Geography.10

Q. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল- [WBP (Constable)’18]

(a) নীলগিরি

(b) হিমালয়

(c) আরাবল্লী

(d) বিন্ধ্য

Answer – (c) আরাবল্লী

Q.  বর্তমানে আমাদের সৌরজগতে (Solar system) শীতলতম গ্রহ (Coldest planet) কোনটি ? [WBP (Constable)’18]

(a) বুধ (Mercury)

(b) নেপচুন (Neptune)

(c) প্লুটো (Pluto)

(d) বৃহস্পতি (Jupiter)

Answer – (c) প্লুটো (Pluto)

Q. 38 তম প্যারালাল ( 38th parallel) বিভক্ত করে—  [WBP (Constable)’18]

(a) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

(b) ভিয়েতনাম ও কাম্পুচিয়া

(c) ভারত ও নেপাল

(d) ভারত ও পাকিস্তান

Answer – (a) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

Q. ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র (Permanent Research Station) ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত?[WBP (Constable)’ 18 ]

(a) হিমালয়

(b) ভারত মহাসাগর (Indian Ocean)

(c) আরব সাগর (Arabian Sea)

(d) আন্টার্কটিকা

Answer – (d) আন্টার্কটিকা

Q. কোন প্রাণি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক (state- symbol)?[WBP (Constable)’18]

(a) চড়ুইপাখি (House Sparrow)

(b) মেছো বিড়াল (Fishing Cat)

(c) একশৃঙ্গ গন্ডার (One-horned Rhino)

(d) কাঠবিড়ালী (Squirrel)

Answer – (b) মেছো বিড়াল (Fishing Cat)

Q. পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে? [WBP Lady Constable’18]

(a) বাঁকুড়া

(b) পশ্চিম মেদিনীপুর

(c) বীরভূম

(d) পুরুলিয়া

Answer – (d) পুরুলিয়া

Q.  কেরালার উপকূলভাগ (coastline) কী নামে পরিচিত? [WBP Lady Constable’18]

(a) মালাবার

(b) উৎকল

(c) করমণ্ডল

(d) কোঙ্কন

Answer – (a) মালাবার

Q. ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক (natural) পাওয়া যায় ? [WBP Lady Constable’18]

(a) কেরালা

(b) অন্ধ্রপ্রদেশ

(c) আসাম

(d) তামিলনাড়ু

Answer – (a) কেরালা

Q. পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত (salty) সমুদ্র (sea) কী ? [WBP Lady Constable’18]

(a) লোহিত সাগর (Red Sca)

(b) কৃষ্ণ সাগর (Black Sea)

(c) আরল সাগর (Ural Sea)

(d) মৃত সাগর (Dead Sea )

Answer – (d) মৃত সাগর (Dead Sea )

Q. ভারতের ——–রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ

উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত। [WBCS (Preli)’18]

(a) বিহার

(b) ওড়িশা

(c) কর্ণাটক

(d) রাজস্থান

Answer – (b) ওড়িশা

Q.  ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত:

[WBCS (Preli)’18]

(a) কারাকোরাম

(b) কাশ্মীর

(c) গডউইন অস্টিন

(d) কেনিথ

Answer – (c) গডউইন অস্টিন

Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়- [WBCS (Preli)’18]

(a)  লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম-এ

(b) হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর-এ

(c) চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর-এ

(d) খড়্গপুর, চিত্তরঞ্জন ও দমদম-এ

Answer – (a)  লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম-এ

Q. ২০১৭ সালের ‘গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম’

কোন্ তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে? [WBCS (Preli)’18]

(a) জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচী

(b) নিরাপদ হিমালয়

(c) A ও B উভয়েই

(d) উপরের কোনোটিই নয়

Answer – (c) A ও B উভয়েই

Q. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে – [WBCS (Preli)’18]

(a) নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া

(b) সুন্দরবন অঞ্চল

(c) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা

(d) পূর্ব মেদিনীপুর ও হাওড়া

Answer – (b) সুন্দরবন অঞ্চল

Q.  নিম্নলিখিত কোন্ দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয় ? [WBCS (Preli)’18]

(a) সুইৎজারল্যান্ড

(b) UAE

(c) দক্ষিণ আফ্রিকা

(d) ব্রাজিল

Answer – (a) সুইৎজারল্যান্ড

Q.  ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে— [WBCS (Preli)’18]

(a) পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত

(b) কাশ্মীর উপত্যকা

(c) উত্তর কাশ্মীর সমভূমি

(d) পুঞ্চ

Answer – (b) কাশ্মীর উপত্যকা

Q. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011 ) – [WBCS (Preli)’18]

(a) হাওড়া

(b) উত্তর ২৪ পরগণা

(c) পাটনা

(d) এন.সি. আর.

Answer – (b) উত্তর ২৪ পরগণা

Q. ভারত ও মায়ানমারের মধ্যে ——- পর্বতশ্রেনী

অবস্থিত। [WBCS (Preli)’18]

(a) লুসাই

(b) নামচা বারোয়া

(c) খাসি

(d) তুরা

Answer – (a) লুসাই

Q. রোহিলখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত।[WBCS (Preli)’ 18 ]

(a) গুজরাট সমভূমি

(b) আরাবল্লির পশ্চিম পাদদেশে

(c) উত্তপ্রদেশের উত্তরাঞ্চল 

(d) বিহার

Answer – (c) উত্তপ্রদেশের উত্তরাঞ্চল 

Q. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ— [WBCS (Preli ) ’18 ]

(a) স্যাডেল শৃঙ্গ

(b) ডায়াবোল শৃঙ্গ

(c) কার নিকোবর

(d) কোনোটিই নয়

Answer – (a) স্যাডেল শৃঙ্গ

Scroll to Top