Q. সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন, যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিলঃ [W.B.C.S. Preli – 19]
(a) 15th August, 1947
(b) 24th July, 1948
(c) 20th January, 1951
(d) 26th January, 1950
Answer – (d) 26th January, 1950
Q. ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে— [W.B.C.S. Preli – 19]
(a) ভারতের রাষ্ট্রপতি
(b) লোকসভা
(c) ভারতের প্রধান বিচারপতি
(d) আইন কমিশন
Answer – (b) লোকসভা
Q. ‘Panchayati Raj’ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোটি নিশ্চিত করা? [W.B.C.S. Preli – 19]
(a) উন্নতিতে জনগণের অংশগ্রহণ
(b) রাজনৈতিক দায়বদ্ধতা
(c) গণতান্ত্রিক বিকেন্দ্রিকরণ
(d) আর্থিক যোজন
Answer – (c) গণতান্ত্রিক বিকেন্দ্রিকরণ
Q. ‘ Welfare State’-এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায়? [W.B.C.S. Preli -’19]
(a) প্রস্তাবনায়
(b) রাজ্যনীতির প্রত্যক্ষ নীতিসমূহে
(c) মৌলিক অধিকারে
(d) সপ্তম তালিকায়
Answer – (b) রাজ্যনীতির প্রত্যক্ষ নীতিসমূহে
Q. ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে— [W.B.C.S Preli – 19]
(a) Preamble to the Constitutions-এ
(b) Directive Principles of State Policy- তে
(c) Fundamental Duties-এ
(d) Ninth Schedule-এ
Answer – (b) Directive Principles of State Policy- তে
Q. ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি— [W.B.C.S Preli – 19]
(a) মৌলিক অধিকার
(b) স্বাভাবিক অধিকার
(c) সাংবিধানিক অধিকার
(d) বৈধ বা আইনি অধিকার
Answer – (c) সাংবিধানিক অধিকার
Q. 123তম সংবিধান সংশোধনে কী বিষয় নিয়ে 2020 আলোচনা করা হয়েছে? [W.B.C.S Preli – 19]
(a) ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস-এর ক্ষমতায়ন
(b) ন্যাশনাল কাউন্সিল ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস-এর ক্ষমতায়ন
(c) ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউল কাস্টস-এর ক্ষমতায়ন
(d) ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টস-এর ক্ষমতায়ন
Answer – (a) ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস-এর ক্ষমতায়ন
Q. ভারতীয় দন্ডবিধির কোন্ ধারায় ব্যাভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে? [W.B.C.S Preli – 19]
(a) 496
(b) 497
(c) 498
(d) 499
Answer – (b) 497
Q. সংবিধানের কোন্ ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? [W.B.C.S Preli – 19 ]
(a) 156
(b) 155
(c) 154
(d) 153
Answer – (c) 154
Q. ভারতীয় সংবিধানের কোন ধারাকে (article) ডঃবি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা (heart and soul)’ বলেছেন ? [WBP Constable-’19]
(a) 14 ধারা
(b) 19 ধারা
(c) 356 ধারা
(d) 32 ধারা
Answer – (d) 32 ধারা
Q. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর (amendment) মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল (territory) বিনিময় হয়েছে? [WBP Constable-’19]
(a) 103 তম
(b) 100 তম
(c) 101 তম
(d) 102 তম
Answer – (b) 100 তম
Q. ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন— [ICDS (Supervisor)’ 19]
(a) জওহরলাল নেহরু
(b) ডঃ আম্বেদকর
(c) বি.এন.রাও
(d) খসড়া কমিটি
Answer – (c) বি.এন.রাও
Q. তথ্যের অধিকার আইন চালু হয়— [ICDS (Supervisor)’ 19]
(a) 2005 সালে
(b) 2004 সালে
(c) 2006 সালে
(d) 2007 সালে
Answer – (a) 2005 সালে
Q. ভারতে নতুন সর্বভারতীয় কৃত্যক তৈরি করে/হয়— [ICDS (Supervisor) ’19]
(a) সংবিধানের সংশোধন দ্বারা
(b) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সাথে পরামর্শক্রমে কেন্দ্রীয় সরকার।
(c) রাজ্যসভার প্রস্তাবক্রমে কেন্দ্রীয় আইনসভার দ্বারা
(d) কেন্দ্রীয় মন্ত্রীসভার পরামর্শক্রমে রাষ্ট্রপতির দ্বারা
Answer – (c) রাজ্যসভার প্রস্তাবক্রমে কেন্দ্রীয় আইনসভার দ্বারা
Q. কোনো একটি বিশেষ অঞ্চলে নিজের সার্বভৌম ক্ষমতার দাবি প্রতিষ্ঠার জন্য কোন রাষ্ট্র ‘ঐতিহাসিক সার্বভৌমিকতা’ কথাটি চালু করেছিল ? [ICDS (Supervisor)’ 19]
(a) আমেরিকা যুক্তরাষ্ট্র
(b) উত্তর কোরিয়া
(c) চীন
(d) সিরিয়া
Answer – (c) চীন
Q. “আমাদের সংবিধানের প্রস্তাবনা চরম গুরুত্বপূর্ণ এবং সংবিধানটি অনুধাবনের আলোকে উপস্থাপিত মহান দৃষ্টিভঙ্গি পাঠ করা এবং ব্যাখ্যা করা উচিত” –বিচারপতি সিক্রি উপরে বর্ণনা দিয়েছেন যে কেসে— [WBCS (Main) – 2019]
(a) পুনরায় কেরলে শিক্ষা বিল
(b) এ.কে গোপালান বনাম মাদ্রাজ রাজ্য
(c) পুনরায় বেরুবাড়ী ইউনিয়ন
(d) কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য
Answer – (d) কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য
Q. ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ধারণা ‘ইউনিয়ান অব স্টেট’ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? [WBCS (Main) – 2019]
(a) আমেরিকা
(b) কানাডা
(c) আয়ারল্যান্ড
(d) রাশিয়া
Answer – (b) কানাডা
Q. নিম্নলিখিত কোন ধারায় বর্ণনা করা হয়েছে যে কোন ব্যক্তি স্বেচ্ছায় বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে সে আর নাগরিক থাকবে না। [WBCS (Main) – 2019]
(a) ধারা ৫
(b) ধারা ৬
(c) ধারা ৭
(d) ধারা ৮
Answer – (d) ধারা ৮
Q. ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল— [WBCS (Main) -2019]
(a) ১৫ আগষ্ট ১৯৪৭
(b) ২৫ আগষ্ট ১৯৪৯
(c) ২৬ নভেম্বর ১৯৪৯
(d) ২৬ জানুয়ারি ১৯৫০
Answer – (c) ২৬ নভেম্বর ১৯৪৯
Q. ভারতের স্বাধীনতা আইন ১৯৪৭ কার্যকর হয়—
[WBCS Main) -2019 ]
(a) ৩রা জুন ১৯৪৭
(b) ১৮ জুলাই ১৯৪৬
(c) ৯ ডিসেম্বর ১৯৪৬
(d) ২০ নভেম্বর ১৯৪৯
Answer – (a) ৩রা জুন ১৯৪৭