Q. ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনও ছিলেন না ? [PSC Clerkship ’20]
(a) প্রতিরক্ষা
(b) অর্থ
(c) রেল
(d) বিদেশ
Answer – (c) রেল
Q. লোকসভায় আসন সংখ্যা কত ? [PSC Clerkship ’20]
(a) 540
(b) 543
(c) 545
(d) 550
Answer – (c) 545
Q. নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? [PSC Clerkship ’20]
(a) বাংলাদেশ
(b) মায়ানমার
(c) শ্রীলঙ্কা
(d) নেপাল
Answer – (b) মায়ানমার
Q. সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে— [PSC Clerkship ’20]
(a) জেনেভায়
(b) ওয়াশিংটনে
(c) প্যারিসে
(d) লন্ডনে
Answer – (a) জেনেভায়
Q. সংবিধানের 370 ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? [PSC Clerkship ’20]
(a) মণিপুর
(b) জম্মু এবং কাশ্মীর
(c) নাগাল্যান্ড
(d) সিকিম
Answer – (b) জম্মু এবং কাশ্মীর
Q. সংসদে ‘জিরো আওয়ার’ বলতে কোন সময়কে বোঝায় ? [WBP Constable Main ’20]
(a) 11 টা থেকে । টা
(b) 12 টা থেকে 3 টে
(c) 11 টা থেকে 12 টা
(d) 12 টা থেকে 1 টা
Answer – (d) 12 টা থেকে 1 টা
Q. কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? [WBP Constable Main ’20]
(a) 58 তম
(b) 61 তম
(c) 59 তম
(d) 60 তম
Answer – (b) 61 তম
Q. ভারতীয় সংবিধান অনুসারে কী প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয় ? [PSC Misc’20]
(a) একটিমাত্র নাগরিকত্ব
(b) দ্বৈত নাগরিকত্ব
(c) রাজ্য ও রাষ্ট্রের দুই নাগরিকত্ব
(d) বিবিধ নাগরিকত্ব
Answer – (a) একটিমাত্র নাগরিকত্ব
Q. নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না ? [PSC Misc’20]
(a) শিক্ষার অধিকার
(b) ধর্মীয় আচরণের অধিকার
(c) সাম্যের অধিকার
(d) সম্পত্তির অধিকার
Answer – (d) সম্পত্তির অধিকার
Q. ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী ? [PSC Misc’20]
(a) আইনসভার সকল নির্বাচিত সদস্য
(b) ভারতের প্রধানমন্ত্রী
(c) ভারতের রাষ্ট্রপতি
(d) ভারতের সকল নাগরিক
Answer – (d) ভারতের সকল নাগরিক
Q. ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? [PSC Misc’20]
(a) ১৭ নং ধারা
(b) ১৮ নং ধারা
(c) ১৯ নং ধারা
(d) ২০ নং ধারা
Answer – (a) ১৭ নং ধারা
Q. ভারতীয় সংবিধানের ২৩ তম ধারায় কী বলা হয় ? [PSC Misc’20]
(a) ধর্মীয় জবরদস্তির নিষেধকরণ
(b) মানুষ পাচার নিষেধকরণ
(c) বন্য প্রাণী হত্যা নিষেধ করণ
(d) উপরোক্ত কোনোটিই নয়
Answer – (b) মানুষ পাচার নিষেধকরণ
Q. ভারতীয় সংবিধানের প্রথম নক্সা ও তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল ? [PSC Misc’20]
(a) যামিনী রায়
(b) নন্দলাল বোস
(c) অমৃতা শেরগিল
(d) গণেশ পাইন
Answer – (b) নন্দলাল বোস
Q. কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে ২১ থেকে ১৮ করা হয় ? [PSC Misc’20]
(a) ইন্দিরা গান্ধি, ১৯৮১
(b) রাজীব গান্ধি, ১৯৮৯
(c) নরসিমহা রাও, ১৯৯২
(d) অটল বিহারী বাজপেয়ী, ১৯৯৮
Answer – (b) রাজীব গান্ধি, ১৯৮৯
Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল— [WBCS Preli ’20]
(a) ভারতীয় ন্যাশনাল কংগ্রেস
(b) ইন্ডিয়ান লিগ
(c) ভারতীয় সাংবিধানিক সভা
(d) উপরের কোনোটিই নয়
Answer – (c) ভারতীয় সাংবিধানিক সভা
Q. অ্যাক্ট III, 1872 কী ছিল ? [WBCS Preli ’20]
(a) সমাজ সংস্কার আইন
(b) জুরী আইন
(c) রাজস্ব আইন
(d) শাসনসংক্রান্ত আইন
Answer – (a) সমাজ সংস্কার আইন
Q. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয়? [WBCS Preli ’20]
(a) 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
(b) 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
(c) 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
(d) 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
Answer – (a) 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
Q. Constituent Assembly ভারতীয় সংবিধান গ্রহণ করেছে – [WBCS Preli ’20]
(a) 15 ই আগষ্ট, 1947
(b) 26 শে জানুয়ারী, 1950
(c) 26 শে নভেম্বর, 1949
(d) 2রা অক্টোবর, 1950
Answer – (c) 26 শে নভেম্বর, 1949
Q. মহামান্য সুপ্রীম কোর্টের আদেশবলে RTI প্রয়োগ করা যাবে – [WBCS Preli ’20]
(a) Office of the CBI তেও
(b) Office of the NIA তেও
(c) Office of the CJI তেও
(d) Office of the PMO তেও
Answer – (c) Office of the CJI তেও
Q. ভারতের 70 তম সংবিধান দিবস পালিত হয়/ হবে- [WBCS Preli ’20]
(a) 2020
(b) 2018
(c) 2017
(d) 2019
Answer – (d) 2019