Q.  নিচের কোন্ শহরটি ভারতের সর্ব উত্তরে অবস্থিত? [CISF AC (Exe)-LDCF-2021]

(a) পাটনা

(b) কোলকাতা

(c) গোয়াহাটি

(d) কোহিমা

Answer – (c) গোয়াহাটি

Q. নিচের কোন্ স্থানে ‘অলকানন্দা ও ভাগীরথীর মিলন ঘটেছে? [CISF AC (Exe)-LDCF-2021]

(a) বিষ্ণুপ্রয়াগ

(b) কর্ণপ্রয়াগ

(c) দেবপ্রয়াগ

(d) রুদ্রপ্রয়াগ

Answer – (c) দেবপ্রয়াগ

Q. নিচের কোন্ নদীর প্রবাহপথে মাজুলী’ দ্বীপটি অবস্থিত? [CISF AC (Exe) – LDCF-2021]

(a) গঙ্গা

(b) গোদাবরী

(c) ব্রহ্মপুত্র

(d) কাবেরী

Answer – (c) ব্রহ্মপুত্র

Q.  ‘Great Bitter’ হ্রদটি যার অংশ- [CISF AC (Exe)-LDCF-2021]

(a) পানামা খাল

(b) গ্র্যাণ্ড ক্যানেল

(c) সুয়েজ খাল

(d) সু ক্যানেল

Answer – (c) সুয়েজ খাল

Q. নেভেলী, সিন্থারেনী, কোরবা এবং সিংরৌলি খনিগুলিতে পাওয়া যায়— [CISF AC (Exe) – LDCF-2021]

(a) অভ্র

(b) লৌহ আকরিক

(c) বক্সাইট

(d) কয়লা

Answer – (d) কয়লা

6. ভৌগলিক পরিণ্ডলের দিক দিয়ে নিচের কোন্ দেশটির Land Locked সর্বাধিক? [CISF AC (Exe) – LDCF-2021]

(a) মোঙ্গলিয়া

(b) কাজাখাস্থান

(c) আফগানিস্থান

(d) বলিভিয়া

Answer – (b) কাজাখাস্থান

Q.  ৫০° দক্ষিণ অক্ষাংশ প্রসারিত যে দেশটির পাশ দিয়ে- [ CISF AC (Exe) – LDCF-2021]

 (a) দক্ষিণ আফ্রিকা

 (b) অস্ট্রেলিয়া

 (c) আর্জেন্টিনা

 (d) উরুগুয়ে

Answer – (a) দক্ষিণ আফ্রিকা

Q. নিচের কোন দেশটি 20th UN. Climatic Change Conferance of the Parties (COP- 26)-এর আয়োজক ? [ CISF AC (Exe) – LDCF-2021]

(a) ইংল্যান্ড

(b) জার্মানি

(c) রাশিয়া

(d) ফ্রান্স

Answer – (a) ইংল্যান্ড

Q. ভারতের আঞ্চলিক সীমারেখা জলভাগে কতদূর পর্যন্ত বিস্তৃত? [CDS-2021]

(a) 10 নটিক্যাল মাইল

(b) 14 নটিক্যাল মাইল

(c) 12 নটিক্যাল মাইল

(d) 15 নটিক্যাল মাইল

Answer – (c) 12 নটিক্যাল মাইল

Q. নিচের কোটি একটি শীতল সমুদ্র স্রোত? [CDS-2021]

(a) ব্রাজিলিয়ান স্রোত

(b) উপসাগরীয় স্রোত

(c) উত্তর নিরক্ষীয় স্রোত

(d) ক্যালিফোর্ণিয়া স্রোত

Answer – (d) ক্যালিফোর্ণিয়া স্রোত

Q.  নিচে একটি বিশেষ মৃত্তিকার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তার উপর ভিত্তি করে নির্দিষ্ট মৃত্তিকাটি চিহ্নিত করুন। [CDS-2021]

 ১. অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, লৌহ, চুনের মিশ্রণযুক্ত।

২. এগুলি সাধারণত কদমযুক্ত, গভীর ও দুর্ভেদ্য প্রকৃতির।

৩. মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও গুজরাট অঞ্চলে এই মাটির ত? প্রাধান্য রয়েছে।

উল্লেখিত বৈশিষ্ট্যগুলি যে মৃত্তিকাকে নির্দেশ করে-

(a) ল্যাটেরাইট মৃত্তিকা (Red and yellow soil)

(b) লোহিত ও হলুদ মাটি

(c) লবণাক্ত মৃত্তিকা

(d) কৃষ্ণ মৃত্তিকা

Answer – (d) কৃষ্ণ মৃত্তিকা

Q.  “Arabica, Robusta and liborica” এই গোত্রগুলি নিচের যে শস্যের সঙ্গে সম্পর্কিত— [CDS-2021]

(a) কফি

(b) চা

(c) ইক্ষু

(d) কার্পাস

Answer – (a) কফি

Q. অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ হল— [CDS-2021]

(a) তামার আকরিক

(b) বক্সাইটের আকরিক

(c) অভ্রের আকরিক

(d) ম্যাঙ্গানিজের আকরিক

Answer – (b) বক্সাইটের আকরিক

Q. নিচের কোন্ সমুদ্র বন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? [CDS-2021]

(a) কান্ডালা

(b) এন্নোর

(c) কোচি

(d) মার্মাগাঁও

Answer – (d) মার্মাগাঁও

Q. মিলপা এবং লাডাং এই দু’টি ভিন্ন নাম যে কৃষিকাজের / শস্যের- [CDS-2021]

(a) স্থানান্তর কৃষি

(b) মিশ্র কৃষি

(c) ট্রাক ফার্মিং

(d) প্যালটেশান কৃষিকাজ

Answer – (a) স্থানান্তর কৃষি

Q. সিন্ধু নদের কোন্ উপনদীর উপর ভাকরা নাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে? [CDS-2021]

(a) চেনাব

(b) সুতলেজ

(c) রাভি

(d) ঝিলাম

Answer – (b) সুতলেজ

Q. যখন নদী চারদিক থেকে জল বহন করে এনে মধ্যবর্তী কোন হ্রদ বা নিম্নভূমিতে নির্গমন করে সেই নদী বিন্যাস কি নামে পরিচিত? [CDS-2021]

(a) জাফরীরূপী জল নির্গমন

(b) বৃক্ষরূপী জল নির্গমন প্ৰণালী

(c) কেন্দ্ৰ বিমুখ

(d) কেন্দ্রাতিক জল নির্গমন প্রণালী

Answer – (d) কেন্দ্রাতিক জল নির্গমন প্রণালী

Q. নিচের কোন্ বিবৃতিটি কোরিওলিস বলের ক্ষেত্রে প্রযোজ্য নয় ? [CDS-2021]

(a) পৃথিবীর মেরুতে এই বল সর্বাধিক

(b) পৃথিবীর নিরক্ষরেখায় এটি কার্যকর নয়/শূন্য

(c) দক্ষিণ গোলার্ধে এর কারণে বায়ু প্রবাহ ডানদিকে বেঁকে যায়

 (d) উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ এর কারণে ডানদিকে বেঁকে যায়

Answer – (c) দক্ষিণ গোলার্ধে এর কারণে বায়ু প্রবাহ ডানদিকে বেঁকে যায়

Q. নিচের বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে সঠিক কৃষিটি নির্বাচন করুন- [CDS-2021]

১. এটি খারিফ শস্য

 ২. আউস-আমন-বোরো এই তিনপ্রকার চাষাবাদ হয়ে থাকে সারাবছর ধরে

 ৩. ভারতের মোট কৃষিকাজের 1/4 অংশ কৃষিকাজ এই প্রকার শস্য উৎপাদন হয়ে থাকে।

(a) গম

(b) ধান

(c) ডাল

(d) তুলা

Answer – (b) ধান

20. নিচের কোনটি ‘আগ্নেয় শিলা’? [CDS-2021]

(a) মার্বেল

(b) হ্যালিট

(c) গ্রানাইট

(d) কাদাপাথর

Answer – (c) গ্রানাইট

Scroll to Top