Q. দিল্লীর কোন সুলতান রাজধানী দিল্লী থেকে দৌলতাবাদে স্থান্তরিত করেন ? [Rail Gr-D’14]

(a) ইলতুৎমিস

(b) ফিরোজ শাহ তুঘলক

(c) মহম্মদ বিন তুঘলক

(d) বলবন

Answer – (c) মহম্মদ বিন তুঘলক

Q. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি একাধিক রাজ্যের রাজধানী ? [Rail Gr-D’14]

(a) কোলকাতা

(b) পাটনা

(c) লক্ষ্ণৌ

(d) চণ্ডীগড়

Answer – (d) চণ্ডীগড়

Q. সশস্ত্র বাহিনীর মেডিকেল কলেজ অবস্থিত- [Rail Gr-D’14]

(a) শিমলা

(b) মুম্বই

(c) পুণে

(d) নাসিক

Answer – (c) পুণে

Q. India wins freedom’ বইটি লেখেন— [Rail Gr-D’14]

(a) জওহরলাল নেহেরু

(b) জে. বি. কৃপালিনী

(c) বল্লভভাই প্যাটেল

(d) আবুল কালাম আজাদ

Answer – (d) আবুল কালাম আজাদ

Q. বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? [WBCS Preli’14]

(a) আলাউদ্দিন হাসান বাহমান শাহ

(b) প্রথম মহম্মদ শাহ

(c) ফিরোজ শাহ

(d) আহম্মদ শাহ

Answer – (a) আলাউদ্দিন হাসান বাহমান শাহ

Q. নিম্নলিখিত কোন্ সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত ? [WBCS Preli’14]

(a) ক্সান্তি

(b) আত্মশক্তি

(c) সারথি

(d) সন্ধ্যা

Answer – (a) ক্সান্তি

Q. কোন্ বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল ? [WBCS Preli’14)

(a) 1605 খ্রিস্টাব্দে

(b) 1707 খ্রিস্টাব্দে

(c) 1757 খ্রিস্টাব্দে

(d) 1556 খ্রিস্টাব্দে

Answer – (d) 1556 খ্রিস্টাব্দে

Q. লর্ড আরউইনের পরে কে ভারতের ভাইসরয় হন ? [WBCS Preli 14]

(a) লর্ড ওয়াভেল

(b) লর্ড রিডিং

(c) লর্ড উইলিংডন

(d) লর্ড লিনলিথগো

Answer – (c) লর্ড উইলিংডন

Q. ‘কাউন্সিল অফ্ বারভাইস’ কে সংগঠিত করেন? [WBCS Preli’14]

(a) নানা ফড়নবিশ

(b) মাধবরাও নারায়ণ

(c) দ্বিতীয় বাজিরাও

(d) মহাদজী সিন্ধিয়া

Answer – (a) নানা ফড়নবিশ

Q. ভারতে পর্তুগীজ শক্তির কেন্দ্র ছিল— [WBCS/Preli’14]

(a) কোচিন

(b) কালিকট

(c) বিজাপুর

(d) গোয়া

Answer – (d) গোয়া

Q. দাদাভাই নওরোজী কর্তৃক প্রণোদিত সম্পদ নির্গমণ তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে? [WBCS Preli 14]

(a) মহাদেব গোবিন্দ রানাডে

(b) বাল গঙ্গাধর তিলক

(c) গোপাল কৃষ্ন গোখলে

(d) ফিরোজ শাহ মেহতা

Answer – (c) গোপাল কৃষ্ন গোখলে

Q. সুফিবাদ ভারতে প্রবেশ করে— [WBCS Preli’14]

(a) একাদশ শতকে

(b) দ্বাদশ শতকে

(c) চতুৰ্দশ শতকে

(d) ত্ৰয়োদশ শতকে

Answer – (d) ত্ৰয়োদশ শতকে

Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোটি ভারতে ইংরাজী শিক্ষার ‘ম্যাগনা কার্টা’ রূপে পরিচিত? [WBCS Preli’14]

(a) চার্টার অ্যাক্ট, 1813

(b) ইন্ডিয়ান এডুকেশন কমিশনের প্রতিবেদন, 1882

(c) ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট, 1904

(d) এডুকেশনাল ডেসপ্যাচ্, 1854

Answer – (d) এডুকেশনাল ডেসপ্যাচ্, 1854

Q. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? [WBCS Preli’14]

(a) ক্যানিং

(b) ডালহৌসি

(c) এলগিন

(d) রিপন

Answer – (a) ক্যানিং

Q. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? [WBCS Preli’14]

(a) ডেভিড হেয়ার

(b) আলেকজাণ্ডার ডাফ

(c) এইচ. ভি. ডিরোজিও

(d) উইলিয়াম জোনস্

Answer – (d) উইলিয়াম জোনস্

Q. ‘এইটটিন ফিফটি সেভেন’ বইটির রচয়িতা কে? [WBCS Preli’14]

(a) এস. এন. সেন

(b) আর. সি. মজুমদার

(c) সৈয়দ আহমদ খান

(d) আর. সি. ভাণ্ডারকর

Answer – (a) এস. এন. সেন

Q. ‘ইন্ডিকা’-র প্রণেতা কে? [WBCS Preli’14]

(a) হেরোডোটাস

(b) মেগাস্থিনিস

(c) স্ট্র্যাবো

(d) প্লুটার্ক

Answer – (b) মেগাস্থিনিস

Q. নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল ? [WBCS Preli’14]

(a) হিন্দুরা

(b) মুসলমানরা

(c) ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়

(d) উপরের সকলেই

Answer – (c) ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়

Q. প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল— [WBCS Preli’14]

(a) ইন্ডিয়ান রিভিউ

(b) ফ্রি প্রেস অফ্ ইন্ডিয়া

(c) হিন্দুস্থান রিভিউ

(d) অ্যাসোসিয়েটেড প্রেস অফ্‌ ইন্ডিয়া

Answer – (c) হিন্দুস্থান রিভিউ

Q. জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? [WBCS Preli’14]

(a) আগ্রা

(b) দিল্লী

(c) লাহোর

(d) শ্রীনগর

Answer – (c) লাহোর

Scroll to Top