GNM ANM Physical Science MCQ Question

Q. নিচের কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই?

(a) লোহা
(b) মোম
(c) বিসমাথ
(d) অ্যান্টিমণি
Answer – (b) মোম

Q. দার্জিলিং এ খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন?

(a) বেশি ঠান্ডা
(b) বায়ুর চাপ বেশি
(c) বায়ুর চাপ কম
(d) সৌরশক্তি কম
Answer – (c) বায়ুর চাপ কম

Q. রিউমার স্কেলে ঊর্ধ্বস্থিরাঙ্ক ও নিম্নস্থিরাঙ্কের মধ্যে পার্থক্য কত?

(a) 100
(b) 180
(c) 80
(d) 120
Answer – (c) 80

Q. নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়?

(a) তামা
(b) জারমেনিয়াম
(c) নিশাদল
(d) অ্যান্টিমনি
Answer – (c) নিশাদল

Q. A এবং B দুটি সমান ভরের তরলে সমান তাপ দেওয়া হল। B র আপেক্ষিক তাপ A এর দ্বিগুণ। A এবং B এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত কত?

(a) 2:1
(b) 1:2
(c) 1:1
(d) 4:1
Answer – (a) 2:1

Q. কোন উষ্নতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান একই হয়?

(a) -20°
(b) -40°
(c) 0°
(d) 40°
Answer – (b) -40°

ANM/GNM Preparation

Q. মেঘলা দিনে শিশির কম পড়ে, কারণ-

(a) মেঘ আর্দ্রতা ছড়ায়
(b) জলের ব্যতিক্রমী প্রসারণ
(c) মেঘ শিশির শোষণ করে
(d) মেঘলা রাতে ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়।
Answer – (d) মেঘলা রাতে ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়।

Q. সি.জি.এস পদ্ধতিতে জলসাম এর একক হল-

(a) ওয়াট
(b) কিলোগ্রাম
(c) গ্রাম
(d) পাউন্ড
Answer – (c) গ্রাম

Q. ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত?

(a) 100
(b) 32
(c) 212
(d) 180
Answer – (d) 180

Q. জলসমের CGS পদ্ধতিতে একক কি?

(a) গ্রাম
(b) ক্যালরি/°C
(c) কেজি
(d) জুল/K
Answer – (a) গ্রাম

Q. কোন বস্তুর একক ভরের উষ্নতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর কি বলা হয়?

(a) তাপগ্রহিতা
(b) আপেক্ষিক তাপ
(c) জলসম
(d) কোনটাই নয়
Answer – (b) আপেক্ষিক তাপ

Q. পারদের হিমাঙ্ক কত?

(a) -39°C
(b) -50°C
(c) -20°C
(d) -49°C
Answer – (a) -39°C

ANM GNM Nursing Questions and Answers in Bengali

Q. বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে বলে-

(a) পারমাণবিক তাপ
(b) তাপগ্রাহিতা
(c) আপেক্ষিক তাপ
(d) লীন তাপ
Answer – (b) তাপগ্রাহিতা

Q. নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোন্ টির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?

(a) তেল
(b) জল
(c) অ্যালকোহল
(d) গ্লিসারিন
Answer – (b) জল

Q. পুকুরের জল প্রবল গ্রীষ্মেও ঠান্ডা থাকার কারণ-

(a) জলের বাষ্পীভবন
(b) জলের তাপের প্রবাহ
(c) বায়ুমন্ডলের তাপশোষণ
(d) কোনোটিই নয়
Answer – (a) জলের বাষ্পীভবন

Q. চাপ প্রয়োগ করে বরফ গলানো এবং পরে চাপ অপসারণ করে পুনরায় জমাট বাঁধানোর প্রক্রিয়াকে কী বলে?

(a) গলন
(b) পুনঃশিলীভবন
(c) কঠিনীভবন
(d) উর্ধ্বপাতন
Answer – (b) পুনঃশিলীভবন

Q. বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?

(a) উষ্ণতা বেশি থাকে
(b) আর্দ্রতা বেশী থাকে
(c) উষ্নতা কম থাকে
(d) আর্দ্রতা কম থাকে
Answer – (d) আর্দ্রতা কম থাকে

Q. ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্নতা পরিমাপ করা যায়?

(a) 100°F
(b) 212°F
(c) 110°F
(d) 312°F
Answer – (c) 110°F

GNM/ANM Nursing Entrance Exam Preparation

Q. নিচের কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?

(a) অ্যালকোহল
(b) জল
(c) পেট্রোল
(d) বেঞ্জিন
Answer – (b) জল

Q. জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে।

(a) বায়ুর আর্দ্রতার উপর
(b) বায়ুর উন্নতার উপর
(c) পাত্রের উপাদানের উপর
(d) বায়ুর চাপের উপর
Answer – (d) বায়ুর চাপের উপর

Q. জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ কি?

(a) জলের আপেক্ষিক তাপ বেশি দুধের কম
(b) দুধের আপেক্ষিক তাপ বেশি জলের কম
(c) দুধ বেশি ঘন
(d) দুধ জৈব উপাদান
Answer – (a) জলের আপেক্ষিক তাপ বেশি দুধের কম

Q. নীচের পদার্থগুলির মধ্যে কোন্ টির গলনের ফলে আয়তন বাড়ে না?

(a) লৌহ
(b) পারদ
(c) বরফ
(d) নিকেল
Answer – (c) বরফ

Q. নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন দেখা যায় না?

(a) আয়োডিন
(b) শুষ্ক বরফ
(c) নিশাদল
(d) কোনোটিই নয়
Answer – (c) নিশাদল

Q. চর্বির গলনাঙ্ক কত?

(a) 28°C
(b) 20°C
(c) 23°C
(d) নির্দিষ্ট গলনাঙ্ক নেই
Answer – (d) নির্দিষ্ট গলনাঙ্ক নেই

Important Question Answer for ANM/GNM

Q. নিচের কোন পদার্থটির চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়?

(a) পিতল
(b) রূপা
(c) তামা
(d) সোনা
Answer – (a) পিতল

Q. গলনাঙ্কের ভিত্তিতে কোনটি আলাদা?

(a) মোম
(b) বরফ
(c) বিসমাথ
(d) ঢালাই লোহা
Answer – (a) মোম

Q. একটি সূতোর সাহায্যে ঘরের উষ্নতায় বটমলীর পরীক্ষাটি করা হল, এই ক্ষেত্রে পরীক্ষাটি বিফলতার কারণ কি?

(a) সূতো তাপের কুপরিবাহী
(b) ঘরের উষ্নতা 0°C এর বেশি
(c) সুতোটি খুব সরু
(d) সুতো বরফের উপর কোন চাপ প্রয়োগ করে না
Answer – (a) সূতো তাপের কুপরিবাহী

Q. বরফ এবং সাধারণ লবণের হিমমিশ্রণে বরফ এবং সাধারণ লবণের ওজনের অনুপাত কত?

(a) 2:1
(b) 3:1
(c) 4:1
(d) 3:2
Answer – (b) 3:1

Q. শীতের দেশে মোটর গাড়ির রেডিয়েটারের জলের সাথে কি মেশানো হয়?

(a) গ্রিসারল
(b) কেরোসিন
(c) পেট্রোল
(d) ডিজেল
Answer – (a) গ্রিসারল

Q. লবণ জলের ইউট্যাকটিক উষ্নতা কত?

(a) -10°C
(b) 0°C
(c) -23°C
(d) -40°C
Answer -(c) -23°C

Scroll to Top