Q. কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? [WBCS Preli’18]
(a) মান সিংহ
(b) অমর সিংহ
(c) উদয় সিংহ
(d) যশবন্ত সিংহ
Answer – (d) যশবন্ত সিংহ
Q. হিন্দু নারীর ‘সতী’ নিষিদ্ধ হয়েছিল কোন মোঘল রাজত্বকালে নিষিদ্ধ হয় ? [WBCS Preli’18]
(a) জাহাঙ্গীর
(b) শাহজাহান
(c) আকবর
(d) ঔরঙ্গজেব
Answer – (c) আকবর
Q. কে ‘হইন্দভ ধর্মোদ্ধারক’ (হিন্দু ধর্মেররক্ষাকর্তা) উপাধি নেন ? [WBCS Preli’18]
(a) গুরু রামদাস
(b) শিবাজি
(c) প্রমথ বাজীরাও
(d) বালাজী বাজীরাও
Answer – (b) শিবাজি
Q. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল ? [WBCS Preli’18]
(a) গৌহাটি অধিবেশন (1926)
(b) মাদ্রাজ অধিবেশন (1927)
(c) লাহোর অধিবেশনে ( 1929 )
(d) করাচী অধিবেশন (1931)
Answer – (d) করাচী অধিবেশন (1931)
Q. কংগ্রেসকে ‘আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন ? [WBCS Preli’18]
(a) স্যার সৈয়দ আহমেদ খান
(b) লর্ড ডাফরিন
(c) লর্ড কার্জন
(d) থিওডোর বেক
Answer – (b) লর্ড ডাফরিন
Q. কে ‘খালসা’ প্রবর্তন করেন? [WBCS Preli’18]
(a) গুরু তেগ বাহাদুর
(b) গুরু নানক
(c) গুরু গোবিন্দ সিংহ
(d) গুরু হরগোবিন্দ
Answer – (c) গুরু গোবিন্দ সিংহ
Q. কংগ্রেস কর্তৃক গঠিত ‘জাতীয় পরিকল্পনা কমিটি’র সভাপতি কে ছিলেন? [WBCS Preli’18]
(a) আসফ আলি
(b) জওহরলাল নেহরু
(c) তেজ বাহাদুর সপ্রু
(d) রাজেন্দ্র প্রসাদ
Answer – (b) জওহরলাল নেহরু
Q. বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল ? [WBCS Preli’18]
(a) ফরাসি
(b) ওলন্দাজ
(c) পোর্তুগিজ
(d) ইংরেজ
Answer – (c) পোর্তুগিজ
Q. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন ? [WBCS Preli’18]
(a) মীরকাশিম
(b) মীরজাফর
(c) নজম-উদ্-দৌল্লা
(d) সুজাউদ্ দৌলা
Answer – (b) মীরজাফর
Q. ‘হিন্দু-হিন্দী-হিন্দু’ কে প্রচার করেছিলেন? [WBCS Preli’18]
(a) লালা লাজপত রাই
(b) মদন মোহন মালব্য
(c) শ্যামাপ্রসাদ মুখার্জী
(d) বাল গঙ্গাধর তিলক
Answer – (c) শ্যামাপ্রসাদ মুখার্জী
Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন ? [WBCS Preli’18]
(a) লর্ড কর্ণওয়ালিশ
(b) লর্ড ডালহৌসি
(c) লর্ড হার্ডিঞ্জ
(d) লর্ড হেস্টিংস
Answer – (b) লর্ড ডালহৌসি
Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ? [WBCS Preli’18]
(a) মোতিলাল নেহরু
(b) চিত্তরঞ্জন দাশ
(c) গান্ধীজি
(d) হসরত মোহানি
Answer – (b) চিত্তরঞ্জন দাশ
Q. কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? [WBCS Preli’18]
(a) বি. আর. আম্বেদকর
(b) গোপাল হরি দেশমুখ
(c) শ্রী নারায়ণ গুরু
(d) জ্যোতিবা ফুলে
Answer – (d) জ্যোতিবা ফুলে
Q. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল- [WBCS Preli’18]
(a) কমিশনে ভারতীয় কোন মেম্বার ছিলেন না
(b) ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল
(c) কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী
(d) উপরের কোনোটিই নয়
Answer – (a) কমিশনে ভারতীয় কোন মেম্বার ছিলেন না
Q. ‘অভিনব ভারত’ নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল— [WBCS Preli’18]
(a) ক্ষুদিরাম বোস দ্বারা
(b) ভি ডি সাভারকার দ্বারা
(c) প্রফুল্ল চাকী দ্বারা
(d) ভগৎ সিং দ্বারা
Answer – (b) ভি ডি সাভারকার দ্বারা
Q. নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি/ তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন ? [WBCS Preli’18]
(a) মান সিংহ
(b) টোডরমল
(c) ভগবন্ত দাস
(d) বীরবল
Answer – (d) বীরবল
Q. নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? [WBCS Preli’1
(a) হায়দার আলি
(b) সফদর জঙ্গ
(c) মীর কাসিম
(d) টিপু সুলতান
Answer – (d) টিপু সুলতান
Q. কোন সমাজ সংস্কারক ‘পেরিয়া নামে জনপ্রিয় ছিলেন? [WBCS Preli’18]
(a) ই ভি রামস্বামী নাইকার
(b) সি ভি রমন পিল্লাই
(c) বি আর আম্বেদকর
(d) জ্যোতিবা ফুলে
Answer – (a) ই ভি রামস্বামী নাইকার
Q. কে ‘হিন্দু প্যাট্রিয়ট’ এর সম্পাদক? [WBCS Preli’18]
(a) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(b) মোতিলাল ঘোষ
(c) শিশির কুমার ঘোষ
(d) হরিশচন্দ্র মুখার্জী
Answer – (d) হরিশচন্দ্র মুখার্জী
Q. 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন? [WBCS Preli’18]
(a) সাতারা
(b) পুণে
(c) বেলগাঁও
(d) বেরার
Answer – (c) বেলগাঁও