GNM ANM & JENPAS UG Physical Science MCQ Question

Q. ওজোন স্তর ক্ষয়ে ভূমিকা আছে-

(a) CFC
(b) CO₂
(c) N₂
(d) O2
Answer – (a) CFC

Q. তাপনমূল্য সর্বাধিক-

(a) LPG
(b) ডিজেল
(c) কাঠ
(d) কয়লা
Answer – (a) LPG

Q. সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে-

(a) ওজোনোস্ফিয়ার
(b) ট্রপোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) ম্যাগনেটোস্ফিয়ার
Answer – (a) ওজোনোস্ফিয়ার

Q. প্রদত্ত কোন জোড়টি গ্রীনহাউস গ্যাস নয়?

(a) O2, N2
(b) CO2, CH4
(c) N2O, CO2
(d) CFC, CH4
Answer – (a) O2, N2

Q. গ্রীনহাউস গ্যাসগুলি মূলত বায়ুমণ্ডলের যে স্তরে অবস্থান করে-

(a) স্ট্র্যাটোস্ফিয়ার
(b) থার্মোস্ফিয়ার
(c) ট্রপোস্ফিয়ার
(d) মেসোস্ফিয়ার
Answer – (c) ট্রপোস্ফিয়ার

Q. ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে-

(a) CFC
(b) NO2
(c) NO
(d) NO3
Answer – (a) CFC

GNM/ANM Question Answer in Bengali

Q. ‘ওজন গহ্বর’ শব্দটি প্রথম ব্যবহার করেন-

(a) এইচ. ডেভি
(b) জে. ফোরম্যান
(c) এ. ফ্রেমিং
(d) ক্যাভেন্ডিস
Answer – (b) জে. ফোরম্যান

Q. ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে-

(a) CH4
(b) He
(c) N2
(d) O2
Answer – (a) CH4

Q. ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী-

(a) CO₂
(b) SO₂
(c) Cxyx
(d) হ্যালন সমূহ
Answer – (d) হ্যালন সমূহ

Q. এদের মধ্যে কোন্ টি অজৈব গ্রীনহাউস গ্যাস?

(a) CO₂
(b) O2
(c) CH4
(d) N2
Answer – (a) CO₂

Q. কোন্ টি গ্রীনহাউস গ্যাস?

(a) NO
(b) N₂O
(c) NO₂
(d) কোনোটিই নয়
Answer – (b) N₂O

Q. যে স্তরে পৌঁছে হ্যালন জাতীয় যৌগগুলি সক্রিয় হয়ে ওঠে তা হল-

(a) স্ট্যাটোস্ফিয়ার
(b) আয়নোস্ফিয়ার
(c) এক্সোস্ফিয়ার
(d) ট্রপোস্ফিয়ার
Answer – (a) স্ট্যাটোস্ফিয়ার

Important Questions For ANM/GNM in Bengali

Q. স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়-

(a) CFC ও O₂-এর ক্রিয়ায়
(b) IR রশ্মির সাথে O₂-এর ক্রিয়ায়
(c) UV রশ্মির সাথে O₂-এর ক্রিয়ায়
(d) O₂ ও জলীয় বাষ্পের ক্রিয়ায়
Answer – (c) UV রশ্মির সাথে O₂-এর ক্রিয়ায়

Q. ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক একক কোনটি?

(a) ডাইন
(b) হার্জ
(c) ডেসিবেল
(d) ডবসন
Answer – (d) ডবসন

Q. বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টির কারণ-

(a) আলোক-রাসায়নিক বিক্রিয়া
(b) নিউক্লিয় বিক্রিয়া
(c) তড়িৎ-রাসায়নিক বিক্রিয়া
(d) রাসায়নিক বিক্রিয়া
Answer – (a) আলোক-রাসায়নিক বিক্রিয়া

Q. ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত রশ্মি হল-

(a) অবলোহিত রশ্মি
(b) অতিবেগুনি রশ্মি
(c) দৃশ্যমান রশ্মি
(d) X- রশ্মি
Answer – (a) অবলোহিত রশ্মি

Q. স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অণুর বিয়োজন ঘটায়-

(a) I মূলক
(b) CI মূলক
(c) CH3 মূলক
(d) OH মূলক
Answer – (b) CI মূলক

Q. ওজোন স্তরকে ক্ষয় করে না-

(a) N₂O
(b) CO₂
(c) CFC
(d) NO
Answer – (b) CO₂

GNM/ANM Entrance Exam Preparation

Q. CFC-এর পুরো নাম-

(a) কোল্ড ফ্লুরিনেটেড কার্বন
(b) ক্লোরোফ্লুরো কার্বন
(c) ক্লোরিন ফ্লু কার্বন
(d) ক্লোরোফ্লরোকার্বনেট
Answer – (b) ক্লোরোফ্লুরো কার্বন

Q. গ্লোবাল ওয়ার্মিং-এ গ্রীনহাউস গ্যাসের অবদানের সঠিক ক্রমটি হল-

(a) CO₂ > CFC > H₂O > CH4
(b) CO₂ > CH4 > CFC > H₂O
(c) CO₂ > H₂O > CH4 > CFC
(d) CO₂ > H₂O > CFC > CH4
Answer – (b) CO₂ > CH4 > CFC > H₂O

Q. কোনটি গ্রীনহাউস গ্যাস নয়?

(a) CO₂
(b) জলীয় বাষ্প
(c) CH4
(d) O2
Answer – (d) O2

Q. CFC-এর উৎস হল-

(a) যানবাহন
(b) জলাভূমি
(c) রেফ্রিজারেটর
(d) কৃষিজমি
Answer – (c) রেফ্রিজারেটর

Q. ওজোনোস্ফিয়ারে ওজোনের গাঢ়ত্ব মোটামুটিভাবে-

(a) 10 ppm
(b) 20 ppm
(c) 30 ppm
(d) 40 ppm
Answer – (a) 10 ppm

Q. গ্রীনহাউস প্রভাবে CO₂-এর অবদান-

(a) 20%
(b) 40%
(c) 50%
(d) 60%
Answer – (c) 50%

Mock Test For GNM ANM

Q. গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে কোন্ টি ঘটবে না?

(a) মহাসাগরীয় স্রোতের পরিবর্তন
(b) ঋতুচক্রের পরিবর্তন
(c) পোলার আইস ক্যাপের পরিমাণ হ্রাস
(d) দিবারাত্রির দৈর্ঘ্য পরিবর্তন
Answer – (d) দিবারাত্রির দৈর্ঘ্য পরিবর্তন

Q. পৃথিবীর উষ্নতা বৃদ্ধিতে কোন্ টির অবদান সর্বাধিক?

(a) H₂O বাষ্প
(b) N₂O
(c) CH4
(d) CO₂
Answer – (d) CO₂

Q. সূর্যালোকে উপস্থিত কোন রশ্মি ভূ-পৃষ্ঠে আপতিত হলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যহত হবে?

(a) অতিবেগুনি রশ্মি
(b) রেডিয়ো তরঙ্গ
(c) অবলোহিত রশ্মি
(d) কোনোটিই নয়
Answer – (a) অতিবেগুনি রশ্মি

Q. প্রধান গ্রীনহাউস গ্যাস-

(a) NO2
(b) CO₂
(c) CFC
(d) CH4
Answer – (b) CO₂

Q. ওজোন স্তর গঠনে প্রয়োজন-

(a) দৃশ্যমান আলো
(b) বিকীর্ণ তাপতরঙ্গ
(c) অতিবেগুনি রশ্মি
(d) মাইক্রো তরঙ্গ
Answer – (c) অতিবেগুনি রশ্মি

Q. ওজোন স্তর ক্ষয় করে-

(a) N2
(b) H₂
(c) O2
(d) CI
Answer – (d) CI

Scroll to Top