোনো উষ্নতায়
(b) গ্যাসের ক্রান্তিক উষ্নতায়
(c) গ্যাসটির ক্রান্তিক উষ্নতার উপরে
(d) গ্যাসটির ক্রান্তিক উষ্নতার নীচে
Answer – (d) গ্যাসটির ক্রান্তিক উষ্নতার নীচে

MCQ Question in Bengali for JENPAS-UG

Q. অ্যাসিটিলিনপূর্ণ বেলুনে সূক্ষ্ম ছিদ্র করে বেলুনটিকে তৎক্ষণাৎ একই চাপ ও উয়তায় থাকা H2 পূর্ণ ট্যাংকে প্রবেশ করালে কিছুক্ষণ পর বেলুনটি-

(a) আকারে বৃদ্ধি পাবে
(b) আকারে হ্রাস পাবে
(c) চুপসে যাবে
(d) আকারে অপরিবর্তিত থাকবে
Answer – (a) আকারে বৃদ্ধি পাবে

Q. 300 মিলি অক্সিজেন 50 সেকেন্ডে একটি সক্রিয় পর্দা অতিক্রম করে। ওই একই পর্দা অতিক্রম করতে750 মিলি ক্লোরিনের কত সময় লাগবে। (ক্লোরিনের এবং অক্সিজেনের আণবিক ভর যথাক্রমে 71 এবং 32)

(a) 186.28 sec
(b) 288.53 sec
(c) 64.5 sec
(d) 111.23 sec
Answer – (a) 186.28 sec

Q. STP-তে 0.224 লিটার H₂ গ্যাসের মধ্যে H₂ -এর মোল সংখ্যা হল-

(a) 1
(b) 0.1
(c) 0.01
(d) 0.02
Answer – (c) 0.01

Q. একই উষ্নতায় কোনো গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল ও গড়বেগের অনুপাতটি হল-

(a) 1: 1.086
(b) 1.086: 1
(c) 2:1.086
(d) 1.086 : 2
Answer – (b) 1.086: 1

Q. একটি আদর্শ গ্যাস মেনে চলে-

(a) গ্যাসীয় সূত্রাবলী
(b) বয়েলের সূত্র
(c) চার্লসের সূত্র
(d) অ্যাভোগাড্রো সূত্র
Answer – (a) গ্যাসীয় সূত্রাবলী

Q. নির্দিষ্ট তাপমাত্রায় এবং 700 মিমি চাপে কোনো গ্যাসের আয়তন 40.2 লিটার হলে, ওই একই তাপমাত্রায় 810 মিলি চাপে ওই গ্যাসের আয়তন হবে-

(a) 34.74 L
(b) 347.4 L
(c) 3.474 L
(d) 0.3474 L
Answer – (a) 34.74 L

Scroll to Top