GNM ANM Preparation 2024

তোমরা যারা GNM ANM Entrance Exam 2024 দেবে অবশ্যই  Question and Answer গুলো দেখো।

Q. উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল—

A)ট্রপিক

B)ট্যাকটিক

C)ন্যাস্টিক

D)প্রকরণ

Ans – A)ট্রপিক

Q. বনচাড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হল –

A)বলন

B)পরিচলন

C)প্রকরণ

D)আবর্তন

Ans – C)প্রকরণ

Q. জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম—

A)সিসমোগ্রাফ

B)লিথোগ্রাফ

C)থার্মোগ্রাফ

D)ক্রেসকোগ্রাফ

Ans – D)ক্রেসকোগ্রাফ

Q. বনচাড়াল উদ্ভিদের পাতার পত্রফলকের সঞ্চালনের কারণ হল—

A)স্নায়ু উদ্দীপনা প্রবহণ

B)বায়ুপ্রবাহ

C)রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন

D)স্পর্শজনিত উদ্দীপনা

Ans – C)রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন

Q. পদ্মফুল প্রস্ফুটনে যে প্রকার চলন দেখা যায় তা হল—

A)কেমোন্যাস্টি

B)ফোটোন্যাস্টি

C)সিসমোন্যাস্টি

D)থার্মোন্যাস্টি

Ans – B)ফোটোন্যাস্টি

Q. ক্লোরোফর্মের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয়—

A)কেমোন্যাস্টি

B)সিসমোন্যাস্টি

C)ফোটোট্রপিজম

D)নিকটিন্যাস্টি

Ans – A)কেমোন্যাস্টি

ANM GNM Preparation

Q. উদ্ভিদের একটি তির্যক অভিকর্ষবর্তী অঙ্গ হল—

A)মূল

B)পাতা

C)উভয়ই

D)কোনোটিই নয়

Ans -B)পাতা

Q. আলোর প্রভাবে পাতার চলনকে বলে—

 A)ফোটোট্যাকটিক চলন

B)সিসমোন্যাস্টি চলন

C)হেলিওট্রপিক চলন

D)কেমোট্যাকটিকচলন

Ans -C)হেলিওট্রপিক চলন

Q. ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া একপ্রকার—

A)ট্রপিক চলন

B)ন্যাস্টিক চলন

C)কেমোট্যাকটিক চলন

D)ট্যাকটিক চলন

Ans – C)কেমোট্যাকটিক চলন

Q. অ্যামিবয়েড চলন যেটিতে দেখা যায়, তা হল—

A)সূর্যমুখী ফুল

B)ক্ল্যামাইডোমোনাস

C)মিক্সোমাইসেটিস

D)ফার্নের শুক্রাণু

Ans – C)মিক্সোমাইসেটিস

Q. সারকুলেশন বা আবর্তনগতি দেখা যায়—

A)কুমড়োর কাণ্ডরোমে

B)মূলরোমে

C)পাতাশ্যাওলার পাতার কোশে

D)এককোশী প্রাণীতে

Ans – A)কুমড়োর কাণ্ডরোমে

Q. কচি কলাপাতা গুটিয়ে থাকা একপ্রকার

A)এপিন্যাস্টি

B)হাইপোন্যাস্টি

C)সিসমোন্যাস্টি

D)কোনোটিই নয়

Ans – B)হাইপোন্যাস্টি

Q. ডায়াটম নির্দিষ্ট স্থানে সংলগ্ন থেকে অভ্যন্তরীণভাবে অঙ্গ সঞ্চালনে সক্ষম, একে বলে—

A)অভ্যন্তরীণ চলন

B)বক্র সঞ্চালন

C)প্রকরণ চলন

D)আবর্তন চলন

Ans -A)অভ্যন্তরীণ চলন

Q. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন্ যন্ত্রটি আবিষ্কার করেন?—

A)ক্রেসকোগ্রাফ

B)রেজোন্যান্ট রেকর্ডার

C)প্লান্ট ফাইটোগ্রাফ

D)সবকটি

Ans – D)সবকটি

Q. কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের ওপরে ওঠা—

A) সামগ্রিক চলন

B)বৃদ্ধিজনিত চলন

C)রসস্ফীতি চাপের তারতম্যজনিত চলন

D)প্রকরণ চলন

Ans – B)বৃদ্ধিজনিত চলন

Q. পাতাশ্যাওলায় যে ধরনের চলন ঘটে সেটি হল—

A)থার্মোট্যাকটিক

B)নিকটিন্যাস্টি

C)হাইড্রোট্রপিক

D)ফোটোন্যাস্টি

Ans – A)থার্মোট্যাকটিক

Q. সুন্দরীগাছের শ্বাসমূলের মাটির উপরে চলে আসা হল এক প্রকার

A)জল প্রতিকূলবর্তী চলন

B)আলোক অনুকূলবর্তী চলন

C)অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন

D)সবকটি

Ans – D)সবকটি

Q. উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও উয়তা উভয়ের প্রভাবে ঘটে, তখন সেই ঘটনাকে বলা হয়—

A)থার্মোন্যাস্টি

B)নিকটিন্যাস্টি

C)কেমোন্যাস্টি

D)কোনোটিই নয়

Ans – B)নিকটিন্যাস্টি

Whatsapp Number – 8001696006

Scroll to Top