Q. ব্যারোমিটার পাঠ (reading) হঠাৎ কমে গেলে, আবহাওয়ার (weather) কি পরিবর্তন হবে? [WBP Constable-’19]
(a) অন্তত 48 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে
(b) খুব গরম হবে
(c) খুব ঝড় হবে
(d) ঠান্ডা হবে
Answer – (c) খুব ঝড় হবে
Q. ‘রামধনু (Rainbow )’ কেন হয় ? [WBP Constable-’19]
(a) আলোর প্রতিসরণ (Refraction) ও প্রতিফলনের (reflection) জন্য
(b) আলোর প্রতিসরণ (refraction) ও বিকিরণের
(dispersion) জন্য
(c) আলোর বিচ্ছুরণ (diffraction) ও প্রতিসরণের (refraction) জন্য
(d) আলোর বিক্ষেপ (scattering) ও প্রতিসরণের (refraction) জন্য
Answer – (a) আলোর প্রতিসরণ (Refraction) ও প্রতিফলনের (reflection) জন্য
Q . সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় ? [WBP Constable-’19]
(a) 4 ঠা জানুয়ারী
(b) 22 শে ডিসেম্বর
(c) 21 শে জুন
(d) 22 শে সেপ্টেম্বর
Answer – (a) 4 ঠা জানুয়ারী
Q. ‘নীল গ্রহ’ (Blue planet) ‘ কাকে বলে ? [WBP Constable-’19]
(a) প্লুটো
(b) পৃথিবী
(c) শনি
(d) ইউরেনাস
Answer – (b) পৃথিবী
Q. ‘বন্দীপুর’ অভয়ারণ্য (Sanctuary) কোথায় অবস্থিত? [WBP Constable-’19]
(a) রাজস্থান
(b) গুজরাট
(c) কর্ণাটক
(d) উড়িষ্যা
Answer -(c) কর্ণাটক
Q. নীচের কোনটিকে ‘বাদামী কয়লা (brown coal)’ বলে ? [WBP Constable-’19]
(a) লিগনাইট
(b) অ্যানথ্রাসাইট
(c) বিটুমিনাস
(d) কোক
Answer – (a) লিগনাইট
Q. এশিয়ার বৃহত্তম নদী কোনটি?[WBP Constable-’19]
(a) গঙ্গা
(b) সিন্দু
(c) ইয়াংজে
(d) হোয়াং হো
Answer – (c) ইয়াংজে
Q. ভারতে সর্বোচ্চ বাঁধ কোনটি? [ICDS (Supervisor)’19]
(a) হীরাকুঁদ বাঁধ
(b) ভাকরা বাঁধ
(c) ফরাক্কা বাঁধ
(d) কোশি বাঁধ
Answer – (b) ভাকরা বাঁধ
Q. ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত? [ICDS (Supervisor)’19]
(a) আট
(b) সাত
(c) ছয়
(d) নয়
Answer – (a) আট
Q. রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় ? [ICDS (Supervisor)’19]
(a) বৃহস্পতি
(b) শনি
(c) শুক্র
(d) মঙ্গল
Answer – (c) শুক্র
Q. নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত তা হল- [ICDS (Supervisor)’19]
(a) গোদাবরী
(b) তাপ্তী
(c) নর্মদা
(d) কাবেরী
Answer – (a) গোদাবরী
Q. আলোকজান্দ্রিয়া যে নদীর ধারে অবস্থিত সেটি হল- [ICDS (Supervisor)’19]
(a) ট্রাইগ্রিস
(b) নাইল
(c) টাইবার
(d) দানিউব
Answer – (b) নাইল
Q. পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ ? [ICDS (Supervisor) ’19]
(a) সুপিরিয়র হ্রদ
(b) কাস্পিয়ান সাগর
(c) চিলকা হ্রদ
(d) উলার হ্রদ
Answer – (b) কাস্পিয়ান সাগর
Q. পশ্চিমবঙ্গের কোন নদী ‘বাংলার দুঃখ’ বলে পরিচিত? [ICDS (Supervisor) ’19]
(a) কংসাবতী
(b) গঙ্গা
(c) দামোদর
(d) সুবর্ণরেখা
Answer – (c) দামোদর
Q. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে- [W.B.C.S. Preli -’19]
(a) জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসাবে
(b) পর্যটন ক্ষেত্র হিসেবে
(c) বিশ্ব হেরিজেট স্থান হিসেবে
(d) রামসার স্থান হিসেবে
Answer – (d) রামসার স্থান হিসেবে
Q. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার – [W.B.C.S. Preli -’19]
(a) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি
(b) পুরাতন পলি
(c) নতুন পলি
(d) কর্দমাক্ত অঞ্চল
Answer – (a) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি
Q. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয় – [W.B.C.S. Preli -’19]
(a) 1956 সালে
(b) 1958 সালে
(c) 1955 সালে
(d) 1959 সালে
Answer – (a) 1956 সালে
Q. ভারতের Central Inland Water Transport Corporation-এর সদর দপ্তরটি অবস্থিত-[W.B.C.S Preli – 19]
(a) এলাহাবাদে
(b) কলকাতায়
(c) কোচিনে
(d) মুম্বাই-এ
Answer – (b) কলকাতায়
Q. কোলকাতায় মেট্রোরেল চালু হয়— [W.B.C.S Preli – 19]
(a) 1984 খ্রিঃ
(b) 1986 খ্রিঃ
(c) 1988 খ্রিঃ
(d) 1989 খ্রিঃ
Answer – (a) 1984 খ্রিঃ
Q. ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে— [W.B.C.S. Preli – 19]
(a) দামোদর উপত্যকায়
(b) শোন উপত্যকায়
(c) মহানদী উপত্যকায়
(d) গোদাবরী উপত্যকায়
Answer – (a) দামোদর উপত্যকায়