GNM ANM Preparation 2024

তোমরা যারা GNM ANM Entrance Exam 2024 দেবে অবশ্যই  Question and Answer গুলো দেখো।

1. ট্রপিক চলন সম্পর্কিত কোন্ বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো –

A)এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত

B)উদ্ভিদ অংশের সামগ্রিক স্থান পরিবর্তন হয়

C)ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়

D)এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন

Ans :- D)এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন

2. ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্সের আলোর দিকে গমনকে বলে—

A)জিওট্রপিক চলন

B)ফোটোট্যাকটিক চলন

C)ফোটোট্রপিক চলন

D)ফোটোন্যাস্টি চলন

Ans :- B)ফোটোট্যাকটিক চলন

3. উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায় এটি কাণ্ডের

A)ফোটোন্যাস্টিক চলন

B)সিসমোন্যাস্টিক চলন

C)হাইড্রোট্রপিক চলন

D)ফোটোট্রপিক চলন

Ans :- D)ফোটোট্রপিক চলন

4. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মুড়ে যায়। একে বলে—

A)ফোটোন্যাস্টিক চলন

B)থার্মোন্যাস্টিক চলন

C)সিসমোন্যাস্টিক চলন

D)নিকটিন্যাস্টিক চলন

Ans :- C)সিসমোন্যাস্টিক চলন

5. উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়, এটি এক প্রকার

A)হাইড্রোট্রপিক চলন

B)ফোটোট্রপিক চলন

C)সিসমোন্যাস্টিক চলন

D)জিওট্রপিক চলন

Ans :- A)হাইড্রোট্রপিক চলন

6. বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ হল

A)আলোর দিকে কাণ্ডের চলন

B)জলের দিকে মূলের চলন

C)অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের চলন

D)লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া

Ans :- D)লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া

7. থিগমোট্রপিজমের উদ্দীপকটি হল—

A)স্পর্শ

B)আলো

C)জল

D)অভিকর্ষ

Ans :- A)স্পর্শ

8. হাইড্রোট্রপিজমের উদ্দীপকটি হল—

A)আলো

B)অভিকর্ষ

C)জল

D)স্পর্শ

Ans :- C)জল

9. জিওট্রপিক চলনের উদ্দীপক হল—

A)জল

B)অভিকর্ষ

C)আলো

D)তাপ

Ans :- B)অভিকর্ষ

10. যে উদ্ভিদ অঙ্গে নেগেটিভ জিওট্রপিক চলন ঘটে সেটি হল –

A)মূল

B)কাণ্ড

C)পাতা

D)ফুল

Ans :- B)কাণ্ড

11. ডিম্বকের দিকে পরাগনালিকার অগ্রসর হওয়াকে বলে—

A)হাইড্রোট্রপিজম

B)জিওট্রপিজম

C)কেমোট্রপিজম

D)ফোটোট্রপিজম

Ans :- C)কেমোট্রপিজম

12. উদ্ভিদের কাণ্ডে যে চলন দেখা যায়—

A)পজিটিভ ফোটোট্রপিক

B)নেগেটিভ ফোটোট্রপিক

C)পজিটিভ হাইড্রোট্রপিক

D)পজিটিভ জিওট্রপিক

Ans :- A)পজিটিভ ফোটোট্রপিক

13. নীচের যে উদ্ভিদ অঙ্গটিতে নেগেটিভ ফোটোট্রপিজম দেখা যায় সেটি হল—

A)মূল

B)কাণ্ড

C)শাখা

D)পাতা

Ans :- A)মূল

14. সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হল –

A)কেমোন্যাস্টি

B)সিসমোন্যাস্টি

C)থার্মোন্যাস্টি

D)ফোটোন্যাস্টি

Ans :- A)কেমোন্যাস্টি

15. টিউলিপ ফুল বেশি উন্নতায় ফোটে, কারণ—

A)ফোটোন্যাস্টিক চলন

B)থার্মোন্যাস্টিক চলন

C)সিসমোন্যাস্টিক চলন

D)কেমোন্যাস্টিক চলন

B)থার্মোন্যাস্টিক চলন

Whatsapp Number – 8001696006

Scroll to Top