GNM ANM Physical Science MCQ Question

Q. কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ঐ গ্যাসটির বাষ্প ঘনত্ব কত?

(a) 20
(b) 84
(c) 21
(d) 42
Answer – (c) 21

Q. V ∞ 1/P এটি কার সূত্রের গাণিতিক রূপ?

(a) চার্লসের সূত্র
(b) বয়েলের সূত্র
(c) অ্যাভোগ্যাড্রো সূত্র
(d) সেলুসাকের সূত্র
Answer – (b) বয়েলের সূত্র

Q. V ∞ n ইহা কার সূত্রের গাণিতিক রূপ?

(a) বোরের সূত্র
(b) বয়েলের সূত্র
(c) অ্যাভোগাড্রোর সূত্র
(d) চার্লসের সূত্র
Answer – (c) অ্যাভোগাড্রোর সূত্র

Q. কোন্ গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্পঘনত্বের কতগণ?

(a) দুইগুণ
(b) তিনগুণ
(c) চারগুণ
(d) পাঁচগুণ
Answer – (a) দুইগুণ

Q. কোন্ উষ্নতাকে পরম শূণ্য উন্নতা বলে?

(a) 0°C
(b) 0°K
(c) -273°C
(d) -274°C
Answer – (c) -273°C

Q. R কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। SI এককে R এর মান কত?

(a) 8.9 J/mol/K
(b) 7.31 J/mol/K
(c) 7 J/mol/K
(d) 8.31 J/mol/K
Answer – (d) 8.31 J/mol/K

Entrance Exam Preparation For ANM GNM

Q. STP তে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন এবং 16 গ্রাম অক্সিজেনের আয়তনের মধ্যে সম্পর্ক কী?

(a) সমান
(b) হাইড্রোজেনের আয়তন বেশী
(c) হাইড্রোজেনের আয়তন কম
(d) সঠিকভাবে বলা যাবে না
Answer – (b) হাইড্রোজেনের আয়তন বেশী

Q. নিচের কোনটি আদর্শ গ্যাস?

(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) হাইড্রোজেন
(d) কোনটাই নয়
Answer – (d) কোনটাই নয়

Q. পরম স্কেলে 37°C এর পাঠ কত হবে?

(a) 300K
(b) 273K
(c) 310K
(d) 320K
Answer – (c) 310K

Q. PV = RT সমীকরণকে কি বলে?

(a) বয়েলের সমীকরণ
(b) চার্লসের সমীকরণ
(c) গ্যাস আয়তনে সমীকরণ
(d) আদর্শ গ্যাসের সমীকরণ
Answer – (d) আদর্শ গ্যাসের সমীকরণ

Q. মোলার ঘনত্বকে কোন একক দ্বারা প্রকাশ করা হয়?

(a) গ্রাম অণু / লিটার
(b) পাউন্ড / লিটার
(c) গ্রাম / লিটার
(d) কিগ্রা / লিটার
Answer – (c) গ্রাম / লিটার

Q. 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত?

(a) 6.023×10²²
(b) 6.023 × 10²³
(c) 6.023 × 10²⁴
(d) 6.023 × 10²¹
Answer – (b) 6.023 × 10²³

Mock Test For ANM GNM

Q. ওজোনের পারমাণবিকতা কত?

(a) 2
(b) 3
(c) 4
(d) 5
Answer – (b) 3

Q. নিচের কোন মৌলটি এক পরমাণুক?

(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) হাইড্রোজেন
(d) নিয়ন
Answer – (d) নিয়ন

Q. ফারেনহাইট স্কেলের পরমশূন্য উষ্নতার মান কত?

(a) -27315°F
(b) -459.4°F
(c) -549.4°F
(d) -372.15°F
Answer – (b) -459.4°F

Q. নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোন্ টির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম?

(a) নিয়ন
(b) আর্গন
(c) হিলিয়াম
(d) জেনন
Answer – (c) হিলিয়াম

Q. পরম স্কেল কে প্রবর্তন করেন?

(a) কেলভিন
(b) র‍্যাদারফোর্ড
(c) বোর
(d) আইনস্টাইন
Answer – (a) কেলভিন

Q. নিচের কোন্ টি দ্বিপরমাণুক মৌল?’

(a) Na
(b) Al
(c) Ca
(d) CI
Answer – (d) CI

Preparation For ANM GNM

Q. নিচের কোন সূত্রটি সঠিক?

(a) গ্যাসের আণবিক গুরুত্ব = গ্যাসের বাষ্পঘনত্ব
(b) গ্যাসের আণবিক গুরুত্ব = ½ × গ্যাসের বাষ্প ঘনত্ব
(c) গ্যাসের আণবিক গুরুত্ব = 2 × গ্যাসের বাষ্প ঘনত্ব
(d) গ্যাসের আণবিক গুরুত্ব = 3 × গ্যাসের বাষ্প ঘনত্ব
Answer – (c) গ্যাসের আণবিক গুরুত্ব = 2 × গ্যাসের বাষ্প ঘনত্ব

Q. N = 6.023×10²³ সংখ্যাটি কোন্ বিজ্ঞানী নির্ণয় করেন?

(a) ডালটন
(b) অ্যাভোগাড্রো
(c) বয়েল
(d) মিলিকান
Answer – (d) মিলিকান

Q. OK এর মান কত °C?

(a) 273°C
(b) -273°C
(c) 373°C
(d) -373°C
Answer – (b) -273°C

Q. O2 এর সংকট উষ্নতা কত?

(a) -150°C
(b) -190°C
(c) -240°C
(d) -118°C
Answer – (d) -118°C

Q. স্থির উষ্নতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও ঐ গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পর্ক কী?

(a) সমানুপাতিক
(b) ব্যাস্তানুপাতিক
(c) বর্গের সমানুপাতিক
(d) কোনটাই নয়
Answer – (b) ব্যাস্তানুপাতিক

Q. 18 গ্রাম জলের মধ্যে জলের অণুর সংখ্যা কত?

(a) 6.023×10²²
(b) 6.023×10²³
(c) 6.023×10²¹
(d) 6.023×10²⁰
Answer – (b) 6.023×10²³

Important Question Answer in Bengali

Q. ‘একই চাপ ও উষ্নতায় সম আয়তন সব গ্যাসে সমসংখ্যক অণু থাকে’-কে বলেছিলেন?

(a) চার্লস
(b) বয়েল
(c) ম্যাক্সওয়েল
(d) অ্যাভোগাড্রো
Answer – (d) অ্যাভোগাড্রো

Q. এক গ্রাম পরমাণু লোহা হল-

(a) 1.0 গ্রাম লৌহ
(b) 55.8 গ্রাম amu
(c) 55.8 গ্রাম লৌহ
(d) 111.6 গ্রাম লৌহ
Answer – (c) 55.8 গ্রাম লৌহ

Q. অ্যাভোগাড্রো সংখ্যা কে নির্ণয় করেন?

(a) অ্যাভোগাড্রো
(b) টমসন
(c) গোল্ডস্টেইন
(d) মিলিকান
Answer – (d) মিলিকান

Q. কোন্ বিজ্ঞনী নোবেল গ্যাস আবিষ্কার করেন?

(a) ম্যাকডোনাল্ড
(b) রাদারফোর্ড
(c) মাদাম কুরি
(d) কেভেনডিস
Answer – (d) কেভেনডিস

Q. সিগারেট লাইটারে কোন্ গ্যাস ব্যবহৃত হয়?

(a) রেডন
(b) প্রোপেন
(c) মিথেন
(d) বিউটেন
Answer – (d) বিউটেন

Q. সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত?

(a) 8.3 JK-¹ Mole-¹
(b) 8.3 J-¹ KMole-¹
(c) 8.3 JK-³
(d) কোনওটিই নয়
Answer – (a) 8.3 JK-¹ Mole-¹

Scroll to Top