Q. ATP সংশ্লেষকারী রাসায়নিক বিক্রিয়াগুলি  মাইটোকনড্রিয়ার যে অংশে সংগঠিত হয় তা হল—  [NDA-2021]

(a) বহিঃ আবরণী

(b) ধাত্র

(c) অন্তঃ আবরণী

(d) মাইটোকনড্রিয়ার DNA

Answer – (c) অন্তঃ আবরণী

Q. আঁইশাকার আবরণী কলার কোশগুলি যার অন্তঃ প্রাচীরে দেখা যায়, তা হল- [NDA-2021]

(a) গ্রাসনালী

(b) ক্ষুদ্রান্ত

(c) লালাগ্রন্থির নালীসমূহ

(d) বৃক্ক

Answer – (d) বৃক্ক

Q.  যে প্রক্রিয়ার মাধ্যমে ভাজককলা নির্দিষ্ট স্থায়ী কলায় রূপান্তরিত হয়- [NDA-2021]

(a) কোশ বিভেদন

(b) কোশ বিভাজন

(c) কোশের সংখ্যা বৃদ্ধি

(d) কোশের পুনরুৎপাদন

Answer – (b) কোশ বিভাজন

Q.  নিম্নের কোনটি উদ্ভিদের এমন একটি গ্যাসীয় বস্তু উৎপাদনকারী প্রক্রিয়া যা শক্তি নির্গমনকারী অন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়— [NDA-2021]

(a) শ্বসন ও নাইট্রিক অক্সাইড

(b) বাষ্পমোচন ও জলীয়বাষ্প

(c) সালোকসংশ্লেষ ও অক্সিজেন

(d) অঙ্কুরোদ্গম ও কার্বন ডাই অক্সাইড

Answer – (c) সালোকসংশ্লেষ ও অক্সিজেন

Q.  একটি টবযুক্ত বীরুৎ জাতীয় দ্বিবীজপত্রী-উদ্ভিদের একটি পাতার উপরিতলে (পরীক্ষামূলক পাতা-1 ) এবং অন্য একটি পাতার নিম্নতলে (পরীক্ষামূলক 5 পাতা-2) ভেসলিন/উদ্ভিদ তেলের প্রলেপ দেওয়া হল। নিয়ন্ত্রণকারী পাতার কোনোরূপ ভেসলিন/ উদ্ভিজ তেল ব্যবহার করা হল না। বেশ কয়েকদিন যাবৎ ঐ টবের উদ্ভিদে কোনরূপ জল দেওয়া হল না । সবশেষে কোন পাতাটি শুকনো হবে ? [NDA-2021]

(a) পরীক্ষামূলক পাতা-1

(b)  পরীক্ষামূলক পাতা-2

(c) নিয়ন্ত্রণকারী পাতা

(d) সমস্ত পাতা একত্রে শুকনো হবে

Answer – (b)  পরীক্ষামূলক পাতা-2

Q. নিম্নের কোন্ টি জীবভর শক্তি উৎপাদনের উৎস নয় ? [NDA – 2021]

(a) কাঠ

(b) পারমাণবিক চুল্লি

(c) গোবর গ্যাস

(d) কয়লা

Answer – (b) পারমাণবিক চুল্লি

Q. বীজের অঙ্কুরোদ্গমকালে ভ্রুণের কোন্ অংশটি মূলে পরিণত হয়? [NDA-2021]

(a) ভ্রুণমূল

(b) ভ্রুণমুকুল

(c) বীজপত্র

(d) বীজপত্রাধিকাণ্ড

Answer – (a) ভ্রুণমূল

Q. একটি আদর্শ ফুলের অঙ্কুরিত পরাগরেণু ডিম্বানুতে পৌঁছানোর পূর্বে স্ত্রীস্তবকের বিভিন্ন অংশ অতিক্রম করে। নিম্নে স্ত্রী স্তবকের বিভিন্ন সমন্বয়ে অংশগুলির তালিকা দেওয়া হল। পরাগনালীর যাত্রার সঠিক পথের সঠিক ক্রমটি বেছে নাও।[NDA-2021]

(a) গর্ভদণ্ড, গর্ভমুন্ড, ডিম্বাশয়

(b) গর্ভমুন্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়

(c) স্ত্রীস্তবক, গর্ভমুন্ড, ডিম্বাশয়

(d) ডিম্বাশয়, স্ত্রীস্তবক, গর্ভদণ্ড

Answer – (b) গর্ভমুন্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়

Q.  যদি মানব রক্তকে 2% ডিটারজেন্টের দ্রবণে রাখা হয়, তাহলে RBC-তে কি ঘটবে? [NDA-2021]

(a) RBC সংকুচিত হবে

(b) RBC স্ফীত ও রসস্ফীতি চাপ বৃদ্ধি পাবে

(c) RBC স্ফীত হয়ে ফেটে যাবে

(d) RBC ভঙ্গুর হবে

Answer – (a) RBC সংকুচিত হবে

Q.  নিরামিশাষীদের জন্য ভিটামিন ও খনিজের প্রধান উৎস হল- [NDA-2021]

(a) কালো ছোলা ও গম

(b) চাল ও সরিষা

(c) শাক সব্জি ও ফলমূল

(d) সয়াবিন ও দুধ

Answer – (c) শাক সব্জি ও ফলমূল

Q. কেপেল দ্বীপটি মূলত যে প্রাণীর সম্প্রসারণের জন্য ব্লিচড়্ হয়েছে তা হল- [NDA-2021]

(a) তারামাছ

(b) নীলতিমি

(c) অক্টোপাস

(d) সমুদ্রঘোড়া

Answer – (a) তারামাছ

Q. নীচের কোন্ বক্তব্যটি সঠিক? [CISF AC (Exe) LDCE-2021]

(a) স্থানভেদে ওজন পরিবর্তিত হলেও বস্তুর ভর অপরিবর্তিত থাকে

(b) স্থানভেদে ভর পরিবর্তিত হলেও বস্তুর ওজন অপরিবর্তিত থাকে

(c) বস্তুর ওজন ও ভর স্থানভেদে পরিবর্তিত হয় না

(d) বস্তুর ওজন ও ভর স্থানভেদে পরিবর্তিত হয়

Answer – (a) স্থানভেদে ওজন পরিবর্তিত হলেও বস্তুর ভর অপরিবর্তিত থাকে

Q. একটি 100W-এর বৈদ্যুতিক বাতি দৈনিক ৪ ঘণ্টা করে জ্বলে। এপ্রিল মাসে কত ইউনিট শক্তি খরচ হয়? [CISF AC (Exe) LDCE-2021]

(a) 24 ইউনিট

(b) 16 ইউনিট

(c) 8 ইউনিট

(d) 0.8 ইউনিট

Answer- (a) 24 ইউনিট

Q. বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র-এর নাম- [CISF AC (Exe) LDCE-2021]

(a) গ্যালভানোমিটার

(b) অ্যামমিটার

(c) ভোল্টমিটার

(d) কম্পাসের সূচীমুখ

Answer – (b) অ্যামমিটার

Q. একটি বৈদ্যুতিক জেনারেটর প্রাথমিকভাবে রূপান্তর করে— [CISF AC (Exe) LDCE-2021]

(a) তড়িৎশক্তি থেকে তাপশক্তি

(b) তড়িৎশক্তি থেকে শব্দশক্তি

(c) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি

(d) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি

Answer – (d) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি

Q.  আলোক তরঙ্গ হলো— [CISF AC (Exe) LDCE-2021]

(a) চলতরঙ্গ

(b) যান্ত্রিক তরঙ্গ

(c) অনুদৈর্ঘ্য তরঙ্গ

(d) তীর্যক তরঙ্গ

Answer – (d) তীর্যক তরঙ্গ

Q. নীচের কোনটি নিষ্প্রভ বা অপ্ৰভ বস্তু? [CISF AC (Exe) LDCE-2021]

(a) সূর্য

(b) মোমবাতি

(c) LED বাতি

(d) চাঁদ

Answer – (d) চাঁদ

Q. সোডিয়াম ক্লোরেট ব্যবহার করা হয়- [CISF AC (Exe) LDCE-2021]

(a) সুতির কাপড় রং করা ও ছাপার কাজে

(b)  দেশলাই শিল্পে

(c) অ্যান্টিসেপ্টিক রূপে

(d) জীবাণুনাশক হিসেবে

Answer – (d) জীবাণুনাশক হিসেবে

Q.  নিউক্লিয়ার ফিজিক্সের জনক বলা হয়— [CISF AC (EXE.) LDCE-2021]

(a) ই রাদারফোর্ড

(b) জে জে থমসন

(c) নীলস বোর

(d) জেমস স্যাডউইককে

Answer – (a) ই রাদারফোর্ড

Q.  রক্তের PH এর মান হল— [CISF AC (EXE.) LDCE -2021]

(a) 7.0

(b) 6.5

(c) 7.15

(d) 7.4

Answer – (d) 7.4

Scroll to Top