Q. চুনাপাথর থেকে পোড়াচুন রূপান্তর হল-[CISF AC (EXE.) LDCE-2021]

(a) বিয়োজন বিক্রিয়া

(b) প্রতিস্থাপন বিক্রিয়া

(c) সংযোগ বিক্রিয়া

(d) বিনিময় বিক্রিয়া

Answer – (a) বিয়োজন বিক্রিয়া

Q.  চিপসের প্যাকেটে কোন্ গ্যাস ভর্তি থাকে? [CISF AC (EXE.) LDCE-2021]

(a) অক্সিজেন

(b) হাইড্রোজেন

(c) কার্বনডাই অক্সাইড

(d) নাইট্রোজেন

Answer -(d) নাইট্রোজেন

Q. ব্রাইন দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে; নিম্নলিখিত কোন্ যৌগ উৎপন্ন হয় ? [CISF AC (EXE.) LDCE-2021]

(a) NaCI

(b) NaOH

(c) KCI

(d) KOH

Answer – (b) NaOH

Q. কোবাল্টের আইসোটোপ নিম্নলিখিত কোন্ রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ? [CISF AC (EXE.) LDCE-2021]

(a) ক্যান্সার

(b) গয়টার

(c) বেরিবেরি

(d) ক্লোন ডিজিস

Answer – (a) ক্যান্সার

Q. নিম্নলিখিত কোন্ দু’টি মৌল সাধারণত প্রোটিনে থাকে কিন্তু কার্বহাইড্রেটে থাকে না ? [CISF AC (EXE.) LDCE-2021]

(a) C ও H

(b) Cও N

(c) N ও S

(d) S ও H

Answer – (c) N ও S

Q. বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কথাটি প্রথম ব্যবহার করেন— [CISF AC (EXE.) LDCE-2021]

(a) চার্লস ডারউইন

(b) ক্লেমেন্টস

(c) স্যার এ. ট্যান্সলে

(d) এমবারলিন

Answer – (b) ক্লেমেন্টস

Q.  নিম্নের কোনটি উদ্ভিদ হরমোন? [CISF AC (EXE.) LDCE-2021]

(a) ইস্ট্রোজেন

(b) সাইটোকাইনিন

(c) ইনসুলিন

(d) থাইরক্সিন

Answer – (b) সাইটোকাইনিন

Q.  নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোটি ফুলকা অথবা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে? [CISF AC (EXE.) LDCE-2021]

(a) মাছ

(b) ব্যাঙ

(c) সাপ

(d) গরু

Answer – (b) ব্যাঙ

Q. আমাদের দেহের গমনের জন্য দায়ী কলা হল- [CISF AC (EXE.) LDCE-2021]

(a) যোগকলা

(b) পেশীকলা

(c) স্নায়ুকলা

(d) আবরণীকলা

Answer – (b) পেশীকলা

Q.  একটি স্তন্যপায়ীর কোশে প্রোটিন সংশ্লেষিত হয় যার দ্বারা- [CISF AC (EXE.) LDCE-2021]

(a) রাইবোজোম

(b) গলগিবস্তু

(c) লাইসোজোম

(d) মসৃন এন্ডোপ্লাজমিক রেটিকুলা

Answer- (a) রাইবোজোম

Q. উদ্ভিদদেহে জাইলেম কলা যা পরিবহনের জন্য, দায়ী — [CISF AC (EXE.) LDCE-2021]

(a) অ্যামাইনো অ্যাসিড

(b) খাদ্য

(c) অক্সিজেন

(d) জল

Answer – (d) জল

Q. কোরকোদ্গমের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে- [CISF AC (EXE.) LDCE-2021]

(a) ই. কোলাই

(b) অ্যামিবা

(c) প্লাসমোডিয়াম

(d) ঈষ্ট

Answer – (d) ঈষ্ট

Q. তিনটি ভিন্ন দৈর্ঘ্য ও ভিন্ন প্রথচ্ছেদের তামার তার দেওয়া হল। কোন্ টির রোধাঙ্কের মান সর্বোচ্চ হবে? [CDS-2021]

(a) 50 সেমি দীর্ঘ ও 1মিমি ব্যাস বিশিষ্ট তামার তার

(b) 25 সেমি দীর্ঘ ও 0.5 মিমি ব্যাস বিশিষ্ট তামার তার

(c) 10 সেমি দীর্ঘ ও 2.0 মিমি ব্যাস বিশিষ্ট তামার তার

(d) সবগুলোর রোধাঙ্ক একই

Answer – (d) সবগুলোর রোধাঙ্ক একই

Q. ‘বিভাজন’ সংক্রান্ত নীচের কোন্ বিবৃতি সঠিক?

1. একটি কোশ অঙ্গানুর কোশ বিভাজন-এর মাধ্যমে নতুন অংশ সৃষ্টি সংক্রান্ত ঘটনা।

2. ভারী নিউক্লিয়াস থেকে হালকা নিউক্লিয়াস-এ রূপান্তরের ঘটনা।

 3. দুটি হালকা নিউক্লিয়াস-এর সংযুক্তীকরণ-এর মাধ্যমে একটি ভারী নিউক্লিয়াস গঠনের প্রক্রিয়া।

কোনটি সঠিক? [CDS-2021]

(a) একমাত্র 1সঠিক

(b) একমাত্র 2 সঠিক

(c) 1 ও 2 সঠিক

(d) 1ও 3 সঠিক

Answer – (b) একমাত্র 2 সঠিক

Q. নীচের কোনটি তড়িৎ-এর সুপরিবাহী? [CDS-2021]

(a) একটি প্লাস্টিক-এর পাত

(b) পাতিত জল

(c) মানবদেহ

(d) একটি পাতলা কাঠের পাত

Answer – (c) মানবদেহ

Q. একটি অ-গোলীয় চকচকে চামচ নীচের কোনটির বিকল্প রূপ? [CDS-2021]

(a) গোলীয় দর্পণ

(b) অধিবৃত্তীয় দর্পণ

(c) সমতল দর্পণ

(d) লেন্স

Answer – (b) অধিবৃত্তীয় দর্পণ

Q.  তড়িৎ প্রবাহের তাপীয় ফল’ ঘটনার আবিষ্কার নীচের কোন্ পদার্থবিদ-এর ? [CDS-2021]

(a) আইজ্যাক নিউটন

(b) গ্যালিলিও গ্যালিলি

(c) জেমস্ পি. জুল

(d) জে. জে. থমসন

Answer – (c) জেমস্ পি. জুল

Q.  তড়িৎচুম্বকত্ব অনুযায়ী নীচের কোন্ নীতি চৌম্বক

ক্ষেত্রের অভিমুখ নির্ণয়ে সাহায্য করে না? [CDS-2021]

(a) ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম

(b) ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম

(c) ফ্লেমিং-এর ডানহস্ত নিয়ম

(d) ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত নিয়ম

Answer – (d) ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত নিয়ম

Q. প্রাথমিক রামধনু গঠনের সময় কতবার পূর্ণ প্রতিফলন ঘটে? [CDS-2021]

(a) 0

(b) 1

(c) 2

(d) 2-এর বেশি

Answer – (b) 1

Q. সমবৃত্তীয় গতিতে ত্বরণের অভিমুখ হয় – [CDS-2021]

(a) গতির অভিমুখে

(b) পর্যবেক্ষণ বিন্দুতে বৃত্তপথের স্পর্শক বরাবর

(c) বেগের অভিমুখে

(d) বেগের লম্ব অভিমুখে

Answer – (d) বেগের লম্ব অভিমুখে

Scroll to Top