Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের পুরুষ এবং মহিলাদের সম্পূর্ণ সমতার ব্যবস্থা করে ? [NDA-2021]
(a) ভারতের সংবিধানে ১৪ ও ১৫ নং ধারা
(b) ভারতের সংবিধানের পঞ্চম তপশিল
(c) ভারত স্বাধীনতা আইন
(d) ভারতের সংবিধানের ২০ নং ধারা
Answer- (a) ভারতের সংবিধানে ১৪ ও ১৫ নং ধারা
Q. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোটি/কোন্গুলি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সম্পর্কে সঠিক ? [NDA-2021]
1. মোট সদস্য দশ। কিন্তু শুরুতে ছিল ছয়।
2. তারা দু-বছরের জন্য নির্বাচিত হয়। কোর্ড ব্যবহার করে সঠিক উত্তরটি চিহ্নিত কর।
(a) কেবলমাত্র 1
(b) কেবলমাত্র 2
(c) 1 ও 2 উভয়ই
(d) 1 ও 2 কোনটাই নয়
Answer – (c) 1 ও 2 উভয়ই
Q. নিম্নলিখিতগুলির কোনটির মাধ্যমে ৪ জুলাই ১৭৭৬ আমেরিকা স্বাধীনতা ঘোষণা হয়েছিল ? [NDA-2021]
(a) ওয়াশিংটন সম্মেলন
(b) সানফ্রান্সিসকো সম্মেলন
(c) দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস
(d) প্রথম মহাদেশীয় কংগ্রেস
Answer – (c) দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস
Q. ভারতের সংবিধান সংক্রান্ত নিম্নলিখিত কোন্বি বৃতিটি সঠিক নয় ? [ NDA – 2021]
(a) সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দগুলি মূল সংবিধানের অংশ ছিল না ।
(b) প্রস্তাবনা ভারতের সংবিধানের লক্ষ্যকে বিবৃতি করে।
(c) প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য।
(d) প্রজাতন্ত্রে সংবিধানের আওতাধীন সমস্ত কর্তৃত্বের উৎস হিসাবে জনগণকে বোঝায়
Answer – (c) প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য।
Q. নিম্নে উল্লেখিত কোনটি লোকসভার অধ্যক্ষের ক্ষমতা নয় ? [NDA-2021]
(a) জনগণের কক্ষে অধ্যক্ষ সভাপতিত্ব করেন
(b) শুরুতেই অধ্যক্ষ তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন
(c) জনগণের কক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষার ক্ষমতা
অধ্যক্ষের আছে
(d) অধ্যক্ষ কক্ষের অধিবেশন স্থগিত/বন্ধ রাখতে পারেন কোরাম না হওয়া পর্যন্ত
Answer – (b) শুরুতেই অধ্যক্ষ তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন
Q. নিম্নে উল্লেখিত কোন্ টি ভারতীয় সংবিধানের 51A (পার্ট IVA) ধারায় অন্তর্ভুক্ত হয়েছে? [NDA-2021]
(a) মৌলিক কর্তব্য
(b) মৌলিক অধিকার বাতিল
(c) রাজ্যপালদের বিশেষ ক্ষমতা
(d) লেখ
Answer – (a) মৌলিক কর্তব্য
Q. জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে রয়েছে— [CDS-2021]
(a) প্রধানমন্ত্রী
(b) স্বরাষ্ট্রমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) স্বাস্থ্যমন্ত্রী
Answer – (a) প্রধানমন্ত্রী
Q. নিম্নে উল্লেখিত নির্ণায়ক ভোট সংক্রান্ত বিবৃতিগুলির মধ্যে কোন্ টি/কোন্গুলি সঠিক? [CDS-2021]
1. অধ্যক্ষ বা অধ্যক্ষের দায়িত্ব পালনকারী ‘নির্ণায়ক ভোট দেন।
2. প্রথমেই নির্ণায়ক ভোট দেওয়া হয়।
3. সম সংখ্যক ভোট পড়লে নির্ণায়ক ভোট দেওয়া হয়। 4. স্থিতিশীলতা বজায় রাখার জন্য সবসময় নির্ণায়ক ভোট দেওয়া হয়।
নিচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর লেখ।
(a) কেবলমাত্র 1, 2 এবং 3
(b) কেবলমাত্র 1 ও 3
(c) কেবলমাত্র 2 ও 4
(d) কেবলমাত্র 3
Answer – (b) কেবলমাত্র 1 ও 3
Q. নিম্নে উল্লেখিত ভারতীয় সংবিধানের কোন্ ধারায় ভারত ভূখন্ডের মধ্যে ‘আইনের দৃষ্টিতে সমতা’ বা ‘আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার’ সুনিশ্চিত করা হয়েছে? [CDS-2021]
(a) ধারা 14
(b) ধারা 15
(c) ধারা 16
(d) ধারা 22
Answer – (a) ধারা 14
Q. ‘আইনী ইতিবাচক তত্ত্বের বিকাশ ঘটিয়েছিলেন— [CDS-2021]
(a) টি. এইচ. গ্রিন
(b) থমাস হবস
(c) জন অস্টিন
(d) পত্রিক দেবলিন
Answer – c) জন অস্টিন
Q. নিম্নে উল্লেখিতদের মধ্যে কে বলেছেন গণতন্ত্র হল সম্মতির উপর প্রতিষ্ঠিত একটা শাসনব্যবস্থা ? [CDS-2021]
(a) জন লক
(b) জে এস মিল
(c) জেরেমি বেন্থাম
(d) জে জে রুশো
Answer – (a) জন লক
Q. মানব বিকাশে নিম্নলিখিতগুলির মধ্যে কোটি প্রাথমিকভাবে আন্তর্জাতিক শ্রম সংস্থাটি দ্বারা প্রস্তাবিত হয়েছিল এবং স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, জল সরবরাহ, স্যানিটেশন এবং আবাসনের উপর জোর দিয়েছিল ? [CDS-2021]
(a) কল্যাণ পদ্ধতি
(b) প্রাথমিক প্রয়োজন পদ্ধতি
(c) আয় পদ্ধতি
(d) সামর্থ্য পদ্ধতি
Answer – (b) প্রাথমিক প্রয়োজন পদ্ধতি
Q. নিম্নের কোনটি কেন্দ্রীকরণের বৈশিষ্ট্য নয় ? [CDS-2021]
(a) জাতীয় ঐক্য
(b) অভিন্নতা
(c) সমৃদ্ধি
(d) স্বাধীনতা
Answer – (d) স্বাধীনতা
Q. ভারতের সংবিধানের 231 নং ধারা অনুসারে দুই বা ততোধিক রাজ্যের জন্যে একটি হাইকোর্ট স্থাপনের ক্ষমতা দিয়েছে— [CDS-2021]
(a) সংসদ
(b) সুপ্রিম কোর্ট
(c) ভারতের রাষ্ট্রপতি
(d) কেন্দ্রীয় ক্যাবিনেট
Answer – (a) সংসদ
Q. সংসদে একটি সাধারণ বিল প্রবর্তন করার সময় নিচের কোনটি প্রস্তাব করা যায় না ? [CDS-2021]
(a) যে বিলটি বিবেচনায় নেওয়া হোক
(b) জনমত নেওয়ার জন্য বিলটি প্রকাশিত হোক
(c) বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক
(d) বিলটি যৌথ কমিটির কাছে পাঠানো হোক অন্য
কক্ষের সম্মতি ছাড়াই
Answer – (c) বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক
Q. সংসদে 44 তম সংশোধনের মাধ্যমে নীচের কোন্ টি বাতিল হয়েছে? [CDS-2021]
(a) শোষণের বিরুদ্ধে অধিকার
(b) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
(c) সম্পত্তির অধিকার
(d) শিক্ষার অধিকার
Answer – (c) সম্পত্তির অধিকার
Q. নিম্নে উল্লেখিতদের মধ্যে কে সংবিধান কার্য পর্যালোচনা সংক্রান্ত জাতীয় কমিশনের (২000) চেয়ারম্যান ছিলেন? [CDS-2021]
(a) বিচারপতি এম.এন. ভেঙ্কটাচালিয়া
(b) বিচারপতি জে.এস. ভার্মা
(c) বিচারপতি রঙ্গনাথ মিশ্র
(d) বিচারপতি ওয়াই. কে. শুভরয়াল
Answer – (a) বিচারপতি এম.এন. ভেঙ্কটাচালিয়া
Q. কেন্দ্র-রাজ্য সম্পর্কিত এম.এম. পাঞ্চি কমিশন কেন্দ্রীয় সরকারের বিবেচনার জন্য সংরক্ষিত একটি বিল নিষ্পত্তির জন্য সময় সুপারিশ করেছে? [CDS-2021]
(a) চার মাস
(b) ছয় মাস
(c) আট মাস
(d) পাঁচ মাস
Answer – (b) ছয় মাস
Q. নতুন রাজ্যের সৃষ্টি বা রাজ্যের সীমানা পরিবর্তন সংক্রান্ত নিচের বিবৃতির কোটি/ কোনগুলি সঠিক? [CDS-2021]
[1] ভারতে সংবিধানের ৩৬৮ নং ধারা অনুসারে সংসদে একটি সংশোধনী আনতে হবে।
[2] সংসদে সংশোধনী হওয়ার পর অর্ধেক রাজ্যের
অনুমোদন প্রয়োজন।
[3] সংসদের উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
আইন পাশ হওয়া দরকার ।
নিচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি লেখ।
(a) কেবল 1 এবং 3
(b) কেবল 2
(c) কেবল 3
(d) কেবল 2 ও 3
Answer – (a) কেবল 1 এবং 3
Q. পঞ্চায়েত রাজ সম্পর্কিত নিচের কোন্ বিবৃতি গুলি সঠিক ? [CDS-2021]
[I] প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েতের সব আসন পূর্ণ করা হয়।
[2] গ্রামের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে ‘গ্রামসভা’ গঠিত হয়।
[3] প্রত্যেক রাজ্যের আইন পাশের মাধ্যমে পঞ্চায়েতের চেয়ারম্যান নির্বাচিত হয়।
[4] ভারতের সব রাজ্যে ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে।
নিচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি লেখ।
(a) কেবল ৷ ও 4
(b) কেবল 1, 2 ও 3
(c) কেবল 2 ও 3
(d) কেবল 2, 3 ও 4
Answer – (b) কেবল 1 2 ও 3
কিছুদিনের মধ্যেই এখানে আরও প্রশ্ন উত্তর দেওয়া হবে
Update 🔜