ANM GNM From fill up 2024
West Bengal Joint Entrance Examination Board অর্থাৎ WBJEEB পশ্চিমবঙ্গে সরকারিভাবে নার্সিং কলেজে পড়ার জন্য একটি এক্সামের আয়োজন করেছে যার নাম GNM ANM Entrance Exam 2024 এর ফরম ফিলাপ শুরু হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবং এই Exam টি প্রতিবছর জুলাই মাসের প্রথম সপ্তাহে আয়োজন করা হয়।
GNM ANM Preparation 2024
Q. ডেঙ্গু রোগের বাহক কোন প্রাণী?
[A] স্ত্রী কিউলেক্স মশা
[B] মাছি
[C] স্ত্রী অ্যানোফিলিস মশা
[D] স্ত্রী এডিস মশা
Ans-[D] স্ত্রী এডিস মশা
Q. কোন হরমোন বীজবিহীন ফল উৎপন্ন করতে সাহায্য করে?
[A] অক্সিন
[B] জিব্বেরেলিন
[C] সাইটোকাইনিন
[D] A ও B উভয়ই
Ans-[D] A ও B উভয়ই
Q. প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কে দিয়েছিলেন?
[A] ল্যামার্ক
[B] ডারউইন
[C] মেন্ডেল
[D] স্পেনসার
Ans-[B] ডারউইন
Q. কোন ধাতুর অভাবে ডেড স্পট তৈরি হয়?
ANM GNM 2024
[A] জিংক
[B] লোহা
[C] নিকেল
[D] তামা
Ans-[A] জিংক
Q. আলুতে সবুজ রং হয় কিসের জন্য?
[A] জ্যান্থোফিল
[B] সোলেনিন
[C] বিটানোন
[D] ক্যারোটিন
Ans-[B] সোলেনিন
Q . সবচেয়ে লম্বা কলা কোনটি?
[A] মাংসপেশি
[B] রক্ত
[C] চামড়া
D] মস্তিষ্কের কলা
Ans- D] মস্তিষ্কের কলা
Q. শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কে?
[A] নিউক্লিয়াস
[B] রাইবোজোম
[C] সেন্ট্রোজোম
[D] মাইটোকনড্রিয়া
Ans-[C] সেন্ট্রোজোম
Q. উদ্ভিদের মূল দ্বারা মাটি হয় তাকে কি বলে? থেকে যে জল শোষিত
[A] অভিকর্ষীয় জল
[B] কৈশিক জল
[C] উভয়ই
[D] কোনোটিই নয়
Ans-[A] অভিকর্ষীয় জল
Q. মানব দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি?
[A] মেলিয়াস
[B] ইনকাস
[C] স্টেপিস
[D] ফিমার
Ans-[C] স্টেপিস
Q. কোনটি চোখকে গোলাকার প্রদান করে?
[A] আকুয়াস হিউমর
[B] ভিট্রিয়াস হিউমর
[C] লেন্স
[D] সিলিয়ারি পেশি
Ans-[B] ভিট্রিয়াস হিউমর
Q. বুকে কতগুলি হাড় পাওয়া যায়?
[A] ২১ টি
[B] ২৩ টি
[C] ২৫ টি
[D] ২৬ টি
Ans-[C] ২৫ টি
Q. রক্তে প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণ করে কে?
[A] গ্লোমেরুলাস
[B] বোওম্যান ক্যাপসুল
[C] ম্যালপিজিয়ান কণিকা
[D] বৃক্কীয় নালিকা
Ans-[B] বোওম্যান ক্যাপসুল
Q. ‘কলসপত্রী উদ্ভিদে পতঙ্গ বসলে সেটি উদ্ভিদ দ্বারা আটকা পড়ে’ – এটি কোন ধরনের চলন?
[A] জিওট্রপিক
[B] সিসমোন্যাস্টিক
[C] কেমোন্যাস্টিক
[D] থার্মোন্যাস্টিক
Ans-[C] কেমোন্যাস্টিক
Q. কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না?
[A] ব্যাঙ
[B] মাছ
[C] পাখি
D] মানুষ
Ans- D] মানুষ
Q. মানুষের জিভের কোন অংশে তেতো স্বাদ অনুভূত হয়?
[A] অগ্রভাগ
[B] পশ্চাদভাগ
[C] মধ্যভাগ
[D] পার্শ্বভাগ
Ans-[B] পশ্চাদভাগ
ANM GNM Preparation 2024
Q. পৃথিবীর প্রথম ক্লোন জানোয়ার কোনটি?
[A] জলি ভেড়া
[B] মলি ভেড়া
[C] ডলি ভেড়া
[D] কোনোটিই নয়
Ans-[C] ডলি ভেড়া
Q. শরীরে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় কোনটি?
[A] গ্লুকেগন
[B] ইনসুলিন
[C] সোমাটোটেস্টিন
[D] ট্রিপসিন
Ans-[A] গ্লুকেগন
Q. ফণীমনসার কান্ড কে কি বলা হয়?
[A] মৃদগতকান্ড
[B] পর্ণকান্ড
[C] গ্রন্থিকান্ড
[D] পর্ণবৃন্ত
Ans- [B] পর্ণকান্ড
Q. ফ্যালোপিয়ান টিউবে ডিম্বাণুর জীবনকাল কতদিন হয়?
[A] ১/২ দিন
[B] ১ দিন
[e] ২ দিন
[D] ৩ দিন
Ans-[e] ২ দিন
Q. মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলা হয়?
[A] ইমিওটিক স্যাক
[B] প্লুরা মেমব্রেন
[C] গ্লিসন ক্যাপসুল
[D] মেনিনজয়েড
Ans-[D] মেনিনজয়েড
Q. কেবস্ চক্র কোথায় সম্পন্ন হয়?
[A] মাইটোকনড্রিয়া
[C] গলগি বডি
[B] নিউক্লিয়াস
[D] সেন্ট্রোজোম
Ans-[A] মাইটোকনড্রিয়া