Q. ভারত ‘সংবিধান দিবস’ পালিত হয় – [WBCS Preli ’20]

(a) 3 রা ডিসেম্বর

(b) 25 শে অক্টোবর

(c) 5 ই জানুয়ারী

(d) 26 শে নভেম্বর

Answer – (d) 26 শে নভেম্বর

Q. Lokpal এর আক্ষরিক অর্থ – [WBCS Preli ’20]

(a) Caretaker of people

(b) Execution of public services

(c) Looking after the Weaker section of society

(d) Motivate civilians

Answer – (a) Caretaker of people

Q. . ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন –  [WBCS Preli ’20]

(a) মোহনদাস করমচাঁদ গান্ধী

(b) জওহরলাল নেহরু

(c) ডঃ বি. আর. আম্বেদকর

(d) সর্দার বল্লভ ভাই প্যাটেল

Answer – (c) ডঃ বি. আর. আম্বেদকর

Q. রাজ্যসভার সভাপতি হলেন – [WBCS Preli ’20]

(a) ভারতের রাষ্ট্রপতি

(b) ভারতের উপ-রাষ্ট্রপতি

(c) ভারতের প্রধানমন্ত্রী

(d) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

Answer – (b) ভারতের উপ-রাষ্ট্রপতি

Q. ভারতীয় সংবিধান অনুসারে, রাজ্যের বিধানসভা নির্বাচিত করে – [WBCS Preli ’20]

(a) লোকসভার সদস্যদের

(b) রাজ্যসভার সদস্যদের

(c) রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি কে

(d) অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া-কে

Answer – (b) রাজ্যসভার সদস্যদের

Q.  ‘Lokpal’ এর ‘Logo’ তে সতর্কতা চিহ্নিত আছে— [WBCS Preli ’20]

(a) তিরঙ্গা

(b) অশোক চক্র

(c) বিচারকের বেঞ

(d) দু’হাত

Answer – (b) অশোক চক্র

Q. সংবিধানের নবম তপসিল যখন চালু হয়েছিল, তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? [IAS-2019-I]

(a) জওহরলাল নেহরু

(b) লালবাহাদুর শাস্ত্রী

(c) ইন্দিরা গান্ধি

(d) মোরারজি দেশাই

Answer – (a) জওহরলাল নেহরু

Q. নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা কর : [IAS-2019-I]

১. The Parliament (Prevention of dis- qualification) Act ১৯৫৯ কিছু পদে ‘লাভজনক ক্ষেত্রে’ (Office of Profit) অধিষ্ঠিত হওয়ার অযোগ্যতা থেকে ছাড় দেয়।

২. উপরিউক্ত আইনটি (Act) পাঁচবার সংশোধিত হয়েছে।

৩. ‘লাভজনক ক্ষেত্র’ (Office of Profit) এই ধারণাটি ভারতের সংবিধানে ভালোভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

সঠিক উত্তরটি বাছাই কর :

(a) ১ এবং ২

(b) শুধুমাত্র ৩

(c) ২ এবং ৩

(d) ১, ২ এবং ৩

Answer – (a) ১ এবং ২

Q.  ভারতের কোনও রাজ্যের আইনসভা সম্পর্কিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট নিম্নলিখিত মন্তব্যগুলি বিবেচনা কর – [IAS-2019-I]

১. রাজ্যপাল বছরের প্রথম অধিবেশন শুরুর সময়

সভার সদস্যদের নিকট একটি প্রথাগত ভাষণ দেন। ২. যখন রাজ্য আইনসভায় নির্দিষ্ট বিষয়ে কোন বিধি (rule) থাকে না, তখন সংশ্লিষ্ট বিষয়ে লোকসভার বিধি অনুসরণ করে।

 সঠিক উত্তরটি বাছাই কর :

(a) শুধুমাত্র ১

(b) শুধুমাত্র ২

(c) ১ এবং ২ উভয়ই

(d) ১ এবং ২ কোনটিই নয়

Answer – (a) শুধুমাত্র ১

Q. নিম্নলিখিত কোন্ কমিশন পরামর্শ দিয়েছে যে, রাজ্যপালকে রাজ্যের বাইরের একজন বিশিষ্ট মাহি ব্যক্তি হতে হবে এবং তাঁর কোন প্রত্যক্ষ বা তীব্র রাজনৈতিক সংযোগ থাকবে না। বা বিগত সাম্প্রতিক রাজনীতিতে অংশগ্রহণ করেন নি ? [IAS-2019-I]

(a) প্রথম প্রশাসনিক সংস্কার কমিশন (১৯৬৬)

(b) রাজা মান্নার কমিটি (১৯৬৯)

(c) সারকারিয়া কমিশন (১৯৮৩)

(d) সংবিধানের কার্যকারিতা পর্যালোচনা সম্পর্কিত

জাতীয় কমিশন (২০০০)

Answer – (c) সারকারিয়া কমিশন (১৯৮৩)

Q. ভারতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি টেলি যোগাযোগ, বীমা, বিদ্যুৎ ইত্যাদির স্বাধীন নিয়ন্ত্রক সংস্থাগুলির মতো পর্যালোচনা করতে পারে? [IAS-2019-I]

১. পার্লামেন্ট দ্বারা প্রতিষ্ঠিত অ্যাড-হক বা কনের তদর্থক কমিটিগুলি ।

২. পার্লামেন্টারী বিভাগ সম্পর্কিত স্থায়ী কমিটিগুলি। ৩. অর্থ কমিশন।

৪. অর্থনৈতিক ক্ষেত্রে আইন সংস্কার কমিটি।

৫. নীতি আয়োগ (NITI Aayog)

সঠিক উত্তরটি বাছাই কর :

(a) ১ এবং ২

(b) ১, ৩ এবং ৪

(c) ৩, ৪ এবং ৫

(d) 2 এবং ৫

Answer – (a) ১ এবং ২

Q. রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রেক্ষিতে, নিম্নলিখিত কোন্ টি কে ‘স্বাধীনতা’র যথার্থ সংজ্ঞা হিসাবে গ্রহণ

করবে ? [IAS-2019-I]

(a) স্বৈরাচারী রাজনৈতিক শাসকের থেকে সুরক্ষা

(b) নিয়ন্ত্রণের অনুপস্থিতি

(c) নিজের পছন্দ অনুযায়ী কিছু করার সুযোগ

(d) নিজের পরিপূর্ণ বিকাশ ঘটানোর সুযোগ

Answer – (d) নিজের পরিপূর্ণ বিকাশ ঘটানোর সুযোগ

Q. নিম্নলিখিত মন্তব্যগুলি বিবেচনা কর : [IAS-2019-I]

1. ভারতীয় সংবিধানের ৪৪ তম সংশোধনের মাধ্যমে সংবিধানে একটি ধারা অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রীর নির্বাচনকে বিচার বিভাগীয় সমীক্ষার থেকে মুক্ত করা হয়।

2. ভারতের সুপ্রীম কোর্ট, ৭৭-তম সংবিধান সংশোধন বিচার বিভাগের স্বাধীনতা লঙ্ঘন করছে বলে অভিহিত করে।

নিম্নলিখিত কোন্ টি/ কোনগুলি সঠিক :

(a) শুধুমাত্র 1

(b) শুধুমাত্র 2

(c) 1 এবং 2 উভয়ই

(d) 1 এবং 2 কোনটিই নয়

Answer – (b) শুধুমাত্র 2

Q. নিম্নলিখিত মন্তব্যগুলি বিবেচনা কর : [IAS-2019-I]

1. ১৯৬৮ সালে Judges (Inquary) Act -অনুসারে লোকসভার স্পীকার ভারতের সুপ্রীম ভারী কোর্টের বিচারক-এর পদচ্যুতির প্রস্তাব বাতিল করতে পারেন না।

(2. ভারতের সংবিধান ভারতের সুপ্রীম কোর্টের বিচারকদের অদক্ষতা ও প্রমাণিত অসদাচরণ বিষয়ে সংজ্ঞা দিয়েছে এবং বিশদভাবে আলোচনা করেছে।

3. ১৯৬৮ সালের Judges (Inquary) Act-এ মিজ সুপ্রীম কোর্টের বিচারকদের পদচ্যুতির পদ্ধতি কোনো সম্পর্কে বিশদে আলোচিত হয়েছে।

4. যদি একজন বিচারকের পদচ্যুতির প্রস্তাব ভোটাভুটির জন্য গৃহীত হয় তাহলে উক্ত প্রস্তাবটিকে পার্লামেন্টের উভয়কক্ষের মোট  সদস্যদের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের অন্তত ২/৩ অংশের দ্বারা সমর্থিত হতে হয়।

নিম্নলিখিত সঠিক উত্তরটি/উত্তরগুলি বাছাই কর:

(a) 1 এবং 2

(b) শুধুমাত্র 3

(c) 3 এবং 4

(d) 1, 3 এবং 4

Answer – (c) 3 এবং 4

Q. ভারতের সংবিধানের কোন্ তপসিল অনুসারে

 উপজাতিদের জমি খনির জন্য কোন বেসরকারী  কর্তৃত্বের হাতে হস্তান্তর হলে তা বাতিল ও অকার্যকর বলে গণ্য হয় ? [IAS-2019-I]

(a) তৃতীয় তপসিল

(b) পঞ্চম তপসিল

(c) নবম তপসিল

(d) দ্বাদশ তপসিল

Answer – (b) পঞ্চম তপসিল

Q. ভারতের সংবিধান অনুসারে সাধারণ আইনের অন্তর্ভুক্ত নিষিদ্ধকরণ অথবা সীমিতকরণের সংস্থান ১৪২ নং ধারা অনুসারে সাংবিধানিক ক্ষমতার উপর নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা প্রযোজ্য হতে পারে না। এই বিষয়টির অর্থ নিম্নলিখিত কোটির দ্বারা প্রকাশিত হচ্ছে? [IAS-2019-I]

(a) কর্তব্য পালনের ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বিষয়ে কোন আদালতে চ্যালেঞ্জ করা যায় না।

(b) ভারতের সুপ্রীম কোর্ট তাঁর ক্ষমতা অনুশীলনের ক্ষেত্রে পার্লামেন্ট প্রণীত আইন মান্য করতে বাধ্য নয়/ আইনের দ্বারা সীমাবদ্ধ নয়।

(c) দেশের অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে রাষ্ট্রপতি কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে পরামর্শ ছাড়াই অর্থনৈতিক জরুরী অবস্থা ঘোষণা করতে পারে।

(d) রাজ্য আইনসভা নির্দিষ্ট কিছু বিষয়ে কেন্দ্ৰীয়। আইনসভার অনুমতি ছাড়া আইন প্রণয়ন করতে

Answer – (b) ভারতের সুপ্রীম কোর্ট তাঁর ক্ষমতা অনুশীলনের ক্ষেত্রে পার্লামেন্ট প্রণীত আইন মান্য করতে বাধ্য নয়/ আইনের দ্বারা সীমাবদ্ধ নয়।

Q. মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা (সংশোধন) আইন (২০১৭) সংক্রান্ত বিষয়ে নিম্নলিখিত কোটি বা কোন্‌গুলি সঠিক ?  [IAS-2019-I]

1. সন্তান-সম্ভবা মহিলারা সন্তানের জন্মদানের পূর্ববর্তী তিনমাস এবং পরবর্তী তিন মাস সবেতন ছুটি পাবেন।

2. শিশুরক্ষণী ব্যবস্থা সহ কর্ম প্রতিষ্ঠানে কর্মরত 105 মায়েরা প্রতিদিন কমপক্ষে ছয়বার শিশুর রক্ষণী স্থানে যেতে পারবেন।

3. দুইজন সন্তান আছে এইরকম মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা হ্রাস পাবে। নিম্নলিখিত সঠিক উত্তরটি বেছে নাও :

(a) 1 এবং 2

(b) শুধুমাত্র 2

(c) শুধুমাত্র 3

(d) 1, 2 এবং 3

Answer – (c) শুধুমাত্র 3

Q.  ভারতের সংবিধান অনুযায়ী নিম্নলিখিত মন্তব্যগুলি তা বিবেচনা কর:  [IAS-2019-I]

1. কোন হাইকোর্টের কোন কেন্দ্রীয় আইনকে ভাষা সংবিধানিক ভাবে অ-কার্যকর বলে ঘোষণা করার এক্তিয়ার নেই।

2. ভারতীয় সংবিধানের কোন সংশোধন নিয়ে সুপ্রীম কোর্ট কোন প্রশ্ন তুলতে পারেন না ।

 নিম্নলিখিত সঠিক উত্তরটি বাছাই কর :

(a) শুধুমাত্র 1

(b) শুধুমাত্র 2

(c) 1 এবং 2 উভয়ই

(d) 1 এবং 2 কোনটিই নয়

Answer – (d) 1 এবং 2 কোনটিই নয়

Q. ‘জিরো আওয়ার’ কী ? [Food (SI)’ 19]

(a) যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়

(b) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়

(c) সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়

(d) লোকসভাতে যখন কোনো অর্থ (Money) বিল পেশ করা হয়

Answer – (b) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়

Q. সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন— [Food (SI)’ 19]

(a) ভারতের প্রধান বিচারপতি

(b) রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি

(c) রাষ্ট্রপতি বা তাঁর নিযুক্ত কোন ব্যক্তি

(d) প্রধানমন্ত্রী

Answer – (c) রাষ্ট্রপতি বা তাঁর নিযুক্ত কোন ব্যক্তি

Scroll to Top