Q. “ওজোনস্তর ” অতিবেগুনি রশ্মি শোষণ করে। বায়ুমণ্ডলের কোন্ স্তরের মধ্যে ওজোন স্তরটি অবস্থিত? [CDS-2021]

(a) আয়নোস্ফিয়ার

(b) ট্রপোস্ফিয়ার

(c) মেসোস্ফিয়ার

(d) স্ট্যাটোস্ফিয়ার

Answer – (d) স্ট্যাটোস্ফিয়ার

Q.  নিচের কোন্ বিবৃতিটি প্রাথমিক ভূ-কম্পীয় তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয় ? [CDS-2021]

(a) এই তরঙ্গগুলি শব্দ তরঙ্গের সমতুল্য

(b) কেবলমাত্র কঠিন বস্তু/পদার্থের মধ্য দিয়ে এই

তরঙ্গ বেশি শক্তিশালী হয়

(c) এগুলি গ্যাসীয়, তরল ও কঠিন পদার্থের মধ্যে দিয়ে 30 প্রসার লাভ করে

(d) ভূ-ত্বকের মধ্য দিয়ে যাওয়ার সময় এদের গতিবেগ ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হয়ে যায়

Answer – (d) ভূ-ত্বকের মধ্য দিয়ে যাওয়ার সময় এদের গতিবেগ ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হয়ে যায়

Q. প্রকৃতিতে প্রাপ্ত “পলল মৃত্তিকা” আসলে বেলে দোঁয়াশ মাটি থেকে কর্দম মাটি প্রকৃতির। এই মাটি সাধারণত—  [CDS-2021]

(a) অতিমাত্রায় ফসফরাসযুক্ত এবং স্বল্প পটাশযুক্ত

(b) পটাশ ও ফসফরাস খুবই কম থাকে

(c) অতিমাত্রায় ফসফরাস ও পটাশযুক্ত

(d) অতিমাত্রায় পটাশ ও স্বল্প মাত্রায় ফসফরাস থাকে

Answer – (c) অতিমাত্রায় ফসফরাস ও পটাশযুক্ত

Q. যে জল সীমানা দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করা হয়ে থাকে— [CDS-2021]

(a) মান্নান উপসাগর

(b) 10° চ্যানেল

(c) 11° চ্যানেল

(d) পক্‌-প্ৰণালী

Answer – (b) 10° চ্যানেল

Q. ভারতের প্রধান দ্রাঘিমারেখা ধরা হয়-  [CDS-2021]

(a) 88°30´ পূর্ব

(b) 82°30′ পূর্ব

(c) 82°30′ পশ্চিম

(d) 83°30′ পশ্চিম

Answer – (b) 82°30′ পূর্ব

Q. “Luhri Hydro-Electic Power Project” / Luhri জলবিদ্যুৎ প্রকল্প যে নদীর উপর অবস্থিত— [CDS-2021]

(a) সুতলেজ

(b) বিস নদী

(c) রভি নদী

(d) চেনাব নদী

Answer – (a) সুতলেজ

Q. ২০২০ সালের UNESCO ভারতের যে ব্যাঘ্র প্রকল্পটিকে বায়োস্ফিয়ার রিজার্ভার হিসাবে ঘোষণা করেছেন— [CDS-2021]

(a) পান্না ব্যাঘ্র সংরক্ষণ / রিজার্ভ

(b) নামডাফা ব্যাঘ্র সংরক্ষণ / রিজার্ভ

(c) দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ / রিজার্ভ

(d) পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ / রিজার্ভ

Answer – (a) পান্না ব্যাঘ্র সংরক্ষণ / রিজার্ভ

Q. “কালেশ্বরম লিফট ইরিগেশান পদ্ধতি” সাম্প্রতিকালে যে রাজ্যে গঠিত হয়েছে— [CDS-2021]

(a) কেরালা

(b) গুজরাট

(c) তেলেঙ্গানা

(d) মহারাষ্ট্র

Answer – (c) তেলেঙ্গানা

Q. ‘আইসল্যান্ড’ দ্বীপটিতে টেকটোনিক ক্রিয়াকলাপের সুবিধার মধ্যে রয়েছে – [NDA-2021]

1. প্রাকৃতিক ‘স্বাভাবিক গ্যাসের’ উৎস

2. নতুন ভূ-খন্ড গঠন

3. পর্যটকদের আকর্ষণ

সুনির্দিষ্ট সঠিক উত্তরটি নির্বাচন করুন-

(a) কেবলমাত্র 1 নং

(b) 2 নং ও 3 নং

(c) 1 নং ও 3 নং

(d) 1, 2 ও 3 নং

Answer – (a) কেবলমাত্র 1 নং

Q. নিচের কোনটি ক্ষুদ্রপাতের অন্তর্ভুক্ত নয়? [NDA-2021]

(a) কোকোজ প্লেট

(b) নাজকা প্লেট

(c) ক্যারোলিন প্লেট

(d) আন্টার্টিক প্লেট

Answer – (d) আন্টার্টিক প্লেট

Q.  নিচের কোনটি ‘ব্রহ্মপুত্র নদের উপনদী নয় ? [NDA-2021]

(a) মানস নদী

(b) কামেং নদী

(c) মহানন্দা নদী

(d) সুবনসিরি নদী

Answer – (b) কামেং নদী

Q.  একই দিনে ভারতে যদি দুপুর ১২টা হয় তখন কোন্ দ্রাঘিমারেখার স্থানীয় সময় সকাল ৭টা হবে?

[NDA-2021]

(a) 7.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়

(b) 7.5 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায়

(c) 75 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়

(d) 75 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায়

Answer – (a) 7.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়

Q. নিচের কোন্ অক্ষাংশটিকে দীর্ঘতম অক্ষাংশ হিসেবে বিবেচনা করা হয়? [NDA-2021]

(a) ৯০ ডিগ্রি অক্ষাংশ

(b) ২৩.৫ ডিগ্রি অক্ষাংশ

(c) ০.০ ডিগ্রি অক্ষাংশ

(d) ৬৬.৫ ডিগ্রি অক্ষাংশ

Answer – (c) ০.০ ডিগ্রি অক্ষাংশ

Q. ভূমিকম্পের উৎপত্তিস্থল যে নামে পরিচিত— [NDA-2021]

(a) উপকেন্দ্র

(b) কেন্দ্ৰ

(c) ফটোস্ফিয়ার

(d) সিসমিক জোন

Answer – (b) কেন্দ্ৰ

Q. নিচের কোন্ গ্রহের উচ্চ ঘনত্ব লক্ষ্য করা যায়? [NDA-2021]

(a) বুধ

(b) বৃহঃস্পতি

(c) শুক্র

(d) পৃথিবী

Answer – (d) পৃথিবী

Q. ‘Basket of eggs’ ভূ-প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত— [NDA-2021]

(a) ড্রামলিন

(b) এসকার

(c) সার্ক

(d) গ্রাবরেখা

Answer- (a) ড্রামলিন

Q. . নিচের কোন্ তৈল শোধনাগারটি আসাম রাজ্যে অবস্থিত নয় ? [NDA-2021]

(a) তাতিপাকা

(b) বঙ্গাইগাঁও

(c) নুমালিগড়

(d) ডিগবয়

Answer – (a) তাতিপাকা

Q. পৃথিবীর ভূ-ত্বকের গভীরতম অংশে ম্যাগমাজাত পদার্থ অতিমাত্রায় সজ্জিত হয়ে যে বৃহদাকার গম্বুজ গঠিত হয়, এটি যে নামে পরিচিত- [NDA-2021]

(a) ব্যাথোলিথ

(b) ল্যাকোলিথ

(c) ল্যাপোলিথ

(d) ফ্যাকোলিথ

Answer – (a) ব্যাথোলিথ

Q.  সর্বাধিক গভীরতাযুক্ত শিলামন্ডল দেখা যায়— [NDA-2021]

(a) প্রশান্ত মহাসাগর

(b) সাইবেরিয় সমভূমি

(c) প্যাটাগোনিয়া মরুভূমি

(d) হিমালয় পার্বত্য অঞ্চল

Answer – (d) হিমালয় পার্বত্য অঞ্চল

Q. দঃপূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত- [NDA-2021]

(a) বিলাসপুর

(b) সেকেন্দ্রাবাদ

(c) কোলকাতা

(d) ভুবনেশ্বর-এ

Answer – (c) কোলকাতা

Scroll to Top