Q. ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 Km উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ কমে
(a) 85 cm
(b) 0.85 cm
(c) 5.8 cm
(d) 8.5 cm
Answer – (d) 8.5 cm
Q. ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরটি হল-
(a) ওজোনমণ্ডল
(b) আয়নমণ্ডল
(c) ঘনমণ্ডল
(d) শান্তমণ্ডল
Answer – (c) ঘনমণ্ডল
Q. গ্রীনহাউস গ্যাস নয়-
(a) N2
(b) NO
(c) CO₂
(d) জলীয় বাষ্প
Answer – (a) N2
Q. ঘনমণ্ডলের সর্বনিম্ন উদ্বৃতা-
(a) -56° F
(b) -56° C
(c) 56° F
(d) 56 K
Answer – (b) -56° C
Q. সৌরশক্তির উৎস-
(a) নিউক্লিয় সংযোজন
(b) নিউক্লিয় বিভাজন
(c) কয়লা
(d) পেট্রোলিয়াম
Answer – (a) নিউক্লিয় সংযোজন
Q. ওজোন গহ্বর সৃষ্টির অন্যতম কারণ-
(a) CFC
(b) সামুদ্রিক ঝড়
(c) O₂
(d) ভূমিকম্প
Answer – (a) CFC
ANM/GNM Important Questions Answers in Bengali
Q. ভূ-পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতা-
(a) 750 মিটার
(b) 1000 মিটার
(c) 1000 ফুট
(d) 1000 কিমি
Answer – (d) 1000 কিমি
Q. প্রতিবছর পৃথিবীর গড় উষ্নতা বৃদ্ধির পরিমাণ-
(a) 1° C
(b) 0° C
(c) 0.05° C
(d) 0.5° C
Answer – (c) 0.05° C
Q. বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয়-
(a) ট্রপোস্ফিয়ার
(b) থার্মোস্ফিয়ার
(c) স্ট্র্যাটোস্ফিয়ার
(d) এক্সোস্ফিয়ার
Answer – (a) ট্রপোস্ফিয়ার
Q. কোনটি বায়োমাস শক্তির উৎস নয়?
(a) চারকোল
(b) কাঠ
(c) গোবর
(d) পারমাণবিক বিভাজন
Answer – (d) পারমাণবিক বিভাজন
Q. কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে বলা হয়-
(a) জীবাশ্ম জ্বালানি
(b) পারমাণবিক জ্বালানি
(c) জৈব জ্বালানি
(d) অজৈব জ্বালানি
Answer – (a) জীবাশ্ম জ্বালানি
Q. কোন্ টির তাপনমূল্য সর্বাধিক?
(a) কয়লা
(b) ডিজেল
(c) LPG
(d) কাঠ
Answer – (c) LPG
GNM ANM Preparation
Q. অ্যাসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী?
(a) N2
(b) SO2
(c) NO2
(d) CO₂
Answer – (a) N2
Q. কোনটি তাপীয় রশ্মি?
(a) অতিবেগুনি রশ্মি
(b) গামা রশ্মি
(c) অবলোহিত রশ্মি
(d) কসমিক রশ্মি
Answer – (c) অবলোহিত রশ্মি
Q. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে-
(a) পরিবহণ
(b) বিকিরণ
(c) পরিচলন
(d) সবগুলি
Answer – (b) বিকিরণ
Q. অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয়-
(a) CI পরমাণু
(b) F পরমাণু
(c) H₂ পরমাণু
(d) C পরমাণু
Answer – (a) CI পরমাণু
Q. ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব-
(a) শস্যের উৎপাদন হ্রাস
(b) ত্বকের ক্যান্সার
(c) ভূ-উষ্নতা বৃদ্ধি
(d) সবগুলিই
Answer – (d) সবগুলিই
Q. কোনটি গ্রীনহাউস গ্যাস-
(a) O3
(b) O2
(c) N2
(d) H2
Answer – (a) O3
ANM/GNM Mock Test in Bengali
Q. আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় হয় কোন মাসে?
(a) জানুয়ারি-মার্চ
(b) এপ্রিল-জুন
(c) মার্চ-আগস্ট
(d) সেপ্টেম্বর-নভেম্বর
Answer – (d) সেপ্টেম্বর-নভেম্বর
Q. সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষিত হয়-
(a) ওজোনোস্ফিয়ার
(b) মেসোস্ফিয়ার
(c) ট্রপোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার-এ
Answer – (a) ওজোনোস্ফিয়ার
Q. যে রাসায়নিক পদার্থটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী সেটি হল-
(a) ক্লোরোফ্লুরো কার্বন
(b) ক্লোরোফর্ড
(c) আয়ডোফর্ম
(d) সবকটিই
Answer – (a) ক্লোরোফ্লুরো কার্বন
Q. সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে-
(a) NO
(b) N₂O
(c) NO2
(d) N2O4
Answer – (a) NO
Q. মেরুজ্যোতি দেখা যায়-
(a) মেসোস্ফিয়ার
(b) এক্সোস্ফিয়ার
(c) থার্মোস্ফিয়ার
(d) ম্যাগনেটোস্ফিয়ার
Answer – (c) থার্মোস্ফিয়ার
Q. গ্রীনহাউস এফেক্টের জন্য দায়ী-
(a) গামা রশ্মি
(b) ইনফ্রারেড রশ্মি
(c) X- রশ্মি
(d) UV- রশ্মি
Answer – (b) ইনফ্রারেড রশ্মি
Entrance Exam Preparation For ANM/GNM
Q. কয়লাখনিতে জমে থাকা কোন্ গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়?
(a) H2
(b) CH4
(c) 02
(d) N2
Answer – (b) CH4
Q. স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্নতা-
(a) -10° C
(b) -20° C
(c) O° C
(d) -30° C
Answer – (c) O° C
Q. কোন্ স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে?
(a) মেসোস্ফিয়ার
(b) ট্রপোস্ফিয়ার
(c) থার্মোস্ফিয়ার
(d) স্ট্র্যাটোস্ফিয়ার
Answer – (b) ট্রপোস্ফিয়ার
Q. গ্রীনহাউস গ্যাস কমাতে দরকার-
(a) CFC-এর উৎপাদন কমানো
(b) N₂ এর পরিমাণ কমানো
(c) CFC-এর উৎপাদন বাড়ানো
(d) বৃক্ষছেদন
Answer – (a) CFC-এর উৎপাদন কমানো
Q. ওজোন স্তর ধ্বংসে CFC থেকে উৎপন্ন কোনটি দায়ী?
(a) N
(b) F
(c) C
(d) CI
Answer – (d) CI
Q. সৌরকোশ গঠনে প্রধান উৎপাদন-
(a) Si
(b) Pt
(c) Ag
(d) Bi
Answer – (a) Si