Q. রোহিঙ্গা উপজাতি মায়ানমারে কোন প্রদেশের আদি বাসিন্দা ? [PSC Misc’20]
(a) রাখিন
(b) কাচিন
(c) চিন
(d) উপরোক্ত কোনোটিই নয়
Answer – (a) রাখিন
Q. ‘গোটিপুয়া’ ভারতের কোন প্রদেশের নৃত্য ? [PSC Misc’20]
(a) ওড়িশা
(b) মহারাষ্ট্র
(c) কেরালা
(d) অন্ধ্রপ্রদেশ
Answer – (a) ওড়িশা
Q. নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয় ? [PSC Misc’20]
(a) অরাল সাগর
(b)কৃষ্ণ সাগর
(c) ভূমধ্যসাগর
(d) লোহিত সাগর
Answer – (a) অরাল সাগর
Q. ‘দস্ত-ই-মারগো’বা ‘মৃত্যু-মরুভূমি’ কোন দেশের অংশ ? [PSC Misc’20]
(a) সৌদি আরব
(b) কাজাখস্তান
(c) ইরাক
(d) আফগানিস্তান
Answer – (d) আফগানিস্তান
Q. নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয় ? [PSC Misc’20]
(a) শিবালিক
(b) সহ্যাদ্রী
(c) হিমাদ্রী
(d) হিমাচল
Answer – (b) সহ্যাদ্রী
Q. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী ? [WBCS Preli ’20]
(a) কল্লেরু হ্রদ
(b) পুলিকট হ্রদ
(c) চিলিকা হ্রদ
(d) লোকতাক হ্রদ
Answer – (a) কল্লেরু হ্রদ
Q. Census 2011-এ পশ্চিমবঙ্গের literacy rate হল— [WBCS Preli ’20]
(a) 97%
(b) 70%
(c) 80%
(d) 77%
Answer – (d) 77%
Q. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? [WBCS Preli ’20]
(a) মধ্যপ্রদেশ
(b) কর্ণাটক
(c) অন্ধ্রপ্রদেশ
(d) মহারাষ্ট্র
Answer – (c) অন্ধ্রপ্রদেশ
Q. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? [WBCS Preli ’20]
(a) 4
(b) 6
(c) 5
(d) 3
Answer – (c) 5
Q. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তানিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? [WBCS Preli ’20]
(a) 14 জানুয়ারি 1969
(b) 4 ডিসেম্বর 1969
(c) 27 জানুয়ারি 1969
(d) 16 আগস্ট 1969
Answer – (a) 14 জানুয়ারি 1969
Q. কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? [WBCS Preli ’20]
(a) 1991
(b) 1990
(c) 1992
(d) 1994
Answer – (c) 1992
Q. নীচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হল: [WBCS Preli ’20]
১. এটির ঝাড়খন্ডের রাঁচি মালভূমিতে উৎস।
২. এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত হয়।
৩. এটি একটি শোন নদীর শাখা নদী উপরের তথ্যভিত্তিতে নদীটি চিহ্নিত করুন—
(a) উত্তর কোয়েল নদী
(b) মেচি নদী
(c) মহানন্দা নদী
(d) মহাদায়ী নদী
Answer – (a) উত্তর কোয়েল নদী
Q. উত্তর গোলার্ধের জন্য সঠিক জোড়গুলি শনাক্ত করুন: [WBCS Preli 20]
1. মকর সংক্রান্তি – ডিসেম্বর 22nd
2. জলবিষুব – সেপ্টেম্বর 23rd
3. কর্কট সংক্রান্তি – জুন 21st
4. মহাবিষুব – মাৰ্চ 21st
প্রদত্ত কোড থেকে সঠিক উত্তরটি চয়ন করুন
(a) 1 এবং 2
(b) 2 এবং 3
(c) 3 এবং 4
(d) সবকটি সঠিকভাবে মেলে
Answer – (d) সবকটি সঠিকভাবে মেলে
Q. মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 Census পশ্চিমবঙ্গের স্থান হল – [WBCS Preli 20]
(a) দশম
(b) চতুর্থ
(c) দ্বিতীয়
(d) পঞ্চম
Answer – (b) চতুর্থ
Q. বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? [WBCS Preli ’20]
(a) বনস
(b) চম্বল
(c) শতদ্রু
(d) যমুনা
Answer – (c) শতদ্রু
Q. 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম হল- [WBCS Preli ’20]
(a) Fani
(b) Bulbul
(c) Phinge
(d) Sumi
Answer – (b) Bulbul
Q. কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? [WBCS Preli ’20]
(a) 1818
(b) 1821
(c) 1819
(d) 1823
Answer – (a) 1818
Q. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ? [WBCS Preli ’20]
(a) প্রতাপগড়
(b) মেহেরগড়
(c) কোয়েটা
(d) কালাট
Answer – (b) মেহেরগড়
Q. সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে— [WBCS Preli ’20]
(a) 2 মিনিট
(b) 8 মিনিট
(c) 4 মিনিট
(d) 16 মিনিট
Answer – (b) 8 মিনিট
Q. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ? [WBCS Preli ’20]
(a) তেলেঙ্গানা
(b) কেরল
(c) জন্মু ও কাশ্মীর
(d) অন্ধ্রপ্রদেশ
Answer – (c) জন্মু ও কাশ্মীর