Q. ‘স্বরকল্প’-এর ঘটনা ঘটে, যখন দু’টি সরলদোল ভরঙ্গের কম্পাঙ্ক – [NDA-2021]

(a) সমান

(b) অনেক পার্থক্যযুক্ত

(c) একে অপরের গুনিতক

(d) কাছাকাছি সমান

Answer – (d) কাছাকাছি সমান

Q. বায়ু-কাচ-এর বিভেদতলে আলোক তরঙ্গ আপতিত হলে, সেই আলোর কিছু অংশ প্রতিফলিত ও বাকি অংশ প্রতিসৃত হয়। আপতিত আলো ও প্রতিসৃত আলোর মধ্যে কোন্ ধর্ম বা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে? [NDA-2021]

(a) দ্রুতি

(b) অভিমুখ

(c) তীব্রতা

(d) কম্পাঙ্ক

Answer – (d) কম্পাঙ্ক

Q.  “সরল দোলক’-এর ক্ষেত্রে কোন্ বিবৃতি সঠিক? [NDA-2021]

(a) ক্রিয়াশীল বল সাম্যাবস্থান থেকে সরণ-এর সমানুপাতিক এবং সরণের অভিমুখী।

(b) ক্রিয়াশীল বল সাম্যাবস্থান থেকে সরণ-এর সমানুপাতিক এবং সরণের বিপরীতমুখী।

(c)  ‘দোলক’-এর ত্বরণ ধ্রুবক।

(d) ‘দোলক’-এর বেগ পর্যাবৃত্ত নয়।

Answer – (b) ক্রিয়াশীল বল সাম্যাবস্থান থেকে সরণ-এর সমানুপাতিক এবং সরণের বিপরীতমুখী।

Q. যদি একটি রশ্মি (আলোক) লঘু মাধ্যম থেকে ঘন

মাধ্যমে শূন্য আপতন কোণে আপতিত হলে, এটি – [NDA-2021]

(a) প্রতিফলিত হয়ে ফিরে আসে

(b) সোজা নির্গত হয়

(c) ডানদিকে ঘুরে যায়

(d) 45° কোণে বেঁকে যায়

Answer – (b) সোজা নির্গত হয়

Q.  ‘মরীচিকা’ আলোর কোন ঘটনার ব্যাখ্যা- [NDA-2021]

(a) আলোর শুধুমাত্র বিচ্ছুরণ

(b) আলোর শুধুমাত্র প্রতিফলন

(c) আলোর শুধুমাত্র অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

(d) আলোর প্রতিসরণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

Answer – (d) আলোর প্রতিসরণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

Q. নিম্নলিখিত কোন্ যৌগটি হাইপোব্রোমাস অ্যাসিডের সংকেত ? [NDA-2021]

(a) HBrO4

(b) HoBr

(c) HBr

(d) HBrO3

Answer – (b) HoBr

Q. এক্সোস্ফিয়ারে নিম্নলিখিত কোন্ গ্যাস মিশ্রন বর্তমান ? [NDA-2021]

(a) হিলিয়াম ও হাইড্রোজেন

(b) নিয়ন ও অক্সিজেন

(c) নিয়ন ও হাইড্রোজেন

(d) হিলিয়াম ও নিয়ন

Answer – (a) হিলিয়াম ও হাইড্রোজেন

Q. নিম্নলিখিত কোন্ টি কাঁচ প্রস্তুতিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় না ? [NDA-2021]

(a) সোডা

(b) অ্যালুমিনা

(c) বোরাক্স

(d) জিপসাম

Answer – (d) জিপসাম

Q. কপারের তড়িৎ বিশোধনে, নীচের কোন্ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হয় ? [NDA-2021]

(a) আম্লিক কপার ক্লোরাইড

(b) আম্লিক কপার সালফেট

(c) পটাশিয়াম ক্লোরাইড

(d) সোডিয়াম সালফেট

Answer – (b) আম্লিক কপার সালফেট

Q.  সোলডার বা রাংঝাল ধাতুসংকরে নিম্নলিখিত কোন্ মৌলযুগল বর্তমান? [NDA-2021]

(a) Cu ও Sn

(b) Fe ও Zn

(c) Pb ও Sn

(d) Ag ও Zn

Answer – (c) Pb ও Sn

Q. ডাই হাইড্রোজেন (H2) সম্পর্কিত নিম্নলিখিত কোন্ বক্তব্যটি সঠিক নয়- [NDA-2021]

(a) H2 হল বায়ুর চেয়ে হালকা ও জলে অদ্রাব্য

(b) H-H বন্ধন বিয়োজন শক্তি উচ্চ হওয়ায় সাধারণ উষ্নতায় H2 গ্যাস নিষ্ক্রিয়।

(c) উচ্চ উয়তায় ক্ষার ধাতুর সঙ্গে H2 গ্যাস বিক্রিয়া

করে ধাতব হাইড্রাইড উৎপন্ন করে।

(d) NO2 ও H2 গ্যাসের মিশ্রনকে সিনগ্যাস বলে।

Answer – (d) NO2 ও H2 গ্যাসের মিশ্রনকে সিনগ্যাস বলে।

Q.  নীচের কোন্ সেটটির প্রতিটি মৌলের যোজ্যতা

সমান ? [NDA-2021]

(a) Na, Mg, Ca

(b) Na, Mg, Al

(c) Mg, Ca, K

(d) Mg, Ca, Ba

Answer – (d) Mg, Ca, Ba

Q. নিকেল অনুঘটকের উপস্থিতিতে উদ্ভিজ্জ তেলের হাইড্রোজিনেশন বিক্রিয়াটি— [NDA-2021]

(a) প্রতিস্থাপন বিক্রিয়া

(b) অপনয়ন বিক্রিয়া

(c) যুত বিক্রিয়া

(d) মুক্তমূলক পলিমারাইজেশন

Answer – (c) যুত বিক্রিয়া

Q.  নীচের কোনটি কার্বনের রূপভেদ নয় ? [NDA-2021]

(a) হীরক

(b) গ্রাফাইট

(c) ফ্লাইঅ্যাস

(d) ফুলারিন

Answer – (c) ফ্লাইঅ্যাস

Q. নীচের কোন্ বিক্রিয়াতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না ? [NDA-2021]

(a) লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে Zn ধাতুর বিক্রিয়ায়

(b) প্লাস্টার অফ প্যারিসের সঙ্গে জল মেশানো হলে

(c) সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ সহযোগে Zn ধাতুকে উত্তপ্ত করলে

(d) পটাশিয়াম ধাতুর সঙ্গে জলের বিক্রিয়া ঘটানো হলে

Answer – (b) প্লাস্টার অফ প্যারিসের সঙ্গে জল মেশানো হলে

Q.  টমেটোতে নিম্নলিখিত কোন্ অ্যাসিডটি প্রধানত উপস্থিত থাকে? [NDA-2021]

(a) অ্যাসিটিক অ্যাসিড

(b) টারটারিক অ্যাসিড

(c) অক্সালিক অ্যাসিড

(d) ল্যাকটিক অ্যাসিড

Answer – (c) অক্সালিক অ্যাসিড

Q. জলের সাথে পড়াচুন (CaO)-এর বিক্রিয়ায় কলিচুন Ca(OH)2 উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি -[NDA-2021]

(a) প্রতিস্থাপন

(b) তাপগ্রাহী

(c) বিয়োজন

(d) তাপমোচী

Answer – (d) তাপমোচী

Q.  নিম্নলিখিত কোন্ যৌগের প্রস্তুতি সাধারণ লবণ (NaCl) কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় না ? [NDA-2021]

(a) ব্লিচিং পাউডার

(b) বেকিং সোডা

(c) প্লাস্টার অব প্যারিস

(d) কাপড় কাচা সোডা

Answer – (c) প্লাস্টার অব প্যারিস

Q. কিছু খনিজ পদার্থ জল শোষণ করে আয়তন বৃদ্ধি করে। এই পদ্ধতিকে কি বলে ? [NDA-2021]

(a) হাইড্রেশন

(b) অক্সিডেশন

(c) হাইড্রোলিসিস

(d) কার্বনেশন

Answer – (a) হাইড্রেশন

Q.  নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে বস্তুর পরিবহন সম্পন্ন হয় সাধারণত যার মাধ্যমে— [NDA-2021]

(a) রাইবোজোম

(b) মাইটোকনড্রিয়া

(c) লাইসোজোম

(d) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

Answer – (d) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top