Q. হিমমিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত?
(a) 2:1
(b) 4:1
(c) 3:1
(d) 3:2
Answer – (c) 3:1
Q. 1 amu = ? (পারমাণবিক ভর একক)
(a) 1.66 × 10-²⁴ গ্রাম
(b) 1.66 × 10-²³ গ্রাম
(c) 6.023 × 10-²³ গ্রাম
(d) 6.023 × 10²³
Answer – (a) 1.66 × 10-²⁴ গ্রাম
Q. হাইড্রোনিয়াম আয়নটি হল-
(a) H+
(b) OH-
(c) H₂+
(d) H3O+
Answer – (d) H3O+
Q. LiO₂ কোন্ ধরনের অক্সাইড?
(a) ক্ষারকীয় অক্সাইড
(b) উভধর্মী অক্সাইড
(c) সুপার অক্সাইড
(d) মিশ্র অক্সাইড
Answer – (c) সুপার অক্সাইড
Q. ‘রিং টেস্ট’ কোন্ অ্যাসিডের শনাক্তকরণের জন্য করা হয়?
(a) অক্সালিক অ্যাসিড
(b) নাইট্রাস অ্যাসিড
(c) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(d) নাইট্রিক অ্যাসিড
Answer – (d) নাইট্রিক অ্যাসিড
Q. কোন্ অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়?
(a) HCI
(b) NaCl
(c) HNO3
(d) H2SO4
Answer – (a) HCI
ANM GNM Important Questions in Bengali
Q. নীচের কোন্ টি এয়ারোসল এর উদাহরণ?
(a) মেঘ
(b) কুয়াশা
(c) দুধ
(d) সাবানের ফেনা
Answer – (b) কুয়াশা
Q. Ca++ আয়নের সম ইলেকট্রন সংখ্যা হল-
(a) Mg++
(b) Na+
(c) Ar
(d) Kr
Answer – (c) Ar
Q. সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কী?
(a) আম্লিক
(b) ক্ষারীয়
(c) প্রশমিত
(d) কোনটাই নয়
Answer – (a) আম্লিক
Q. জলের তড়িৎ বিশ্লেষণ করে একই চাপ ও উন্নতায় ক্যাথোডে কি জমা হয়?
(a) এক আয়তন হাইড্রোজেন
(b) এক আয়তন অক্সিজেন
(c) দুই আয়তন হাইড্রোজেন
(d) দুই আয়তন অক্সিজেন
Answer – (c) দুই আয়তন হাইড্রোজেন
Q. তেঁতুলের মধ্যে কোন্ জৈব অ্যাসিডে পাওয়া যায়?
(a) টার্টারিক অ্যাসিড
(b) সাইট্রিক অ্যাসিড
(c) ম্যালিক অ্যাসিড
(d) ফরমিক অ্যাসিড
Answer – (a) টার্টারিক অ্যাসিড
Q. জলের ঘনত্ব সর্বোচ্চ হয়-
(a) -4°C
(b) 4K
(c) 277K
(d) 277°C
Answer – (c) 277K
GNM/ANM Preparation
Q. কুইক লাইম হল-
(a) Ca(OH)2
(b) Na₂CO₃
(c) CaO
(d) NaOH
Answer – (c) CaO
Q. জলের হিমাঙ্ক হল-
(a) -273°C
(b) 273°C
(c) 0K
(d) 273K
Answer – (d) 273K
Q. কোন্ টি ক্ষার কিন্তু ক্ষারক নয়?
(a) K₂O
(b) Na₂O
(c) MgO
(d) Ca(OH)2
Answer – (d) Ca(OH)2
Q. কার্বনে যোজক ইলেকট্রনের সংখ্যা হল-
(a) 2
(b) 1
(c) 4
(d) 0
Answer – (c) 4
Q. বিলীয়মান রং এর প্রধান উপাদান কোনটি?
(a) NaOH
(b) NH4 OH
(c) NaHCO3
(d) KOH
Answer – (b) NH4 OH
Q. নিচের কোনটি নর্মাল লবণ হলেও জলীয় দ্রবণ ক্ষারীয় হয়?
(a) সোডিয়াম বাইকার্বনেট
(b) সোডিয়াম কার্বনেট
(c) ক্রোম অ্যালাম
(d) বেসিক লেড নাইট্রেট
Answer – (b) সোডিয়াম কার্বনেট
WB ANM/GNM Entrance Exam Preparation
Q. সাবানে কোন ফ্যাটি অ্যাসিডটি থাকে?
(a) পামিটিক অ্যাসিড
(b) ওলিক অ্যাসিড
(c) স্টিয়ারিক অ্যাসিড
(d) সবকটি
Answer – (d) সবকটি
Q. অ্যাসকরবিক অ্যাসিড কোন্ ভিটামিনের রাসায়নিক নাম?
(a) ভিটামিন-এ
(b) ভিটামিন-সি
(c) ভিটামিন-বি
(d) ভিটামিন-কে
Answer – (b) ভিটামিন-সি
Q. অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণটির নাম-
(a) ভিনিগার
(b) মেথিলেটেড স্পিরিট
(c) রেক্টিফায়েড স্পিরিট
(d) এর কোনওটিই নয়
Answer – (a) ভিনিগার
Q. কোন কণার ভর সবচেয়ে কম?
(a) ∞ -রশ্মি
(b) ẞ -কণা
(c) প্রোটন
(d) ফোটন
Answer – (d) ফোটন
Q. চিনিকে রং মুক্ত করতে ব্যবহৃত হয়-
(a) বোন ব্ল্যাক (Bone Black)
(b) Cl₂-H₂O
(c) H₂O₂
(d) SO2
Answer – (a) বোন ব্ল্যাক (Bone Black)
Q. কোন উষ্নতায় গ্লোবার লবণের দ্রাব্যতা সর্বোচ্চ?
(a) 25°C
(b) 32.4°C
(c) 40°C
(d) 59°C
Answer – (b) 32.4°C
ANM/GNM Physical Science Mock Test
Q. নাইট্রোজেনের চারটি পৃথক অণুকে কোন সঙ্কেত দ্বারা প্রকাশ করা হয়?
(a) 2N2
(b) 4N
(c) 4N2
(d) সবকটি
Answer – (c) 4N2
Q. নিচের কোনটি ঠাণ্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য?
(a) 02
(b) CO₂
(c) H₂
(d) H₂S
Answer – (d) H₂S
Q. কোন সময় অ্যারোসল এর পরিমাণ বেশী হয়?
(a) শীতকালে
(b) বর্ষাকালে
(c) গ্রীষ্মকালে
(d) শরৎকালে
Answer – (a) শীতকালে
Q. প্রতি অণু তুঁতেতে জলের অণুর পরিমাণ কত?
(a) 4
(b) 5
(c) 6
(d) 7
Answer – (b) 5
Q. নিচের কোনটি জলাকর্ষী পদার্থ নয়?
(a) চুন
(b) অনার্দ্র কপার সালফেট
(c) গাঢ় সালফিউরিক অ্যাসিড
(d) ম্যাগনেশিয়াম ক্লোরাইড
Answer – (d) ম্যাগনেশিয়াম ক্লোরাইড
Q. সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে কি ঘটে?
(a) দ্রবণটি অতিপিক্ত হয়
(b) দ্রবণটি অসম্পৃক্ত হয়
(c) দ্রবণটি সম্পৃক্ত থাকে
(d) কোনোটি নয়
Answer – (b) দ্রবণটি অসম্পৃক্ত হয়