Q. তারাদের ঝিকিমিকি করার কারণ হল— [W.B.C.S. Preli -’19]

(a) এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়

(b) পৃথিবীর ঘূর্ণন

(c) তারাদের বিশাল আকার

(d) এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি

Answer – (d) এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি

Q. যেটির pH < 7 সেটি হল- [W.B.C.S. Preli -’19]

(a) লেবুর রস

(b) চুন জল

(c) মানুষের রক্ত

(d) অম্লাশক (এন্টাসিড)

Answer – (a) লেবুর রস

Q. দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়। যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি হল- [W.B.C.S. Preli -’19]

(a) আম্লিক

(b) নিরপেক্ষ (নিউট্রাল)

(c) ক্ষারীয়

(d) ক্ষয়কারক (করোসিভ)

Answer – (c) ক্ষারীয়

Q. নীচের কোনটি সিমেন্টের মূল উপাদান? [W.B.C.S. Preli -’19]

(a) জিমসাম

(b) চুনাপাথর

(c) মাটি

(d) ছাই

Answer – (a) জিমসাম

Q.  পিতল কোন্ টির মিশ্রণ ? [W.B.C.S. Preli -’19]

(a) তামা ও দস্তা

(b) তামা ও টিন

(c) তামা, নিকেল ও দস্তা

(d) তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম

Answer – (a) তামা ও দস্তা

Q.  কোন্ ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে, ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার হল – [W.B.C.S. Preli -’19]

(a) 25%

(b) 50%

(c) 150%

(d) 300%

Answer – (d) 300%

Q.  দুটি গাড়ি, উচ্চগতিতে একে অপরকে অতিক্রম করছে। তাদের পাশাপাশি চলার বিপদ-এর কারণ – [W.B.C.S. Preli -’19]

(a)  তাদের মাঝের অংশের বায়ুর চাপ বেড়ে যাওয়া

(b) তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ কমে যাওয়া

(c) তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া

(d) তাদের মাঝে অবস্থিত বায়ুকনার বেগ বেড়ে যাওয়া

Answer – (c) তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া

Q. প্রতি একক ভরে বেশি ক্যালরি যোগান দেয় যে খাদ্য তা হল- [W.B.C.S. Preli -’19]

(a) প্রোটিন

(b) কার্বোহাইড্রেট

(c) ফ্যাট

(d) জল

Answer – (c) ফ্যাট

Q.  ECG লিপিবদ্ধ করে— [W.B.C.S. Preli -’19]

(a) হার্টবীট (হৃদস্পন্দন) এর হার

(b) বিভব পার্থক্য

(c) ভেনট্রিকুলার ঘনত্ব

(d) পাম্প করা রক্তের আয়তন

Answer – (c) ভেনট্রিকুলার ঘনত্ব

Q.  ‘বায়োগ্যাসের’ উপাদানগুলি – [W.B.C.S. Preli -’19]

(a) কার্বন মনোক্সাইড, মিথেন ও হাইড্রোজেন

(b) কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন

(c) কার্বন মনোক্সাইড, ইথেন ও হাইড্রোজেন

(d) কার্বন ডাই অক্সাইড, ইথেন ও হাইড্রোজেন

Answer – (b) কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন

Q.  শব্দদূষণ হয়, শব্দের (গোলমাল) মাত্রা যদি বেশি – [W.B.C.S. Preli -’19]

(a) 70 – 75 dB-এর

(b) 50-60 dB-এর

(c) 80 – 99 dB-এর

(d) 40 – 65 dB-এর

Answer – (a) 70 – 75 dB-এর

Q. কোন ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্থ হয় কারণ এটি – [W.B.C.S. Preli -’19]

(a) অ্যালকোহলের উপাদান অপসারিত করে।

(b) বাড়তি গ্লাইক্‌ন সঞ্চয় করে।

(c) বেশি উদ্দীপক করে যকৃৎ থেকে বেশি পাচক রস

নির্গত করে।

(d) বেশি ফ্যাট সঞ্চয় করে।

Answer – (b) বাড়তি গ্লাইক্‌ন সঞ্চয় করে।

Q. চৌম্বকমেরুতে বিনতি কোণ– [W.B.C.S. Preli – 19]

(a) 45°

(b) 30°

(c) শূন্য

(d) 90°

Answer – (d) 90°

Q.  কীসের অভাবের জন্য দুধকে এখন সুষমখাদ্য (balvanced diet) বলে না ? [WBP Constable-’19]

(a) লোহা (iron) ও ভিটামিন-এ

(b) ম্যাগনেশিয়া ও ভিটামিন-ডি

(c) লোহা (iron) ও ভিটামিন-সি

(d) ক্যালসিয়াম ও ভিটামিন-সি

Answer – (c) লোহা (iron) ও ভিটামিন-সি

Q. ফল (fruit) সংক্রান্ত বিদ্যা (study) কে কী বলে ?

[WBP Constable-’19]

(a) পোমোলজি

(b) স্পার্মোলজি

(c) অ্যান্থোলজি

(d) পেরোলজি

Answer – (a) পোমোলজি

Q. 1 GB = ——— bytes.  [WBP Constable-’19]

(a) 10¹²

(b) 10³

(c) 10⁶

(d) 10⁹

Answer – (d) 10⁹

Q. নীচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ? [WBP Constable-’19]

(a) দুধ (milk)

(b) মাখন (butter)

(c) মাছ (fish)

(d) লেটুস (lettuce)

Answer – (c) মাছ (fish)

Q. অগ্নি প্রতিরোধক পোশাক (fire fighting clothes) কী দিয়ে তৈরি হয় ? [WBP Constable-’19]

(a) ক্যাডমিয়াম

(b) অভ্র (mica)

(c) অ্যাসবেসটস

(d) সুতী কাপড় (cotton)

Answer – (c) অ্যাসবেসটস

Q.  ‘স্যাকারিন’ কী দিয়ে তৈরি হয়? [WBP Constable-’19]

(a) বিউটেন

(b) টলুইন

(c) ফেনল

(d) প্রোপেন

Answer – (b) টলুইন

Q. মোবাইল ফোনো ব্যবহৃত প্রযুক্তি ‘GSM’ এর পুরো কথাটি হল— [WBP Constable-’19]

(a) Geo Staion for Mobility

(b) Global System for Mobile

(c) Geo Satellite for Mobile

(d) Global System Mobility

Answer – (b) Global System for Mobile

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top