GNM ANM Life Science Preparation

ANM GNM Question Answer

Q . ‘স্তন গ্রন্থি’ হল পরিবর্তিত-

(a) অন্তঃক্ষরা গ্রন্থি

(b) তৈলগ্রন্থি

(c) ঘর্মগ্রন্থি

(d) লসিকাগ্রন্থি

Answer – (c) ঘর্মগ্রন্থি

Q. তন্তুময় কলা, যাহা দুটি অস্থিকে যুক্ত করে সেটি হল-

(a) যোগকলা

(b) টেনডন

(c) লিগামেন্ট

(d) অ্যাডিপোস কলা

Answer – (b) টেনডন

Q. তরুণাস্থি যে কোশ দিয়ে গঠিত, তা হল-

(a) তাকিট ও সাইট

(b) কন্ড্রোসাইট

(c) পিনাকোসাইট

(d) কোনোটিই নয়

Answer – (b) কন্ড্রোসাইট

Q. উদ্ভিদদেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়?

(a) ফ্লোয়েমের মাধ্যমে

(b) কর্টেক্সের মাধ্যমে

(c) জাইলেমের মাধ্যমে

(d) নালিকা বান্ডিলের মাধ্যমে

Answer – (c) জাইলেমের মাধ্যমে

Q. দেহের সবচেয়ে আয়তন সমৃদ্ধ পেশি হল-

(a) গ্যাসট্রিক নিমিয়ান

(b) গ্লুটিয়াস ম্যাক্সিমাস

(c) সারটেরিয়াল

(d) বাইসেপস্

Answer – (b) গ্লুটিয়াস ম্যাক্সিমাস

Q. একটি মনোস্যাকারাইড হল-

(a) মল্টোজ

(b) ফ্রুকটোজ

(c) সুক্রোজ

(d) ল্যাকটোজ

Answer – (b) ফ্রুকটোজ

Q. মানব শিশুর সর্বমোট কঙ্কালপেশির সংখ্যা-

(a) 206 টি

(b) 365টি

(c) 255 টি

(d) 556 টি

Answer – (c) 255 টি

Q. উদ্ভিদ তার প্রয়োজনীয় জল এবং খনিজ লবণ মাটি থেকে সংগ্রহ করে কীসের সাহায্যে?

(a) জোন অফ ইলংগেশন

(b) গ্রোয়িং পয়েন্ট

(c) রুট হেয়ার

(d) এমব্রায়োনিক জোন

Answer – (a) জোন অফ ইলংগেশন

Q. দেহের দৃঢ়তম পেশিটি উপস্থিত-

(a) চোয়ালে

(b) বাহুতে

(c) উরুতে

(d) ঘাড়ে

Answer – (a) চোয়ালে

Q. ATP সংশ্লেষ হয় মাইটোকনড্রিয়ার-

(a) ম্যাট্রিক্স-এ

(b) ক্রিস্টিতে

(c) বহিঃপর্দায়

(d) অন্তঃক্রিস্টি অবস্থানে

Answer – (b) ক্রিস্টিতে

Q. লোহিতকণিকা তৈরি হয়-

(a) যকৃতে

(b) অস্থিমজ্জা

(c) বৃক্কে

(d) হৃৎপিন্ডে

Answer – (b) অস্থিমজ্জা

Q. ত্বকে বর্ণের জন্য দায়ী কোন্ টি?

(a) লিম্ফোসাইট

(b) মেলানিন

(c) মনোসাইট

(d) কাইনিন

Answer – (b) মেলানিন

ANM GNM LIFE SCIENCE SUGGESTION

Q. মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত যে অস্থিটি-

(a) হিউমেরাস

(b) অ্যাস্ট্রাগ্যালাস

(c) কারপাল

(d) রেডিয়াস

Answer – (b) অ্যাস্ট্রাগ্যালাস

Q. নিম্নলিখিত যে কোশটি অ্যান্টিবডি গঠন করে-

(a) ফাইব্রোব্লাস্ট

(b) ম্যাক্রোফাজ

(c) প্লাজমা কোশ

(d) মাস্টকোশ

Answer – (c) প্লাজমা কোশ

Q. যে পদার্থটি সঞ্চিত হলে পেশি অবসাদগ্রস্ত হয়, তা হল-

(a) CO₂

(b) মায়োসিন ATP এস

(c) ক্রিয়েটিন ফসফেট

(d) ল্যাকটিক অ্যাসিড

Answer – (d) ল্যাকটিক অ্যাসিড

Q. কোশবাদের প্রবর্তক হলেন-

(a) ওয়াটসন ও ক্রিক

(b) স্লেইডেন ও স্বোয়ান

(c) ড্যানিয়েল ও ড্যাভসন

(d) সিঙ্গার ও নিকলসন

Answer – (b) স্লেইডেন ও স্বোয়ান

Q. সজীব কোশ প্রথম কে আবিষ্কার করেন?

(a) রবার্ট ব্রাউন

(b) লিউয়েন হক

(c) রবার্ট হুক

(d) স্বোয়ন

Answer – (b) লিউয়েন হক

Q. নিচের কোন উপাদানটি সজীব?

(a) ট্রাকিয়া

(b) ট্রাকিড

(c) জাইলেম প্যারেনকাইমা

(d) জাইলেম তত্ত্ব

Answer – (c) জাইলেম প্যারেনকাইমা

Q. কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায়?

(a) লৌহ

(b) ফসফরাস

(c) ম্যাগনেসিয়াম

(d) ক্যালসিয়াম

Answer – (a) লৌহ

Q. ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে?

(a) মাইটোকনড্রিয়া

(b) মেসোজোম

(c) ক্রোমোটোফোর

(d) ক্লোরোজোম

Answer – (b) মেসোজোম

Q. মানব ত্বকে ভিটামিন D সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে?

(a) বিটা সায়ানিন

(b) বিটা ক্যারোটিন

(c) 7 ডিহাইড্রোকোলেস্টেরল

(d) ক্যালসিফেরল

Answer – (c) 7 ডিহাইড্রোকোলেস্টেরল

Q. মানুষের করোটির অস্থি সংখ্যা কত?

(a) 12

(b) 22

(c) 32

(d) 42

Answer – (b) 22

Q. কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কলা হল-

(a) অগ্রস্থ ভাজক কলা

(b) নিবেশিত ভাজক কলা

(c) পার্শ্বস্থ ভাজক কলা

(d) সরল স্থায়ী কলা

Answer – (c) পার্শ্বস্থ ভাজক কলা

Q. Cotton fibre নিম্নলিখিত কোন অংশ থেকে পাওয়া যায়?

(a) কাণ্ড

(b) পাতা

(c) বীজত্বক

(d) মূল

Answer – (c) বীজত্বক

Q. একটি উদ্ভিদের বিটপ অংশে কোন্ কলা পাওয়া যাবে?

(a) ভাজক কলা

(b) স্থায়ী কলা

(c) ভাজক কলা ও স্থায়ী কলা

(d) কোনোটিই নয়

Answer – (a) ভাজক কলা

anm gnm preparation

Q. 80s রাইবোজোমের বৃহৎ উপএককটি হল-

(a) 50s

(b) 60s

(c) 30s

(d) 70s

Answer – (b) 60s

Q. মানবদেহের সর্ববৃহৎ অঙ্গটি হল-

(a) যকৃৎ

(b) মস্তিষ্ক

(c) হৃৎপিণ্ড

(d) ত্বক

Answer – (d) ত্বক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top