তোমরা যারা GNM ANM Entrance Exam 2024 দেবে অবশ্যই Question and Answer গুলো দেখো।
Q. উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল—
A)ট্রপিক
B)ট্যাকটিক
C)ন্যাস্টিক
D)প্রকরণ
Ans – A)ট্রপিক
Q. বনচাড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হল –
A)বলন
B)পরিচলন
C)প্রকরণ
D)আবর্তন
Ans – C)প্রকরণ
Q. জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম—
A)সিসমোগ্রাফ
B)লিথোগ্রাফ
C)থার্মোগ্রাফ
D)ক্রেসকোগ্রাফ
Ans – D)ক্রেসকোগ্রাফ
Q. বনচাড়াল উদ্ভিদের পাতার পত্রফলকের সঞ্চালনের কারণ হল—
A)স্নায়ু উদ্দীপনা প্রবহণ
B)বায়ুপ্রবাহ
C)রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন
D)স্পর্শজনিত উদ্দীপনা
Ans – C)রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন
Q. পদ্মফুল প্রস্ফুটনে যে প্রকার চলন দেখা যায় তা হল—
A)কেমোন্যাস্টি
B)ফোটোন্যাস্টি
C)সিসমোন্যাস্টি
D)থার্মোন্যাস্টি
Ans – B)ফোটোন্যাস্টি
Q. ক্লোরোফর্মের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয়—
A)কেমোন্যাস্টি
B)সিসমোন্যাস্টি
C)ফোটোট্রপিজম
D)নিকটিন্যাস্টি
Ans – A)কেমোন্যাস্টি
ANM GNM Preparation
Q. উদ্ভিদের একটি তির্যক অভিকর্ষবর্তী অঙ্গ হল—
A)মূল
B)পাতা
C)উভয়ই
D)কোনোটিই নয়
Ans -B)পাতা
Q. আলোর প্রভাবে পাতার চলনকে বলে—
A)ফোটোট্যাকটিক চলন
B)সিসমোন্যাস্টি চলন
C)হেলিওট্রপিক চলন
D)কেমোট্যাকটিকচলন
Ans -C)হেলিওট্রপিক চলন
Q. ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া একপ্রকার—
A)ট্রপিক চলন
B)ন্যাস্টিক চলন
C)কেমোট্যাকটিক চলন
D)ট্যাকটিক চলন
Ans – C)কেমোট্যাকটিক চলন
Q. অ্যামিবয়েড চলন যেটিতে দেখা যায়, তা হল—
A)সূর্যমুখী ফুল
B)ক্ল্যামাইডোমোনাস
C)মিক্সোমাইসেটিস
D)ফার্নের শুক্রাণু
Ans – C)মিক্সোমাইসেটিস
Q. সারকুলেশন বা আবর্তনগতি দেখা যায়—
A)কুমড়োর কাণ্ডরোমে
B)মূলরোমে
C)পাতাশ্যাওলার পাতার কোশে
D)এককোশী প্রাণীতে
Ans – A)কুমড়োর কাণ্ডরোমে
Q. কচি কলাপাতা গুটিয়ে থাকা একপ্রকার
A)এপিন্যাস্টি
B)হাইপোন্যাস্টি
C)সিসমোন্যাস্টি
D)কোনোটিই নয়
Ans – B)হাইপোন্যাস্টি
Q. ডায়াটম নির্দিষ্ট স্থানে সংলগ্ন থেকে অভ্যন্তরীণভাবে অঙ্গ সঞ্চালনে সক্ষম, একে বলে—
A)অভ্যন্তরীণ চলন
B)বক্র সঞ্চালন
C)প্রকরণ চলন
D)আবর্তন চলন
Ans -A)অভ্যন্তরীণ চলন
Q. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন্ যন্ত্রটি আবিষ্কার করেন?—
A)ক্রেসকোগ্রাফ
B)রেজোন্যান্ট রেকর্ডার
C)প্লান্ট ফাইটোগ্রাফ
D)সবকটি
Ans – D)সবকটি
Q. কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের ওপরে ওঠা—
A) সামগ্রিক চলন
B)বৃদ্ধিজনিত চলন
C)রসস্ফীতি চাপের তারতম্যজনিত চলন
D)প্রকরণ চলন
Ans – B)বৃদ্ধিজনিত চলন
Q. পাতাশ্যাওলায় যে ধরনের চলন ঘটে সেটি হল—
A)থার্মোট্যাকটিক
B)নিকটিন্যাস্টি
C)হাইড্রোট্রপিক
D)ফোটোন্যাস্টি
Ans – A)থার্মোট্যাকটিক
Q. সুন্দরীগাছের শ্বাসমূলের মাটির উপরে চলে আসা হল এক প্রকার
A)জল প্রতিকূলবর্তী চলন
B)আলোক অনুকূলবর্তী চলন
C)অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন
D)সবকটি
Ans – D)সবকটি
Q. উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও উয়তা উভয়ের প্রভাবে ঘটে, তখন সেই ঘটনাকে বলা হয়—
A)থার্মোন্যাস্টি
B)নিকটিন্যাস্টি
C)কেমোন্যাস্টি
D)কোনোটিই নয়
Ans – B)নিকটিন্যাস্টি
Whatsapp Number – 8001696006